Late post 24 02 2022 সকাল ৪:৩০র দিকে ভোল্টেজ

in #fog4 years ago

Late post 24 02 2022

সকাল ৪:৩০র দিকে ভোল্টেজ ফ্লাকচুয়েট করে অফ অন হয়ে কারেন্ট চলে গেল। রিপোর্ট ঠুকে দোতলায় গিয়ে জানলা দিয়ে দেখি সে কি গাঢ় কুয়াশা, যেন মৃত্যুপুরীর মাঝে কিছু আইফেল টাওয়ার মাথা উঁচিয়ে আছে। মাথায় তিনটেই শব্দ এল " ফগ অফ ওয়ার "। কেন জানিনা এল, যদিও শব্দটা শুধুমাত্র সামরিক রণনীতি ঠিক করবার কাজে ব্যবহৃত হয়.. তবুও দিনের শেষে কুয়াশাই তো? এখন শুনলাম রাশিয়া সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইউক্রেনের বিরুদ্ধে। যেন ভ্যান হেলসিং কিংবা হ্যানসেল অ্যান্ড গ্রেটেলের সেই আবহাওয়া, পরিবেশ। আমার মা -এর ক্রোধিত মন্তব্য, " রাজায় রাজায় যুদ্ধ হয়, আর উলুখাগড়ার প্রাণ যায়। আচ্ছা, কতজন রাজনীতিবিদ, বড়লোক ক্ষমতাধর রাষ্ট্রনেতার প্রাণ যাবে এর ফলে?" যেন তিনি প্রফুল্ল হবেন প্রশ্নবোধক চিহ্ন উঠে সত্যি তা যদি ঘটে। #Dawn 🔥