"ফুড ফটোগ্রাফি"
নমস্কার
"ফুড ফটোগ্রাফি"
ঝাল রুটি
এটি হচ্ছে ঝাল রুটি।যেটি ঝটপট তৈরি করে নেওয়া যায় জলখাবার হিসেবে।আমি এটি পেঁয়াজ,মরিচ দিয়ে ময়দা সহযোগে তৈরী করে নিয়েছিলাম।সঙ্গে কয়েক টুকরো চিংড়ি মাছ যুক্ত করাতে বেশ টেষ্ট হয়েছিল খেতে।
পুঁটি মাছ দিয়ে ধুন্ডল রেসিপি:
তরুল একটি সুন্দর সবজি।যেটিকে আমরা ধুন্দল বলি।এটি হচ্ছে পুঁটি মাছ দিয়ে ধুন্ডল রেসিপি।এই রেসিপিটি দারুণ খেতে হালকা মিষ্টি স্বাদের।চিংড়ি ও কাঁকড়া দিয়ে এই সবজি খেতে আরো বেশি ভালো লাগে।
আলু চোখা:
এটি হচ্ছে বাঙালির জনপ্রিয় খাবার আলু চোখা।যেটা আমার বেশ প্রিয়।এটি ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে।তাছাড়া ডাল সহযোগে খেলে বেশি টেস্টি হয়ে থাকে।
পটল ভাজি:
সচরাচর পটল ভাজি তো আমরা অনেকেই খেয়ে থাকি।কিন্তু এইভাবে ডিজাইন করে খাওয়ার মজাই আলাদা।যদিও ডিজাইন করাটা সময়ের ব্যাপার তবুও গোটা ভেজে ভাত ও ডালের সঙ্গে খেতে স্বাদের হয়ে থাকে।
খিচুড়ি রেসিপি:
বাঙালির আরো একটি প্রিয় রেসিপি হচ্ছে খিচুড়ি।যেটা থাকলে আমার আর অন্য কিছুই প্রয়োজন হয় না।এক বৃষ্টির দিনে আমি খিচুড়িটি তৈরি করেছিলাম বিভিন্ন সবজির সমন্বয়ে।আর এর সঙ্গে বেগুন ভাজা ও ইলিশ মাছ ভাজা হলে তো আর কথায় নেই।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফুড ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | [বর্ধমান] |
আমার পরিচয় |
---|
প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন হয়েছে। তবে খিচুড়ির ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে কারণ খিচুড়ি হল আমার পছন্দের জিনিস। তাছাড়া প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি কিন্তু দারুন দেখাচ্ছে সেই সাথে বর্ণনা সুন্দর করে দিয়েছেন। সব মিলিয়ে চমৎকার হয়েছে আপনার পোস্ট।