ছুটির দিনে ফুটবল নিয়ে খোলা মাঠে কিছু সময়।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভালো আছেন।
জীবনের ব্যস্ততা আর একঘেয়েমির মাঝে কখনও কখনও প্রয়োজন হয় একটু প্রশান্তি, একটু অবসর আর নির্মল আনন্দের। কাজের চাপে, সময়ের অভাবে কিংবা শহুরে জীবনের কোলাহলে হারিয়ে যাওয়া সেই ছোটবেলার খেলার দিনগুলোর কথা প্রায়শই মনে পড়ে। কিন্তু খুব কমই সুযোগ হয় আবার সেসব দিনে ফিরে যাওয়ার। ঠিক তেমনই এক সুযোগ মিলেছিল গতকাল, পবিত্র আশুরার ছুটির দিনে।
গতকাল আমাদের অফিস ছুটি ছিল। তাই ভাবলাম এই ফাঁকে কিছুটা স্বস্তির নিশ্বাস নেওয়া যাক। অফিসের কলিগদের সাথে পরিকল্পনা করে সবাই মিলে বের হয়ে গেলাম আমার বাসার পাশের খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে। এই মাঠটা আমাদের নারায়ণগঞ্জ শহরের মানুষের জন্য এক অনন্য প্রাঙ্গণ, একদিকে খেলার মাঠ, অন্যদিকে হাঁটার জায়গা, আবার কখনও কখনও বড় বড় ইভেন্টের আয়োজনও হয় এখানে। কিন্তু এইদিন মাঠটা যেন সম্পূর্ণ অন্যরকম হয়ে উঠেছিল। ছুটির দিনে মানুষের ভিড়ে মুখরিত ছিল পুরো এলাকা, আর আমরা তৈরি হয়ে গেলাম ফুটবল খেলার জন্য।
অনেক দিন পর আবার খেলার মাঠে নেমে দৌড়াদৌড়ি করার অনুভূতি সত্যিই অসাধারণ। ছোটবেলায় যেমন ছুটে চলতাম, ঠিক তেমনই যেন প্রাণ খুলে দৌড়ালাম। শুরুতেই মনে হচ্ছিল শরীর হয়তো সায় দেবে না, কিন্তু খেলার উত্তেজনায়, আনন্দে আর কলিগদের উৎসাহে সব বাধা পেরিয়ে খেলায় মেতে উঠলাম। খেলার মধ্যে যে আনন্দ, যে মুক্তির স্বাদ তা ভাষায় প্রকাশ করা কঠিন।
প্রথম দিকে খেলায় কিছুটা পিছিয়ে পড়েছিলাম। আমাদের দল চারটি গোল খেলেও হাল ছাড়িনি। সবাই মিলে একসাথে পরিশ্রম করেছি, পরিকল্পনা করেছি আর সর্বোপরি উপভোগ করেছি প্রতিটি মুহূর্ত। একসময় দেখলাম, আমরাই আবার ম্যাচে ফিরে এসেছি। পরপর পাঁচটি গোল করে আমরা জয় ছিনিয়ে নিয়েছি। জয় হোক বা পরাজয় মূল আনন্দ ছিল খেলাটা, খেলার মাঝেই, হাসি-ঠাট্টা আর দৌড়াদৌড়িতে। তবে ম্যাচ জিতে যাওয়াটা আমাদের সবাইকে আলাদাভাবে আনন্দিত করেছে।
মাঠের বাতাস, খোলা আকাশের নিচে সবুজের মাঝে খেলতে খেলতে মনে হচ্ছিল, জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সব থেকে মূল্যবান। কাজের ব্যস্ততা, অফিসের চাপ, শহরের যানজট, সব কিছু ভুলে কিছুটা সময় যদি প্রকৃতির সাথে, বন্ধুদের সাথে এবং খেলাধুলার সাথে কাটানো যায়, তাতে মানসিক প্রশান্তি যেমন আসে, তেমনি শরীরও চঞ্চল হয়ে ওঠে।
আরেকটা ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, ছোট বড় অনেকেই মাঠে খেলা উপভোগ করছিল। আশেপাশে ছিল ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলা, তরুণদের ক্রিকেট আর আমাদের ফুটবল। চারপাশের এই প্রাণবন্ত পরিবেশ মনে করিয়ে দিল, খেলা শুধুমাত্র একটি বিনোদন নয়, এটি মানুষের মন ও শরীরের সুস্থতার অন্যতম চাবিকাঠি।
দিনের শেষে যখন ক্লান্ত শরীর আর প্রশান্ত মন নিয়ে বাড়ি ফিরলাম, মনে হচ্ছিল বহুদিন পর সত্যিকারের একটা দিন কাটালাম। একদিকে পবিত্র আশুরার শিক্ষা, অন্যদিকে এমন একটি আনন্দময় দিন সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল আমার স্মৃতির অমূল্য অংশ।
আমাদের জীবনে মাঝেমধ্যে এমন ছোট ছোট অবকাশ, নির্মল আনন্দ আর খেলার দরকার। অফিস, পরিবার, দায়িত্ব সবকিছুর মাঝে নিজেকে কিছুটা সময় দেওয়া সত্যিই খুব প্রয়োজনীয়। তাই বলবো, সুযোগ পেলেই মাঠে ফিরুন, খেলুন, হাসুন আর জীবনটাকে উপভোগ করুন। সময় দ্রুত চলে যায়।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
স্থান | নারায়ণগঞ্জ , ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1942249972466069800?t=1MKiZqz-7V2swiFvC5ueDw&s=19
https://x.com/RamimHa74448648/status/1942250396040536170?t=QV73TuRRHZMcu1BL-kKC5g&s=19