বন্ধুদের সাথে কাটানো কিছু সুন্দর সময় ||
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে আমার বন্ধুদের সাথে কাটানো সময় তুলে ধরতে যাচ্ছি। গত পরশুদিন আমি ও আমার বন্ধুরা মিলে সুন্দর একটি দিন কাটিয়েছি যা আজকে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।
গত পরশু আমার ইউনিভার্সিটিতে ক্লাস ছিলো সকাল ১১'১১ থেকে বিকেল ৪'৩০ অব্ধি। আমি কিছুদিন আগে পারিবারিক কাজে বাসায় গিয়েছিলাম প্রায় ১০ দিনের মতো বাসায় থেকেছি, বাসা থেকে ফিরে গত পরশুদিন আমার প্রথম ক্লাস ছিলো। আমি সকাল ১০'৩০ মিনিটে বাসা থেকে বের হই, প্রায় ১০ দিন পরে আমার বন্ধুদের সাথে দেখা হলো। আমরা তিনটি ক্লাস করে ৪'৩০ মিনিটে ক্লাস শেষ ইউনিভার্সিটি এর মাঠে সবাই মিলে ফুটবল খেলি। যেহেতু দিন ছোট তাই ৩০ মিনিটের মতো খেলতে পেরেছিলাম এর পরেই মাগরিবের আজান দিলে আমরা খেলা বন্ধ করে দেই। আর আজান এর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যায়। সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর আমাদের সবাইকে অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিলো।
আমাদের ইউনিভার্সিটি থেকে ঢালি ফুডকোর্ট অনেক কাছেই রিক্সা ভাড়া ৪০ টাকা করে নেয়। আমাদের যেহেতু অনেক বেশি ক্ষুদা লেগেছিলো তাই আমরা সবাই ঢালি ফুডকোর্ট এর দিকে যাই। ঢালি ফুডকোর্টটি বসুন্ধরা এপোলো গেইটের একদম পাশে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় এবং এই ফুডকোর্টটি ঢাকার মধ্যে অনেক বেশি জনপ্রিয়। আমরা সবাই রিক্সা করে ঢালি ফুডকোর্টে যাই। এখানে গিয়ে আমরা ২ টি চিকেন আইটেম তার মধ্যে একটি চিকেন মাসালা। আর একটি হাসের চুইঝাল তার সাথে নান,পরোটা ও লুচি অর্ডার দেই। সবকিছু বানানোর জন্য তারা ২০ মিনিট সময় নেয়। এবং সময়মতো আমাদের কাছে তারা পরিবেশন করে। এখানকার চিকেন মাসালা টা আমার কাছে অনেক বেশি জোস লাগে।
এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ এ সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে চলে আসি। বাইরে এসে সবাই মিলে চা খাই এখানকার চা টাও আমার কাছে বেশ ভালো লাগে। ততোক্ষণে রাত হয়ে গিয়েছে আমার ৩ জন বন্ধুর বাসা বেশ দূরে ২ জনের বাসা মিরপুর ও বাকি একজনের বাসা ধানমন্ডিতে। আমি তাদের বলি আজকে রাত হয়ে গিয়েছে আজকে থাক তারাও রাজি হয়ে যায়। আমার বাসায় সেদিন কেউ ছিলো না তাই সবাইকে আমার বাসায় থাকতে বলি এরপর সবাইকে সাথে নিয়ে আমার বাসায় চলে আসি।
বাসায় আসার পরে আমরা সবাই ফ্রেশ হই। আমরা সবাই মিলে রুমে আড্ডা দিতে থাকি। সবাই ফোন রেখে আড্ডায় মেতে উঠেছিলাম কারণ সাধারণত আমাদের এভাবে একসাথে থাকা হয়না। আমি একটি উনো কিনে এনেছিলাম সবাই মিলে উনো খেলি। তাছাড়াও সবাই মিলে একসাথে গলায় গলা মিলায় গান গাই। এরপর রাতের খাওয়ার জন্য মুরগি ও খিচুড়ি করার পরিকল্পনা করি। এরপর বন্ধুরা সবাই মিলে একসাথে রান্না করি এটির মজা অন্যরকম। যেহেতু আমরা ৬জন ছিলাম তাই রাইস কুকারে এতো জনের রান্না করা সম্ভব নয় তাই গ্যাসে রান্না করি। খিচুড়ি মুরগির পর স্পেশাল শুকনা মরিচ ও পেয়াজ এর ভর্তা করি সরিষার তেল দিয়ে এটি আমার অনেক প্রিয়। সবকিছু রান্নার পরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া করি।
সবাই মিলে একসাথে মজা করে খাওয়ার পর রাতে কয়েক রাউন্ড উনো খেলি। এরপর সবাই গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি। আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে দেখছি আপনি আমাদের মাঝে বন্ধুদের সাথে কাটানো কিছু সুন্দর সময় আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনারা ছয়জন বন্ধু মিলে অনেক আড্ডা দিয়েছেন, অনেক মজা করেছেন। আমরাও ম্যাছে থাকতে বন্ধুরা মিলে খিচুড়ি রান্না করে খেতাম অনেক গল্প করতাম আড্ডা দিতাম। আপনি আমাদের মাঝে আপনার বন্ধুদের সাথে কাটানো কিছু সুন্দর মূহুর্ত শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বন্ধুরা সকলে মিলে এমন সুন্দর সময় কাটাতে বেশ ভালই লাগে। তুমি বন্ধুদের সঙ্গে তেমন একটি সুন্দর সময় কাটালে। সকলে মিলে বসে খাওয়া-দাওয়া করেছ এবং গল্প করে আনন্দ করেছ এটাই সব থেকে বড় কথা। পোস্টে খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করলে সমস্ত আড্ডাটির। ভালো লাগলো পড়ে।
অসংখ্য ধন্যবাদ।