Photograpy of fruit

in #fruitlast year

20240613_113759.jpg

20240613_113757.jpg

আমি একদিন বাজার থেকে আসতে দেখতে পাই রাস্তার পাশে একটি ফুল গাছ। গাছটি অনেক সুন্দর ছিল তাই আমি এ ফিল গাছটির ফটোগ্রাফি করলাম। ফুল গাছটি এত সুন্দর ছিল আমি এ ফুল গাছটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম । ওখানের পরিবেশটা ও অনেক সুন্দর ছিল । ছবি তোলার জন্য ভালো ছিল এ জায়গাটা। ফুল গাছটির রংটা ও সুন্দর ছিল।

ফুল গাছটির আকার আকৃতি অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছিল অনেক সুন্দর ছিল এ ফুলটি। ফুলটির আশ পাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল । পরিবেশটা অনেক সুন্দর ছিল এ ফুল গাছটি আমার অনেক ভালো লেগেছিল তাই আমি আপনাদের কাছে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করতেছি। এ ফুল গাছটি অপরূপ সুন্দর ছিল। অসাধারণ সুন্দর এই ফুল গাছটি।

এ ফুল গাছটি দেখে জুড়ে গেছে । আর আমি অনেকবার বলতেছি এত সুন্দর এ ফুল গাছটি। আমার কাছে এত বেশি ভালো লেগেছিল যে আমি অনেক বার এ ফুল গাছটির ফটোগ্রাফি করলাম । এ ফুল গাছটি দেখে আমার মন ভয়ে গেছে । এমনি তে ফুল আমার অনেক পছন্দ আর আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে । এ ফুলটি অনেক মিষ্টি একটা ফুল গাছ।

তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার ফুল ফটোগ্রাফি ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু ।আমি অধীর আগ্রহে বসে রইলাম । আজকের এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@jumtak
ডিভাইসSamsung Galaxy
লোকেশনঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে এই পর্যন্ত। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না আবার। আবার যেকোন সময় ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

20240607_145246.jpg

*🥀🌹আমি জুমতাক হিমাদ্রি। আমি ঢাকায় বসবাস করি এবং আমি অবিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.