FUN FACTS :: "মানুষের সব চাইতে বিশ্বস্ত সঙ্গী কুকুর সম্পর্কে কিছু অবাক করা তথ্য"

in আমার বাংলা ব্লগ2 years ago

labrador-retriever-1210559_1280.jpg
Copyright Free Image - Source : Pixabay


মানব সভ্যতার একদম সূচনালগ্ন থেকে কুকুর মানুষের সঙ্গী । এই জন্যই কুকুরকে বলা হয় মানুষের সব চাইতে পুরোনো বন্ধু । মানুষ সর্বপ্রথম যে প্রাণীটিকে পোষ মানিয়েছিল সে হলো কুকুর । আদিম যুগে মানুষ ছিল শিকারনির্ভর, তখন কৃষি আবিষ্কার হয়নি । এই যাযাবর শ্রেণীর মানুষকে সর্বদা দলবেঁধে শিকার করে বেড়াতো হতো । শিকারের সুবিধার্থে মানুষ বুনো কুকুরকে পোষ মানিয়ে তাদের শিকারের সঙ্গী করলো । ফলে আগের চাইতে খুব দ্রুত এবং সহজে শিকার পাওয়া যেতে লাগলো ।

আর কুকুর ক্রমে ক্রমে হয়ে উঠলো মানুষের ছায়াসঙ্গী । এক টুকরো খাবারের জন্য কৃতজ্ঞতা স্বরূপ নিজেদের যান বিলিয়ে দিতো তারা । আর এ কারণেই মানুষের সঙ্গে কুকুরের বন্ধন কখনো ছিন্ন হয়নি । সমগ্র প্রাণিজগতে গৃহপালিত কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী আর দু'টি নেই ।

আজ সেই কুকুর সম্পর্কে কিছু অবাক করা তথ্য শেয়ার করবো ।


#০১ আমরা যেমন স্বপ্ন দেখি আমাদের আদরের পোষ্য কুকুরটিও কিন্তু ঘুমের ভেতর স্বপ্ন দেখে । এমনকি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলে ঠিক মানুষের মতোই শব্দ করে কেঁদে ওঠে ।

#০২ পৃথিবীর মধ্যে সব চাইতে দ্রুত গতির কুকুর হলো গ্রেহাউন্ড । এরা মূলতঃ শিকারী কুকুর । ঘন্টায় ৪০-৪৫ কিঃমিঃ গতিতে একটানা ছুটতে পারে এরা । আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সব চাইতে দ্রুতগতির প্রাণী হলো চিতা । চিতা ঘন্টায় প্রায় ৭৫ কিঃমিঃ গতিতে ছুটতে পারে, কিন্তু চিতা একটানা বেশিক্ষণ ছুটতে পারে না । একটা চিতা ৭৫ কিঃমিঃ প্রতি ঘন্টা গতিবেগ মাত্র ৫-৬ মিনিট ধরে রাখতে পারে । পক্ষান্তরে একটা গ্রেহাউন্ড ৪৫ কিমি গতিতে একটানা না থেমে ২-৩ ঘন্টা অব্দি ছুটতে পারে ।

#০৩ লেপার্ড ডগ নামে এক জাতের কুকুর আছে যারা গাছে উঠতে ওস্তাদ । এরা ঠিক লেপার্ডের মতোই গাছে উঠতে পটু, তাই এমন নাম দেওয়া হয়েছে এদের ।

#০৪ আমাদের যেমন আঙুলের ছাপ একদম ইউনিক, অন্য কারো সাথে কখনোই মেলে না ঠিক তেমনই একটা কুকুরের নাকের ডগার ছাপের সাথে পৃথিবীর আর কোনো কুকুরের নাকের ডগার ছাপ মেলে না ।

#০৫ আমাদের শ্রবণক্ষমতা খুবই সীমিত । ২০-২০,০০০ হার্জের মধ্যে আমাদের শ্রবণসীমা । অর্থাৎ ২০ হার্জের কম বা ২০ হাজার হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না । কিন্তু, আমাদের পোষ্য কুকুরটি কিন্তু অনায়াসেই যেসব শব্দ আমরা শুনতে পাই না সেসব দিব্যি শুনতে পায় । ওদের শ্রবণসীমা ৫০-৪৬,০০০ ।

#০৬ একটা কুকুরের সারা শরীরের মধ্যে ঘামগ্রন্থি আছে ,মাত্র চারটি স্থানে । তাদের চার পায়ের নিচের মাংসপিণ্ডে । এই কারণে খুব বেশি গরম লাগলে কুকুর জিভ বের করে হাঁফায়, জিভ বেয়ে লালা পড়ে শরীর ঠান্ডা করে ।

#০৭ এবার যে কথাটি শুনতে যাচ্ছেন সেটা জানি আপনাদের বিশ্বাস করতে খুব কষ্ট হবে, কিন্তু এটাই সত্য । কুকুরের ঘ্রাণশক্তি একটা মানুষের ঘ্রাণশক্তির ১০ মিলিয়ন গুণ বেশি । আজ্ঞে হ্যাঁ, দশ মিলিয়ন মানে এক কোটি গুণ বেশি ।

#০৮ একটা কুকুর যখন পায়খানা করে তখন কোনো এক অজানা কারণে এরা ঠিক পৃথিবীর চৌম্বকক্ষেত্র বরাবর মলত্যাগ করে । অর্থাৎ, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উত্তর-দক্ষিণ দিক বরাবর ।

#০৯ কুকুরের আর এক আশ্চর্য ক্ষমতা আছে । কোনো ডায়াবেটিক পেশেন্টের পোষ্য কুকুরটি কিন্তু তার প্রভুকে সতর্ক করতে পারে যখন তার প্রভুর সুগার লেভেল মাত্রারিক্ত ফল করে । ফলে বড় ধরণের বিপদ এড়ানো যায় । এভাবেই প্রভুর জীবন রক্ষা করে তারা ।

#১০ কুকুর কিন্তু মাত্র দু'টি রং দেখতে পারে । নীল এবং হলুদ । এছাড়া আর সব সাদা কালো ।


শেষ

Sort:  
 2 years ago 

কুকুর মানুষের সবচাইতে বিশ্বস্ত একটা বন্ধু আমি মনে করি। কুকুর সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং ফ‍্যাক্ট জানতে পারলাম। কুকুরের ঘ্রাণশক্তি যে আমাদের চেয়ে অনেক বেশি এটা জানতাম কিন্তু ওদের শ্রবণশক্তিও আমাদের তুলনায় বেশি এটা জানতাম না। কুকুরের রঙ দেখার বিষয়টি বেশ দারুণ ছিল। কুকুর সম্পর্কে বেশ কিছু অজানা ইন্টারেস্টিং ফ্রাক্ট শেয়ার করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই, কুকুর সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছেন তা সত্যিই অবাক করার মত। দারুণ উপভোগ করলাম ব্লগটি, বিশেষ করে নতুন কিছু জানতে পারলাম।

 2 years ago 

কুকুর নিঃসন্দেহে প্রভু ভক্ত প্রাণী। তাইতো পোষ্য প্রাণী হিসেবে অনেকেই কুকুর খুব পছন্দ করে। কুকুর সম্পর্কে অনেক জানা অজানা তথ্য জানতে পেরে ভীষণ ভালো লাগলো।

একটা গ্রেহাউন্ড ৪৫ কিমি গতিতে একটানা না থেমে ২-৩ ঘন্টা অব্দি ছুটতে পারে ।

তবে এটা জেনে সত্যিই অবাক হলাম। সবমিলিয়ে পোস্টটি দারুণ লাগলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কুকুরের নাকের ডগার ছাপের বিষয়টি আজ প্রথম জানলাম, সত্যি পোষ্টটি তথ্যবহুল ছিলো এবং অনেক কিছুই নতুনভাবে জানতে পারলাম। অনেক ধন্যবাদ তথ্যবহুল কিছু উপস্থাপন করার জন্য।

 2 years ago 

সত্যি কুকুর মানুষের বিশ্বস্ত প্রাণী। কুকুরের সাথে মানুষের বন্ধুত্ব আদিম কাল থেকেই।সত্যি একটুকরো খাবারের জন্য এবং প্রভুভক্তির জন্য জান বিলিয়ে দেন কুকুর। কুকুর সম্পর্কে অনেক অজানা আশ্চর্যকর তথ্যগুলো পেয়ে খুব ভালো লাগলো।কুকুর সম্পর্কে অনেক কিছু জানতে পেলাম আপনার পোস্টে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের কে উপহার দেয়ার জন্য।