আগে শেখা, তারপর অর্জন!
04-07-2025
২০ আষাঢ় , ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো ও সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ভালো না থাকেন আপনার কোনো কিছু করতেই ইচ্ছে হবে না। বর্তমানে সবাই কমবেশি জ্বরে ভুগছে। যার হচ্ছে সে বুঝতে পারছে। দিনের ভালো জ্বর নেই আবার রাত থেকে জ্বর শুরু! সারা শরীর কাঁপুনি দিয়ে জ্বর উঠপ যাচ্ছে! তো এ সময়টাতে সাবধানে থাকাই উচিত! যাইহোক, ভালো খারাপ নিয়েই আমাদের চলতে হবে। জীবনে মানুষের কতো কিছুই তো অর্জনের মধ্যে থাকে। আসলে অর্জন বলতে আমরা কি বুঝতেছি? যেমন ধরুন, আপনি বাহিরের কোনো দেশে পড়াশোনা করার জন্য যেতে চাচ্ছেন! তো সে দেশে যেতে হলে আপনাকে আইলেটস দিতে হবে এবং আইলেটস পরীক্ষায় ৬ এটলিস্ট পেতে হবে!
আপনি বাহিরের কোনো দেশে পড়ার জন্য আইলেটস প্রিপারেশন নিলেন পুরোদমে। খুব ভালোভাবে প্রিপারেশন নিলে। এবং ফাইনালি আপনি আইলেটস পরীক্ষায় ৬ এর উপরে পয়েন্ট পেলেন! তো এই যে আপনি ভালো একটা মার্কস পেলেন এটা হলো আপনার একটা অর্জন! এখন কথা হলো এ অর্জনটা কি খুব সহজে পেয়ে গেলেন? উত্তর হলো না! কোনো কাজ যদি সহজেই করা যেত তাহলে কি সেটার কোনো ভেল্যু থাকতো? মোটেও সেটার কোনে ভেল্যু থাকতো না! তো জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আগে শিখতে হয়, জানতে হয়! তারপর আপনার নামের খাতায় অর্জনের গল্প লেখা থাকবে! তবে অনেকের অর্জনের খাতা শূন্য হতে পারে। যেমন, কেউ একজন প্রাইমারিতে পড়াশোনা করেছিল! কিন্তু সে বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়! যার সে সারা জীবন একটা আক্ষেপ অনুভব করলো যখন সে রেজাল্টের কারণে পড়ালেখা ছেড়ে দিয়েছিল!
বাস্তবিক অর্থে তার অর্জনের খাতা কি শূন্য বলা যায়? মোটেও না আসলে! সার্টিফিকেট অবশ্যই একটা অর্জনের মধ্যে পরে তবে এছাড়াও আমাদের জীবনে অনেক অর্জন রয়েছে। ওই যে যে পরীক্ষায় ফেল করে পড়াশোনা বাদ দিল সে কিন্তু আবার ফুটবল ভালো খেলে। ফুটবল খেলে সে গোল্ড মেডেল পেয়েছে সেরা গোল স্কোরার হওয়ার জন্য! তো এটাও কিন্তু তার একটা অর্জনের মধ্যে পরে! সে অর্জনের পিছনেও কিন্তু তার পরিশ্রম, অধ্যাবসায় রয়েছে! দুনিয়াতে কোনো কিছুই আসলে সহজ না। আপনাকে পরিশ্রম করেই অর্জন করতে হবে। তো কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে আগে শেখতে হবে! আপনি কিছু জানেন না, বুঝেন না! তাহলে কোনো কিছু আপনি অর্জন করবেন কি করে? এজন্য আমি যে কথাটি বলি সেটা হলো শেখার মানসিকতা তৈরি করা!
আমার জীবনের কথায় যদি বলি। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এখন অবধি সেটা হলো পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাওয়া! তো এ অর্জন কিন্তু এমনি এমনি আসেনি। অনেক পরিশ্রম, ত্যাগ লুকিয়ে আছে! অনেককিছু শিখেছি। তারপর অর্জন করতে পেরেছি। আমার মাঝে যদি শেখার মানসিকতা না থাকতো তাহলে কিন্তু আমিও পারতাম না! জীবনের কিছু অর্জন আপনাকে সামনের দিকে নিয়ে যাবে! আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। এজন্য শেখার প্রতি মনোযোগী হোন! শেখার মেন্টালিটি তৈরি করুন। তবেই আপনি জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share
Upvoted! Thank you for supporting witness @jswit.