আমার বাড়ির ছোট্ট সবজি বাগানের বরবটি ফুলের দৃশ্য

in আমার বাংলা ব্লগ23 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। তবে সতর্কতার সাথে আছি, কারণ অসুস্থতার খবর নিয়ে চারপাশের মানুষগুলো এখনো অস্থিরতার মাঝেই আছে। এটা সত্যি একটা কঠিন সময় যাচ্ছে আমাদের জন্য, এই বছর প্রকৃতি এখন পর্যন্ত একটু ভিন্ন রকম আছে। গত বছরের তুলনায় এই বছর বৃষ্টিপাতের পরিমান যেমন বেশী ঠিক তেমনি নানা বিষয় নিয়ে অসুস্থতার হারও অনেক বেশী। বিশেষ করে ভাইরাস জনিত জ্বর, ডেঙ্গু এবং চিকনগুনিয়াও দেখা যাচ্ছে কোথায় কোথায়।

তবে এসব বিষয় নিয়ে আমি শুধুমাত্র প্রকৃতির উপর দোষ দিতে রাজি নই বরং এখানে আমাদেরও অনেক দায়ীত্বহীনতা রয়েছে। আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই বলেই প্রকৃতির আজকের এই অবস্থা, সুতরাং এখানে আমাদের অসচেতনতাই বেশী দায়ী। প্রকৃতির এই রূপ হয়তো সামনে আরো বেশী খারাপ হবে এবং ভবিষতে হয়তো আমরা আরো খারাপ কিছুর স্বাক্ষী হবো। যাইহোক, প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে কিন্তু সেখানেও আমাদের দায়িত্বশীল হতে হবে, যদি সেটাও করতে না পারি তাহলে প্রকৃতি তার নিজস্ব গতিতে চলতে ব্যর্থ হবে।

borbotifull (2).jpg

borbotifull (3).jpg

আজকে অবশ্য আমি আমার ছোট সবজি বাগানের ভিন্ন রকমের কিছু দৃশ্য শেয়ার করবো আর সেগুলো হলো বরবটি গাছের ফুলের। ইতিপূর্বে আপনারা আমার ছোট সবজি বাগানের ধারাবাহিক পর্বগুলো দেখেছেন এবং সেখানে আমি বরবটি গাছের দৃশ্য এবং বরবটি ধরার দৃশ্যগুলো শেয়ার করেছিলাম। আর আজকে শেয়ার করবো বরবটি গাছের ফুলের দৃশ্য। এই ফুলগুলো অনেকটা আমাদের দেশের শিম গাছের ফুলের মতো কিন্তু সাইজে কিছুটা বড় হয়ে থাকে।

borbotifull (4).jpg

borbotifull (5).jpg

borbotifull (6).jpg

তবে এই ফুলগুলো দেখতে একটু বেশী সুন্দর, বিশেষ করে উজ্জ্বল পরিবেশে ফুলগুলো দেখতে অনেক বেশী আকর্ষণীয় হয়ে থাকে। আমি সকালে ঘুম হতে উঠেই সবজি বাগানের দিকে তাকাতাম, তখন মনে হতো ফুলগুলো বাগানে হাসছে। সত্যি বলতে এটা অন্যরকম একটা আনন্দময় মুহুর্ত ছিলো। যদিও এখন বরবটি গাছগুলো আর নেই, সেখানে শিম গাছ লাগানো হবে বলে কেটে ফেলা হয়েছে। তবে ফুলের এই দৃশ্যগুলো আমি আগেই ক্যাপচার করে লিখেয়েছিলাম।

borbotifull (7).jpg

borbotifull (8).jpg

এই ফুলগুলোর কিছু অংশ যেমন সাদা হয় ঠিক তেমনি কিছু অংশ আবার ধুসর থাকে, রঙিন এই ভাবটার কারণে উজ্জ্বল প্রকৃতিতে দারুণ লাগে দেখতে। ভালো কিছুর দৃশ্য যেমন দেখতে ভালো লাগে ঠিক তেমনি হৃদয়ে একটা চঞ্চলতার অনুভূতি তৈরী করে। বাড়িতে ছোট একটা সবজি বাগান মানেই দারুণ কিছু উপভোগ করার সুযোগ, এটা আমি দারুণভাবে উপভোগ করছি। এমনিতেও পরিবেশের উপরও সবুজ বাগান দারুণ প্রভাব ফেলতে পারে।

borbotifull (1).jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hello @hafizullah!

This post is a breath of fresh air! It's wonderful to see you connect the beauty of your garden, specifically the borboti (yardlong bean) flowers, with a broader message about our responsibility towards nature. Your photos are stunning – the way you've captured the colors and details of the flowers is truly captivating. The contrast between the white and grey parts of the petals is gorgeous!

I also appreciate your thoughtful perspective on the current environmental situation in Bangladesh. It's so important to recognize that our actions have consequences, and your call for responsible behavior is something we should all take to heart.

Thank you for sharing these beautiful images and your insightful thoughts. I'm sure many others will enjoy reading this! Keep up the excellent work!