শখের বসে ছাদে স্ট্রবেরী চাষের চেষ্টা
প্রথমেই সবার উপর সৃষ্টিকর্তা্র দয়া ও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভাল আছেন। প্রথমেই বলে নেই , আজকেই প্রথম এই রকম কিছু লেখার চেষ্টা করছি এবং আগে কোনো কিছু লেখার অভিজ্ঞতা না থাকাই অনেক ভুল ত্রুটি অনিচ্ছাক্রিত ভাবে হতে পারে , যা সবাইকে ক্ষমাসুল্ভ দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
তো শখের শুরুটা হয় ইউটিঊব এর একটা ভিডিও দেখা থেকে। এম্নিতেই ফলটা দেখতে অনেক সুন্দর, তার উপর ইউটিউবের হাল্কা ধাক্কা, পরের দিনই ২টা গাছ কিনে আনি। এটা ছিল নভেম্বরের শেষের সময়।
তারপর বালি, সার, মাটির মিশ্রন দিয়ে টব প্রস্তুত করে গাছ ২ টি রোপন করি।
কিছুদিন পর গাছ থেকে রানার বের হয় সেটা দিয়ে আরো কিছু চারা বানাই। তার কিছুদিন পর প্রথম ফুল আসে গাছে।
এর পরের ছবি গুলো ক্রমান্নয়ে দিলাম... প্রতিটা ছবিই ৫-৭ দিন পর পর তোলা।
মোটামুটি সাড়ে ৩ মাস সময় লেগেছিল ফল পাকা পর্যন্ত । ফলের ঘ্রাণ পাকলে মিষ্টি এবং স্বাদে টক ও আংশিক মিষ্টি হয়।
আমার বাংলা ব্লগ কমিউনিটির মেম্বার হতে গেলে, প্রথমে আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে। আর অবশ্যই কমিউনিটি সকল নিয়ম কানুন মেনে পোস্ট করতে হবে।
বিস্তারিত জানতে জয়েন করুন discord এ
link: https://discord.gg/5aYe6e6nMW
পোস্ট করার নিয়ম কানুন জানতে ফলো করুন।
link: https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
জি আপু, পরের পোষ্টে চেষ্টা করব।
ওয়াও আপনার স্ট্রবেরি চাষের চেষ্টা দেখে অনেক ভালো লাগলো। আসলে অনেক ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন। যেটা আমার খুবই পছন্দের আমার বাংলা ব্লগ কমিউনিটির পোস্ট করতে হলে প্রথমে পরিচিতিমূলক পোস্ট করতে হবে ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া
আসলে ফলের স্বাদ যেমনই হোক না কেন নিজের গাছের ফল বলে কথা। আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনার টবে এত সুন্দর স্ট্রবেরি ধরেছে। আশাকরি আপনার পোষ্ট দেখে আরো অনেকেই উদ্যোগী হবেন।
ধন্যবাদ ভাইয়া , আপনার অনুপ্রেরনা মূলক মতামতের জন্য।
শখের বসে ছাদে স্ট্রবেরি গাছের চারা লাগিয়েছি ভাইয়া। শুনে অনেক ভালো লাগলো। আপনার স্ট্রবেরি দেখতে অনেক সুন্দর লাগছে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু