গত পরশুদিন বর্তমান ভারতীয় রেলমন্ত্রী বলেছে

in #garia4 years ago

গত পরশুদিন বর্তমান ভারতীয় রেলমন্ত্রী বলেছে যে গড়িয়া স্টেশনকে সম্প্রসারণ‌ও করা হবেনা আর নতুন প্ল্যাটফর্ম‌ও করা হবেনা। কোনো সমস্যাই নাকি নেই গড়িয়া স্টেশনে। আসলে আমাদের বড়লোকের বাচ্চা বর্তমান রেলমন্ত্রী তো নিয়মিত গড়িয়া স্টেশনে যাতায়াত করেননা আমাদের মতো, তাই বুঝবেন কিকরে আমাদের কতটা ঝুকি নিয়ে গরু ছাগলের মত #গড়িয়া স্টেশন ব্যবহার করতে হয়। অর্ধেক স্টেশন চত্বর তো হকার দোকানেই ভর্তি থাকে। তাছাড়া উনি আর ওনার রেলমন্ত্রক একটি বর্ণবিদ্বেষী, তাই বাংলা বিরোধিতা করে বাংলাকে নিচু দেখাতেই ওনাদের সময় চলে যায়।