
ইমেজ সোর্স
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং আমি শেয়ার করব। আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর তোমাদের সাথে জেনারেল রাইটিং শেয়ার করার চেষ্টা করি আসলে জীবনের অনেক বিষয়গুলো এসব লেখালেখির মাধ্যমে তুলে ধরা যায়। আমরা মানুষ হিসেবে আমাদের অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে তবে আমরা সবাই সে সব দায়িত্ব কর্তব্য পালন করি না। মানুষের ভিতর মনুষত্ব জিনিসটা সবচেয়ে বেশি থাকা জরুরি যদি মনুষ্যত্ব ব্যাপারটা না থাকে তাহলে তাকে তো আর মানুষ বলা যায় না আর মনুষত্ব থাকলে মানুষের উপকার করার মানসিকতা সহজ ভাবেই চলে আসে। মানুষের উপকার করার মধ্যে যে শান্তি রয়েছে এ ব্যাপার গুলো তারাই উপলব্ধি করতে পারবে যারা অন্যের উপকার করে থাকে। এই কয়দিনের পৃথিবীতেই আমাদের ভালো-মন্দ সবকিছু নিয়েই বাঁচতে হয় আজই তো কাল নেই এই হল লাইফের সত্যতা তবে এর মাঝেও যদি অন্যের উপকার করে মানুষের মুখে হাসি ফোটানো যায় তাহলে সেটা অনেক বড় একটা কাজ। আমি ব্যক্তিগতভাবে অন্যের উপকার করাই বিশ্বাসী অন্যের উপকার করার পর তার মুখের হাসিটা দেখলে আলাদা একটা প্রশান্তি নিজের মধ্যে কাজ করে তোমরা যারা অন্যের উপকার করে থাকো তারাও এই বিষয়টি উপলব্ধি করেছ। যাহোক আমাদের সবারই অন্যের উপকার করার মানসিকতা রাখতে হবে তাহলে আমাদের সমাজের অনেক মানসিক খুশি থাকবে।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | Samsung Galaxy M31s |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

