জেনারেল রাইটিং || পরিশ্রম করলে তার ফল নিশ্চয়ই পাওয়া যায়।

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই ভালো আছো। আমিও ভালো আছি।

work-hard-7207531_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা , আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে পরিশ্রম করার রিলেটেড কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। আসলে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর থেকে পরিশ্রমের কাজটি আমাদের করতেই হয়। পরিশ্রম না করে আসলে জীবনে উন্নতি করা যায় না এই বিষয়টা আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি। পরিশ্রম করার মাধ্যমেই কেউ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। যারা ছোট থেকে অনেক বড় হয়েছে এই পরিশ্রমের দ্বারাই হয়েছে। পরিশ্রম ব্যতীত সাফল্যের যে আলো তা কখনোই ছুঁয়ে দেখা যায় না। কিন্তু আমাদের গঠন বা আমরা এমন ভাবেই গড়ে উঠি যে পরিশ্রম ব্যাপারটা আমাদের করতে ইচ্ছা করে না। বিনা পরিশ্রমে যদি ফল পাওয়া যায় আমরা শুধু সেই ব্যাপার গুলো খুঁজে বেড়াই। কিন্তু বাস্তবে এরকম কোন পথ কোথাও পাওয়া যায় না। পরিশ্রম করলেই পথ সামনে চলে আসে। তাই পরিশ্রম কাজটা আমাদের করতেই হয়। জীবনের শৈশবের পর থেকেই আমাদের পরিশ্রম করতে হয়। শৈশবে যখন আমরা স্কুলে গেছি আমাদের পরিশ্রম কিন্তু তখন থেকেই শুরু হয়ে গেছে।

তারপর স্কুল কলেজ চাকরি বিয়ে সংসার সবকিছু মিলেই পরিশ্রম চলতেই থাকে। মৃত্যুর আগ পর্যন্ত আমরা পরিশ্রম করতে থাকি এইভাবেই আমাদের জীবনের সমাপ্তি ঘটে। আসলে কেউই শুয়ে বসে খাওয়ার সুযোগ পায় না। কেউ শারীরিক পরিশ্রম বেশি করে আবার কেউ মানসিক পরিশ্রম বেশি করে। তবে পরিশ্রম অবশ্যই করে। আমি ব্যক্তিগতভাবে পরিশ্রম করা মানুষদের অনেক বেশি ভালোবাসি আর পরিশ্রমের ব্যাপারটা আমিও ভালোভাবে বুঝি। তাই যেখানে পরিশ্রম করতে হয় আমি সেখানে অবশ্যই পরিশ্রম করে থাকি। ছোটবেলা থেকে আমরা পরিবারের লোকজন দেখেই এই পরিশ্রমের ব্যাপারটা শিখতে পারি। বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজন যারা রয়েছে সবাই পরিশ্রম করে আর তা আমরা দেখে দেখেই বড় হই। তাছাড়া তোমরা সবাই একটা কথা জানো যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। কেউ যদি অলস মস্তিষ্ক নিয়ে বসে থাকে তাহলে তো সে জীবনে উন্নতি করতেই পারবে না।

তার দ্বারা সমাজের ক্ষতি হবে। সমাজের সবাই যদি পরিশ্রমী হয় তাহলে সমাজ ব্যবস্থাটাও সুন্দর হবে। আর নিজেদেরও উন্নতি ঘটবে। পৃথিবীতে অনেক দেশেই রয়েছে কিন্তু তোমরা যেমন হিস্ট্রি দেখতে যাবে তখন দেখবে যে যে দেশের লোকজন বেশি পরিশ্রম করেছে তাই সব থেকে বেশি উন্নত জীবন যাপন করছে। আমাদের জীবনের সব এফোর্ডি থাকে আমরা কমফোর্ট একটা লাইভ স্টাইল চাই। আর কমফোর্ট লাইফস্টাইলের জন্য আমাদের পরিশ্রম করতে হয়। আমরা যদি শুরুতেই পরিশ্রম না করি তাহলে কমফোর্ট লাইফ আমাদের স্বপ্নেই থেকে যাবে। বাস্তবে তার দেখা আমরা পাবো না। পরিশেষে এটাই বলতে চাই যে পরিশ্রমই সব সাফল্যের চাবিকাঠি। তাই সবাইকেই পরিশ্রম করতে হবে আর পরিশ্রমী জীবনের লক্ষ্য হওয়া উচিত।


পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল রাইটিং
লোকেশনবারাসাত , ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 last year 

আজকের জেনারেল রাইটিং পোস্টের টপিক খুব ই চমৎকার। আর এটা সত্যি কথাই ।পরিশ্রম করলে তার ফল সত্যি ই ভীষণ মিষ্টি হয়।পরিশ্রম প্রতিটি মানুষকেই করতে হয়।কেউ বা কায়িক পরিশ্রম কেউ বা মানসিক পরিশ্রম করে থাকে।আর এই পরিশ্রমের ফলে জীবন অনেক সুন্দর হয়।ধন্যবাদ ভাইয় চমৎকার এই বিষয়টিকে খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

 last year 

চেষ্টা করেছি আপু, এই বিষয়টাকে সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

একদম সঠিক কথা আমাদের মাঝে তুলে ধরেছে। বেশ ভালো লাগলো আপনার লেখা পড়ে। আসলে আমাদের যে কোন কাজে সঠিকভাবে পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রমের পেছনে সাফল্য নিহিত। বেশ ভালো লাগলো অনেক সুন্দর লিখেছেন আপনি।

 last year 

আমার এই লেখাগুলো পড়ে যে আপনার বেশ ভালো লেগেছে তা জেনে খুব খুশি হলাম আপু আমি। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি যথার্থ বলেছেন ভাই, পরিশ্রম করলে তার ফলাফল ঠিকই পাওয়া যায়। এটা অসংখ্যবার প্রমাণিত হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ সফলতার মুখ দেখতে চায় ঠিকই, কিন্তু পরিশ্রম করতে চায় না। কারণ তারা হচ্ছে অলস প্রকৃতির মানুষ। আর তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না। সুতরাং সফলতা অর্জনের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি পড়ে।

 last year 

পরিশ্রম ছাড়া কখনোই সফলতা আশা করা যায় না। কারণ পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। পরিশ্রম যদি না থাকে তাহলে কেউ কখনোই পারবে না সফলতা অর্জন করতে। পরিশ্রমের ফল অতি মিষ্টি হয়ে থাকে। সফলতা অর্জনের জন্য আমাদেরকে সবসময় পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। আপনি পরিশ্রম নিয়ে আজকে অনেক সুন্দর একটা লেখা লিখেছেন। এটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। সবাই অনেক উৎসাহিত হবে এটা পড়ে।

 last year 

আমার এই পোস্টটি পড়ে আপনার যে অনেক ভালো লেগেছে তা জেনে খুব খুশি হলাম আপু আমি। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। যারা পরিশ্রম করে তারা নিশ্চয়ই সফলতা অর্জন করবে। বেশ ভালো লাগলো আপনার আজকের লেখাগুলো। আসলে পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব না। ঠিক বলেছেন পরিশ্রমই সফলতার চাবিকাঠি। এত সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমার এই লেখাগুলোর প্রশংসা করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া পরিশ্রম করলে তার ফল একদিন না একদিন পাওয়া যায়। কোন কাজই আমরা পরিশ্রম ছাড়া সফল হতে পারি না।যে কোন কাজে আমাদের সফলতা অর্জন করতে হলে অবশ্যই দিনরাত পরিশ্রম করতে হয়। অনেক সুন্দর কয়েকটি কথা তুলে ধরেছেন ভাইয়া। আপনার শেয়ার করা পোস্ট টি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার শেয়ার করা এই পোষ্টটি পড়ে আপনার যে ভীষণ ভালো লেগেছে তা আমার জন্য অনেক খুশির বিষয় আপু। আপনার এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে ভাই আপনি ঠিকই বলেছেন ।পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায় ।তাছাড়া ভাই আমরা অনেকেই আছি এই ফল ভোগ করতে সক্ষম। কিন্তু পরিশ্রম করতে কখনোই চায়না। তবে আমি মনে করি পরিশ্রম এর পরে আসে সফলতার চাবিকাঠি। কেননা পরিশ্রম না করলে কোন কিছুই পাওয়া সম্ভব নয়। তবে সফলতার তো কোন কথায় আসে না। ধন্যবাদ ভাই পোস্টে শেয়ার করার জন্য।

 last year 

বেশ ভালো কিছু কথা বলেছেন ভাই। আপনার এই মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো আমার।