জীবনে ভালো থাকাই বড় কথা

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

sunset-3156176_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগে তোমাদের সাথে একটি চ্যানেল রাইটিং আমি শেয়ার করব জীবনে ভালো থাকার উপরে কোন কিছু নেই সেই বিষয়ে আসলে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমাদের জীবন বড়ই জটিল সময়ের সাথে সাথে এই জটিলতা যেন বাড়তেই থাকে আমরা সব সময় ভেবে থাকি সামনে গিয়ে হয়তো ভালো কিছু হবে সামনে গিয়ে ভালো থাকতে পারবো ফিউচার ভালো হবে তবে আমরা বর্তমানটাকেই ভুলে যাই। সেই কারণে দেখা যায় ফিউচারও আমাদের সাথে ভালো কিছু হয় না ভালো থাকতে পারিনা এভাবেই বছরের পর বছর মানুষের জীবন কেটে যায় এই সংক্ষিপ্ত জীবনে ভালো থাকাটাই যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার জীবনে সেই কারণে ভালো থাকতে হলে আমাদের বর্তমানকে প্রাধান্য দিতে হবে বর্তমানেই ভালো থাকতে হবে এটা করলে পরে গিয়ে ভালো হবে ওটা করলে ভালো হবে এইসব ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে এবং বর্তমানে সেটা করে ভবিষ্যৎটাকে সুন্দর করতে হবে বর্তমান ভালো করলেই ভবিষ্যৎ ভালো হবে। আর জীবনে ভালো থাকাটাই তো সব থেকে বড় বিষয় যদি ভালোই না থাকা গেল তাহলে এই জীবনের উদ্দেশ্যই বাকি জীবনে সবাইকে নিয়ে শান্তিতে থাকতে হবে এটাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। জীবনে ভালো থাকার উপর আর কোন কিছু আছে বলে আমার মনে হয় না।

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসSamsung Galaxy M31s
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png