জেনারেল রাইটিং।। হারিয়ে যাচ্ছে মানুষের মনুষত্ব।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
এখনকার সময়ে মনুষত্ব জিনিসটা কি এটাই আমরা বুঝি না। আমরা বুঝি নিজের জন্য সর্বদা কাজ করা তাতে অন্যের যা হয় হোক সেটা আমাদের দেখার বিষয় না,ব্যাপারটা যেন খানিকটা এরকম হয়ে গেছে। মানুষ সৃষ্টির সেরা জীব। আর মনুষ্যত্বের জ্ঞান কেবলমাত্র একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষের মাঝেই রয়েছে। কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করে। এমন ভাব ভঙ্গিমা দেখায় যেন সে'ই হলো জগতের একমাত্র স্বনামধন্য ব্যক্তি। কিন্তু তার পিছে যত রকমের অন্যায় এবং অশ্লীল কাজ রয়েছে সবগুলোর সাথেই সে জড়িত।
হ্যাঁ বন্ধুরা বর্তমান সময়ের মানুষরা আছে এমন টাই হয়ে গেছে। কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নেব এখন। ঢাকার এক জায়গায় একটি এক্সিডেন্ট হয়ে গেল। রাস্তার পাশে বাইক চালক পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। এমন সময় পাশে থেকে কিছু মানুষ ছুটে এলো তার কাছে। কিছু মানুষ দেখা গেল বাইকারের বাইকটি ঠিক আছে কিনা লক্ষ্য করছে। আবার কিছু মানুষ লোকটাকে কিভাবে তাড়াতাড়ি ট্রিটমেন্ট দেওয়া যায় সেই চিন্তায় মত্ত থাকে। আর কিছু মানুষ রয়েছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। আর এক ধরনের মানুষ আছে যারা সেখান থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেই চিন্তায় মত্ত থাকে।
যখন একদিকে এক্সিডেন্ট হওয়া মানুষটা কষ্টে আহাজারি করে তখন এই একদল মানুষ সেখান থেকে ছিনতাই করার লক্ষ্য নিয়ে প্রস্তুত থাকে। হয়তো মোবাইল নয়তো পার্স নয় তো অন্য কোন ডকুমেন্ট। আবার এক বাসায় আগুন লেগে গেল। সেখানেও কয়েক শ্রেণীর মানুষ উপস্থিত থাকে। তার মধ্যে একশ্রেণীর মানুষ থাকে যারা আগুন লেগে যাওয়া বাড়ি থেকে কিভাবে গহনা টাকা-পয়সা এবং অন্যান্য ডকুমেন্ট লুট করে নেওয়া যায় সেই চিন্তায় মত্ত থাকে।
আরেক জায়গায়, এক নারী তার কর্মস্থলের কাজ শেষ করে ১১ঃ০০ টার দিকে বাড়ি ফিরছিল। ঠিক তখনই কিছু পুরুষ মানুষ সেই সংগ্রামী নারীর উপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে সেই সংগ্রামী নারী জীবন নিয়ে বেঁচে থাকলেও ভিতরে থেকে মরে গেল। এতগুলা পুরুষের মাঝেও কেউ তাকে বাঁচালো না। অথচ সেই নারী ছিল তাদের মা বোন মেয়ের মতো। এভাবেই শিক্ষাঙ্গন চিকিৎসা কেন্দ্র আদালত সহ সব জায়গায় চলে জালিয়াতি। এই জালিয়াতি করে আপনার আমার মত মানুষরাই। তাহলে মনুষত্ব আছে কোথায়?
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1954936392381010368?t=gERIbegDYJ-laVtQWscoyA&s=19
https://x.com/pussmemecoin/status/1954761531708854289?t=Ckx0aOVTrdE0rW3WXDdUwQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1954933139622772867?t=9NZqQSoVnaLNohW7Pfm2Hw&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1955069852743254300?t=BrCxase76Oz7YKNwCsfiyw&s=19