জেনারেল রাইটিং।। শাপলা ফুল দেখতে যাওয়ার অনুভূতি।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৩/০৫/২০২৪) রোজ: বৃহস্পতিবার।
💞 শুভ সন্ধ্যা 💞
আমাদের জাতীয় ফুল শাপলা। শাপলা ফুল দেখতে খুবই সুন্দর। ফেসবুকে খালি স্ট্যাটাস দেখছি শাপলা ফুল। সবাই দেখছি শাপলা ফুল নিয়ে খুব সুন্দর ভাবে ছবি তুলছে এবং সেইসাথে ফেসবুকে শেয়ার করছে যার মাধ্যমে সেগুলো দেখতে পেয়ে সেই ফুল নিয়ে আনতে যাওয়ার আগ্রহি বেড়ে যাচ্ছে। কয়েকদিন ধরে ভাবছি শাপলা ফুল নিয়ে আনতে যাবো। এই শাপলা ফুল আমাদের এদিকে পাওয়া যায় না বললেই চলে। তবে কয়েকটি বড় বড় পুকুরে খুজলে তা দেখা যায়। শাপলা ফুল আমাদের জাতীয় ফুল। জাতীয় ফুলের প্রতি এই মুগ্ধতা যেন সবার মাঝে বিরাজ করে। ফুল তো অনেক দেখেছে এবং শাপলা ফুল অনেক দেখেছে কিন্তু হঠাৎ মনে হলো শাপলা ফুল তুলে নিয়ে আসি। তাই বিকেলে বেরিয়ে পড়লাম। আমরা যেখানে গিয়েছিলাম সেখানে একটু বড় পুকুরে দেখতে ছিলাম অনেক শাপলা ফুল ফুটেছে। আমরা যখন যাচ্ছিলাম তখন উপরের এই ছবিটি আমি আমার ফোনে ধারণ করি। উপরের ছবিটি আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন গোধূলি বিকেলের আকাশটা খুবই সুন্দর লাগছে।
এভাবে আরও কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পেলাম সে বড় পুকুরে রংবেরঙের শাপলা ফুল ফুটেছে। প্রথমে শাপলা ফুল দেখে খুবই ভালো লাগলো। একটা কথা বলে রাখি এর সাথে ফুলগুলো কিন্তু সব সময় ফুটে থাকে না। এই ফুলগুলো একদম সন্ধ্যা হলেই বুজে যায়। আবার সকাল হতে না হতেই ফুলগুলো সূর্যের কিরণে খুব সুন্দর ভাবে ফুটে ওঠে। যা দেখতে খুবই ভালো লাগে। এই ফুলগুলো যখন ফুটে উঠে তখন তো এর আকর্ষণীয়টা আরো বেড়ে যায়। শাপলা ফুল এমনিতেও অনেক সুন্দর। তবে এই ফুলগুলো যখন একদম সুন্দরভাবে ফুটে ওঠে তখন এর মুখ দুইটা আরো অন্যরকম। আপনারা উপরের দুটি ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন শাপলা ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পুরা পুকুরটা যেন এই ফুলে পরিপূর্ণ। তবে যদি এখন সব ভুলগুলো একসাথে ফোটে নাই। তবে এই ফুলের পাতাগুলো পানিতে ভেসে আছে তা দেখা যাচ্ছে। শাপলা ফুলের যে ঢ্যাপ পাওয়া যায় এগুলো খাওয়া যায়। আমি তো অনেক বার সেই ঢ্যাপ খেয়েছি। সেটা খেতে খুবই ভালো লাগে। তবে ছোটবেলায় যেটা করতাম যেখানে সেখানেই শাপলা ফুল দেখলেই ঝাপ দিয়ে পানিতে নেমে পড়তাম। তবে যখন শাপলা ফুল দেখতে গিয়েছিলাম অনেকদিন পরে তাই ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো। সেই সাথেই পুরো পুকুরটি দেখতে পেলাম ফুলে সেই গেছে কারণ যদি এখন ফুল ফোটে নাই কিন্তু পুরো পুকুরটি যখন ফুল ফুটবে তখন তো দেখতে খুবই সুন্দর লাগবে। শাপলা ফুল এর পাপড়ি গুলো দেখলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি পায়। মানে এই ফুলটি পানির উপরেই জন্মায় আর এতে ফুলগুলো যখন পানিতে ভেসে থাকে তখন দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়া ওই ফুলের ডগা সহ যদি ছিঁড়ে এনে বাসায় কোন বোতলে বা কোন কাপের মধ্যে পানি দিয়ে রাখা হয় তাহলে তা নষ্ট হয় না। আর এটি টেবিলে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলে দেখতে খুবই সুন্দর লাগে। সত্যিই পুরো পুকুরটা শাপলা ফুলের চেয়ে গেছে দেখে তো একটা অন্যরকম ভালো লাগলো । আরে শাপলা ফুলগুলো লাল রঙের হাওয়ায় এটি দেখতে আরো সুন্দর লাগছে। এমন কে ফুলের মধ্যে যেন একটা অন্যরকম সৌন্দর্য তা প্রকাশ পেয়েছে। এছাড়াও শাপলা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা লাল। তবে আমি এই লাল শাপলা ফুল দেখতে পেয়ে খুবই ভালো লাগছিল আমার। এভাবে শাপলা ফুলগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগছিল।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
পুরো পুকুরে দেখছি বেশ ভালোই পদ্ম ফুল ফুটেছে। অনেকদিন হলো সামনাসামনি পদ্মফুল দেখা হয় না। আজকে আপনার ফটোগ্রাফিতে দেখে সত্যিই খুব ভালো লাগছে। দারুন ফটোগ্রাফি করেছেন আপনি। পদ্মফুল দেখতে যাওয়ার অনুভূতি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে।
শাপলা ফুল আমাদের দেশের জাতীয় ফুল। দেখতে যেমন অসম্ভব সুন্দর তেমনি মাধুর্যতা অতুলনীয়। যখন পরিপূর্ণ ফুলটি ফোটে তখন দেখতে একদম চমৎকার দেখায়। আমাদের এই দিকেও শাপলা ফুল নাই বললেই চলে। তবে দেখছি পুকুরটিতে বেশ অনেকগুলি শাপলার কলি হয়ে আছে আর কিছুদিনের মধ্যেই এগুলো ফুটে যাবে পুকুরটি তখন কিন্তু সত্যিই দেখতে একদম। যাইহোক শাপলা ফুল দেখতে যাওয়া নিয়ে সুন্দর অনুভূতির বর্ণনা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এটা ঠিক বলেছেন ভাইয়া শাপলা ফুলগুলো সব সময় ফুটে থাকে না। আর এত সুন্দর শাপলা ফুল দেখে তো ভীষণ ভালো লাগলো। এরকম শাপলা বাস্তবে দেখতে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
গোসল শেষ করে আপনি শাপলা ফুল দেখতে গিয়েছিলেন । আসলেই শাপলা ফুল দেখতে আমারও অনেক ভালো লাগে। এই জায়গাটা আমারও অনেক চেনা ভাইয়া। এই জায়গাটা হলো আমাদের প্রজেক্ট এর ভেতরে । যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমিও খেয়াল করছিলাম অনেক সুন্দর শাপলা ফুল পুকুরে ফুটে আছে। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ তোমাকে এই ফুলগুলো তুমিও দেখেছো বিষয়টা জানতে পারলাম।
পুকুরটি দেখছি শাপলা ফুলে ভরা। আসলে ভাইয়া এখন পুকুর তেমন দেখা যায় না বলেই চলে। তারপরে আপনি খুঁজে বেশ বড় একটা পুকুরে অনেক ফুল পেয়েছেন। শাপলা ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু পুরা পুকুরটি শাপলা ফুলে ভরা তাই দেখতে অনেক ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
এই শাপলা ফুলগুলো আমাদের গ্রামের পার্কের মধ্যে রয়েছে। ওই শাপলা ফুলের পুকুরটা খুবই ভালো লাগে দেখতে। সারা পুকুরে এমন সুন্দর শাপলা ফুল হয়েছে আসলে খুবই সুন্দরভাবে ফুটে থাকে যখন একবারে সারা পুকুর জুড়ে ফোটে।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এই শাপলা ফুল আমাদের গ্রামের পার্কের মধ্যেও রয়েছে। ধন্যবাদ আপনাকে।
এতো এতো শাপলা এই অসময়ে ভাইয়া।ভীষণ চমৎকার লাগছে লাল শাপলা গুলো।অনেক বড়ো পুকুর ভর্তি শাপলা দেখে তো আমারই যেতে মন চাচ্ছে।আপনি বেশ মজা করেছেন দেখছি শাপলা ফুল দেখতে গিয়ে। সুন্দর করে শাপলা ফুল দেখার অনুভূতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
ধন্যবাদ আপু।
খুবই সুন্দর একটি অনুভূতি শেয়ার করেছেন আপনি। আসলে শাপলা ফুল দেখার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করে৷ প্রাকৃতিক দৃশ্য দেখার মধ্যে যে ভালোলাগা থাকে তা অন্য কোথাও থাকে না৷ আজকে আপনি সেরকমই সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
ধন্যবাদ ভাইয়া মন্তব্য মন্তব্য করার জন্য।