মানুষের মন বোঝা বড় কঠিন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের মন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-7412527_1280.webp



লিংক


এই পৃথিবীতে মানুষ বোঝা বড়ই কঠিন। কেননা একটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করে দেখেছি যে আমরা যে মানুষটাকে সেই ছোটবেলা থেকে একরকম দেখে আসছি কিন্তু হঠাৎ করে তার এই ধরনের পরিবর্তন আমরা কখনো সত্যিই মানতে পারি না। আসলে মানুষের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। অর্থাৎ একটা মানুষ সময়ের সাথে সাথে তার যেমন আচার-আচরণের পরিবর্তন হয় ঠিক তেমনি তাদের মন মানসিকতার সবসময় পরিবর্তন হতে থাকে। আসলে মানুষের মন বোঝা বড় কঠিন এই কথাটি বলার প্রধান কারণ হলো আপনি একটা মানুষকে কিন্তু আপনার সর্বস্ব দিয়ে কখনো তাকে সন্তুষ্ট করতে পারবেন না। অর্থাৎ আপনি সারা জীবন তাকে শুধুমাত্র দিয়ে যাবেন এবং সে ভোগ করে যাবে এ থেকে তার চাহিদা পূরণ হবে না।


এই পৃথিবীতে একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি যদি মানুষকে শুধুমাত্র সারা জীবন দিয়ে যান তাহলে সে মানুষটি আপনার জন্য কোন কিছু করবে না বরং আপনার কাছ থেকে পাওয়ার আশায় সে সব সময় অপেক্ষা করবে। আসলে আমাদের এই চারিপাশে এই মানুষগুলো যখন আমাদের কাছ থেকে তাদের সেই স্বার্থটা শেষ হয়ে যায় তখন তারা পরমুহূর্তে ভুলে যায়। আর এই স্বার্থপর শ্রেণীর লোকেদের মন বোঝাটা কিন্তু আরো অনেক বেশি কঠিন। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি মানুষের মন বোঝার ক্ষমতা না রাখতে পারি তাহলে আমরা কোন মানুষের সাথে ভালো কোন সম্পর্কের জড়িয়ে থাকতে পারবো না। আসলে এই মানুষগুলো সারা জীবন আমাদের কাছে অচেনা মনে হবে।


আর এই পৃথিবীতে কাউকে ভালবাসতে গেলে সর্বপ্রথম তার মনটাকে আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র আপনি যে তার মন বোঝেন এমন কোন কথা নাই। তাকেও কিন্তু আপনার মন বুঝতে চেষ্টা করতে হবে। এভাবে যদি আপনারা দুজন দুজনের মনকে বুঝে সামনের দিকে এগিয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই জীবনে ভালো কিছু করতে পারবেন। একটা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আপনারা যদি অন্যের মন না বুঝে চলার চেষ্টা করেন তাহলে তার সাথে ভালো কোন সম্পর্ক বেশিদিন টিকে থাকবে না। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষ অনেক বেশি খারাপ। অর্থাৎ তারা অন্যান্য মানুষদের কে সবসময় খারাপ করতে চাই এবং তাদের মত করে চালানোর চেষ্টা করে।


একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যদি খারাপ মানুষের পাল্লায় একবার পড়ে যান এবং তাদের মতো করে চলাফেরা করার চেষ্টা করেন তাহলে আপনি জীবনে কখনো ভালো হতে পারবেন না। এজন্য সবসময় আমরা ভালো মানুষের মন বোঝার চেষ্টা করব এবং তাদের মতো করে চলার চেষ্টা করব। কেননা ভালো মানুষ এটা কখনো চায়না যে কেউ তাদের জন্য খারাপ পথে চলুক। এজন্য তারা সবসময় নিজেরা যেমন ভালো থাকার চেষ্টা করে তেমনি তাদের আশেপাশের মানুষগুলো যাতে ভালো থাকে এজন্য তারাও সব সময় তাদের সেই ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এজন্য আমরা সব সময় ভাল মানুষের মন বুঝে চলার চেষ্টা করব। তাহলে আমরা অবশ্যই জীবনে বড় হতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

I hope this message finds you well. My name is Blaze, and I’m an active contributor to the STEEM ecosystem, proudly running as a STEEM Witness under the handle blaze.apps. You can learn more about my work on my Steemit blog: https://steemit.com/@blaze.apps/blog.

Over time, I’ve dedicated myself to enhancing the STEEM blockchain through various projects, including:

Blaze Scanner: A blockchain scanning tool designed for everyone (https://blazescanner.org/).

BlazeDB: A comprehensive, rebuilt database for all things STEEM (https://blazerapi.museminted.com/docs).Contributions to the official Steemit website, such as the Advanced Comment Options (https://github.com/steemit/condenser/pull/3959), Power Down Withdrawal Routes (https://github.com/steemit/wallet/pull/262), and its extended version (https://github.com/steemit/wallet/pull/266).
I’ve also provided consistent insights and support to developers within the STEEM community. Currently, I’m honored to be ranked 19th among STEEM Witnesses, and I’m reaching out to kindly ask for your support in my journey to become a block producer.

If you believe in my contributions and vision for the STEEM blockchain, I would be deeply grateful if you could cast a witness vote for blaze.apps at https://steemitwallet.com/~witnesses. I’ve shared more details about my motivations and goals in my witness candidacy post: https://steemit.com/witnesscategory/@blaze.apps/vote-for-my-witness-why-i-want-to-be-a-block-producer-on-steemit.

Thank you for considering my request. I truly appreciate your time and support, and I’m happy to answer any questions you may have.

Warm regards,