একলা সামনে এগোতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে একলা সামনে এগোতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-2915187_1280.jpg



লিংক


এই পৃথিবীতে আমরা যখন সামনের দিকে এগিয়ে যাই তখন আমাদের আশেপাশে আমরা কাউকে কখনো দেখতে পাবো না। কেননা শুধুমাত্র আমাদের জীবনের লড়াইটা নিজেদেরই করতে হবে। আর এই লড়াইয়ে কেউ কখনো আপনাকে এসে সাহায্য করবে না। আসলে আপনাকে তখন নিজের থেকেই চেষ্টা করতে হবে। এছাড়াও আপনি যদি অন্য মানুষের চলা পথে হেঁটে চলেন তাহলে কিন্তু কেউ আপনাকে তেমন একটা বেশি পাত্তা দেবে না। সবসময় আপনাকে নতুন কিছু তৈরি করতে হবে। কেননা প্রত্যেকটি মানুষ আবিষ্কারক লোকেদের কে অনেক বেশি সম্মান করে এবং তাদের এই আবিষ্কার নিয়ে অনেক গর্ববোধ করে। এই পৃথিবীতে যারা নিজেরা নিজেদের পথ তৈরি করে সামনের দিকে এগিয়ে যায় তারাই কিন্তু প্রকৃত বীর পুরুষ।


কিন্তু বর্তমান সময়ে এই বীর পুরুষদের খুবই অভাব। কেননা মানুষ এখন অন্যান্য মানুষদের চলা পথে এগিয়ে চলার চেষ্টা করে। মানুষ তার নিজের ভেতর থেকে কোন কিছু কখনো করতে চেষ্টা করে না। আসলে এভাবে কিন্তু মানুষের মস্তিষ্ক অনেকটা অলস প্রকৃতির হয়ে যায়। অর্থাৎ আপনি যদি আপনার ব্রেনকে কাজে না লাগান তাহলে কিন্তু আপনার ব্রেনের সঠিক বিকাশ কখনোই হবে না। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি সবাইকে অনুসরণ করে চলার চেষ্টা করেন তাহলে সেখানে কিন্তু আপনার কোন মূল্য থাকবে না। অর্থাৎ এই পৃথিবীতে আপনাকে নিজের থেকেই কোন কিছু সৃষ্টি করতে হবে এবং নিজের তৈরি করা পথে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে।


আসলে এই পৃথিবীতে একটা জিনিস আপনারা সব সময় খেয়াল করে দেখেছেন যে যারা নিজেদের জীবনে নতুন পথ তৈরি করে জীবনে উন্নতি লাভ করতে পেরেছে সেসব মানুষদেরকে কিন্তু সবাই সবসময় মনে রাখে। অর্থাৎ যে মানুষগুলো আপনার সেই চলার পথে চলে জীবনে উন্নতি লাভ করবে তারাই কিন্তু আপনাকে সব সময় মনের দিক থেকে ভালবাসবে এবং কখনো তারা আপনাকে ভুলে যাবে না। আসলে একলা সামনে চলতে চলতে আমাদের মধ্যে যে ভয় থাকে সেই ভয়টা কিন্তু আমাদের ভেতর থেকে চলে যায়। আসলে প্রথম ক্ষেত্রে মানুষ বিভিন্ন ধরনের বাঁধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকে। আর এই বাঁধাগুলো যদি তারা আস্তে আস্তে করে সমাধান করতে পারে তখন তাদের ভিতরে একটা আলাদা ধরনের আনন্দ কাজ করে।


আর যে মানুষগুলো এই কাজ করার ভিতরে আনন্দ খুঁজে পায় এবং সেই আনন্দটাকে উপভোগ করতে পারে সেই মানুষের মধ্যে কিন্তু আর কখনো অলসতা প্রবেশ করতে পারে না। এজন্য একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই জীবনে আমাদের সব সময় সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং আমাদের এই চলার পথে কেউ কখনো আমাদের পাশে থাকবে না। যদিও কিছু কিছু মানুষ আমাদের দূর থেকে অনুপ্রেরণা যোগাবে কিন্তু আপনার কাছে এসে তারা কখনো সাহায্য করে দেবে না। অর্থাৎ আপনার নিজের এগিয়ে যাওয়ার পথটা আপনার একারই। আর এভাবে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি একদিন না একদিন অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবেন।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

I really like this article. Our lives need us to create on our own; loneliness is the norm, and every successful person has this experience. In the end, we all have to move forward alone.