জীবনের বড় একটি সঙ্গীর নাম 'আফসোস'
জীবনের পথে আমরা নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই কেউ আমাদের আনন্দ দেয়, কেউ কষ্ট দেয়, কেউ শেখায় ধৈর্য ধরতে, আবার কেউ শেখায় বিদায় নিতে। কিন্তু এমন একটি সঙ্গী আছে, যে কখনো চাইলেও জীবন থেকে পুরোপুরি বিদায় নেয় না, আর সে হলো আফসোস।
আফসোস এক অদ্ভুত চরিত্রের সঙ্গী। সে কখনো আগাম এসে হাজির হয় না; বরং সবসময় দেরিতে আসে ঘটনা ঘটে যাওয়ার পর, সুযোগ হারানোর পর, কথা বলে ফেলার পর, অথবা কথা না বলার পর। আমরা বুঝতে পারি, “ইশ! যদি তখন একটু ভেবে কাজটা করতাম!” অথবা “যদি সুযোগটা কাজে লাগাতাম!” তখনই আফসোস চুপচাপ এসে বসে যায় আমাদের মনে, আর ধীরে ধীরে জমে ওঠে।ছোটবেলায় হয়তো পরীক্ষার আগের রাতে খেলাধুলায় সময় নষ্ট করলাম, আর পরদিন খারাপ রেজাল্ট দেখে মনে হলো এমন করলে তো হতো না। যুবক বয়সে হয়তো এক সুন্দর সম্পর্ক হাতছাড়া হয়ে গেল, কারণ তখন আমরা অহংকারে কিংবা অযথা ব্যস্ততায় ডুবে ছিলাম। জীবনের পরের সময়ে চাকরি বা ব্যবসায় কোনো সাহসী সিদ্ধান্ত নিতে দেরি করলাম, আর পরে বুঝলাম তখনই ছিল সেরা সময়। এই সবকিছুর পরেই আসে সেই চিরচেনা সঙ্গী আফসোস।
আফসোসের প্রকৃতি হলো, সে কখনো সোজাসুজি উপদেশ দেয় না। বরং আমাদের মনে অতীতের ছবি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, আর ফিসফিস করে বলে, “তুমি পারতে, কিন্তু করোনি।” সে যেন এক অবিরাম আয়না, যেখানে আমরা বারবার দেখি আমাদের ভুল, দেরি, আর হারানো সুযোগ।তবে আফসোসের আরেকটি দিকও আছে সে আসলে শিক্ষক। যদিও তার পাঠ নেওয়া কষ্টকর, কিন্তু যদি মন খুলে শিখতে পারি, তবে সে আমাদের ভবিষ্যৎ ভালো করে দেয়। আফসোস আমাদের শিখায়, সুযোগ যখন আসে, তখন তা আঁকড়ে ধরতে হবে; মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যত্নবান হতে হবে; আর সময়ের মূল্য কখনো অবহেলা করা যাবে না।
প্রশ্ন হলো, তাহলে কি আফসোস নিয়ে বেঁচে থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ, তবে সঠিকভাবে। আফসোসকে বোঝা হিসেবে নয়, বরং একজন গাইড হিসেবে নিতে হবে। সে যখনই আসে, আমাদের থামতে হবে, ভাবতে হবে, আর ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে হবে। আফসোস আমাদের কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই নতুন সাহস জোগায়, যদি আমরা তা সঠিকভাবে কাজে লাগাই।আমরা যদি প্রতিটি আফসোসকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করি, তাহলে ধীরে ধীরে আফসোসের ওজন কমে যাবে। তখন আফসোস হবে না কোনো তিক্ত স্মৃতি, বরং হবে একটি মাইলফলক যা মনে করিয়ে দেবে, জীবনকে অবহেলা করার সময় নেই।
জীবনের বড় একটি সঙ্গীর নাম সত্যিই আফসোস। সে কখনো হঠাৎ চলে আসে, কখনো চুপচাপ বসে থাকে মনে। কিন্তু সে চাইলে আমাদের জীবনের পথকে অন্ধকার করে দিতে পারে, আবার চাইলে আমাদের আলো দেখাতেও পারে। পার্থক্য শুধু এই আমরা তাকে কীভাবে দেখি আর কীভাবে গ্রহণ করি। তাই আফসোসকে শত্রু নয়, বরং শিক্ষক বানিয়ে ফেলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-Promotion
Daily Tasks
Comments Link
https://x.com/mohamad786FA/status/1953905108800221203?t=l0OGupFtKYbT_GZM_FlWPg&s=19
https://x.com/mohamad786FA/status/1953905294322602135?t=0Hw4YsbmhtckwgaI14DGSg&s=19
Ss
আপনার লেখাটি জীবনের এক গভীর সত্যকে সুন্দরভাবে তুলে ধরেছে—আফসোস আসলে কষ্টের আড়ালে লুকানো একজন শিক্ষক। আমরা প্রায়ই তাকে শুধু তিক্ত স্মৃতি ভেবে দূরে ঠেলে দিই, কিন্তু আপনি যেমন বলেছেন, সঠিকভাবে গ্রহণ করলে সে ভবিষ্যতের জন্য শক্তি ও বুদ্ধিমত্তার উৎস হতে পারে। আফসোস আমাদের শিখায়, সুযোগ হাতছাড়া না করতে, সম্পর্ককে গুরুত্ব দিতে, আর সময়কে সম্মান করতে।