জেনারেল রাইটিং:- "সত্যের জয় সুনিশ্চিত"
ছোটবেলা থেকেই আমরা একটা কথা শুনে আসছি “সত্যের জয় সুনিশ্চিত।” এর মানে হলো, সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। এই কথাটা শুধু একটা প্রবাদ নয়, বরং আমাদের জীবনের একটা বড় শিক্ষা। যতই মিথ্যা বা অন্যায় সাময়িকভাবে শক্তিশালী হোক না কেন, তার ভিত্তি দুর্বল। তাই একদিন না একদিন তা ভেঙে পড়ে আর সত্য তার নিজস্ব মহিমায় প্রকাশিত হয়।
মিথ্যা কথা অনেক সময় আমাদের কাছে আকর্ষণীয় মনে হতে পারে। কারণ মিথ্যা দিয়ে হয়তো দ্রুত কিছু অর্জন করা যায়। যেমন, পরীক্ষার আগে না পড়েও নকল করে ভালো নম্বর পাওয়া, কিংবা কোনো অন্যায় কাজ করে সেটাকে মিথ্যা দিয়ে ধামাচাপা দেওয়া। কিন্তু এই জয় ক্ষণস্থায়ী। ধরা যাক, আপনি নকল করে ভালো নম্বর পেলেন, কিন্তু যখন আপনাকে সেই বিষয়ে কোনো প্রশ্ন করা হবে, তখন আপনি উত্তর দিতে পারবেন না। তখন আপনার মিথ্যা ধরা পড়ে যাবে। তাই মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা কোনো কিছু বেশিদিন টেকে না।আমাদের চারপাশে প্রায়ই দেখা যায়, মিথ্যাবাদীরা সাময়িকভাবে অনেক সুবিধা পাচ্ছে। সমাজে তারা হয়তো বেশ প্রভাবশালী হয়ে ওঠে, তাদের কথায় অনেকে বিশ্বাস করে। কিন্তু ইতিহাসে এর বহু উদাহরণ আছে যে, এই ধরনের মানুষদের পতন অনিবার্য। যেমন, আমাদের স্বাধীনতা সংগ্রামের কথাই ধরুন। ব্রিটিশরা আমাদের উপর কত অত্যাচার করেছে, কত মিথ্যা আর বঞ্চনার আশ্রয় নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে? সত্য আর ন্যায়ের পথে হেঁটে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে, সত্যের শক্তি কতটা অদম্য।
সত্যের জয় নিশ্চিত হওয়ার কারণ হলো, সত্যের একটা নিজস্ব শক্তি আছে। সত্য সবসময় স্বচ্ছ এবং পরিষ্কার। এর পেছনে কোনো লুকোচুরি থাকে না। তাই সত্যের পক্ষ নেওয়া মানুষরা সবসময় সাহসী এবং আত্মবিশ্বাসী হয়। তাদের মনে কোনো ভয় থাকে না। কারণ তারা জানে যে, তারা যা বলছে বা করছে, তা ঠিক। অন্যদিকে, যারা মিথ্যা কথা বলে, তাদের মনে সবসময় একটা ভয় কাজ করে কখন তাদের মিথ্যা ধরা পড়ে যাবে। এই ভয়ের কারণে তারা নিজেদের মধ্যে শান্তি পায় না।জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কথাটা সত্যি। বন্ধুত্বের ক্ষেত্রে যদি আমরা একে অপরের সাথে সৎ থাকি, তাহলে সেই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়। কারণ সেখানে কোনো ভুল বোঝাবুঝি বা অবিশ্বাস থাকে না। পারিবারিক জীবনেও একই কথা প্রযোজ্য। যদি পরিবারের সবাই একে অপরের কাছে সৎ থাকে, তাহলে সেই পরিবারে শান্তি বজায় থাকে। কিন্তু একবার যদি কোনো মিথ্যা প্রবেশ করে, তাহলে সম্পর্কের বাঁধন আলগা হয়ে যায়।
সত্যের পথে চলাটা কিন্তু সহজ নয়। অনেক সময় এর জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সত্য কথা বললে হয়তো সাময়িকভাবে কিছু মানুষের অপ্রিয় হতে হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষগুলোই সত্যের গুরুত্ব বোঝে এবং আপনাকে সম্মান করে। এই সম্মানটা মিথ্যার ক্ষণস্থায়ী জয় থেকে অনেক বেশি মূল্যবান।
তাই, আমাদের উচিত সবসময় সত্যের পথে থাকা। সাময়িক কোনো লাভ বা সুবিধার জন্য মিথ্যাকে আশ্রয় না নেওয়া। মনে রাখতে হবে, মিথ্যা একটা জালের মতো। যত বেশি মিথ্যা বলা হবে, তত বেশি সেই জালে জড়িয়ে পড়তে হবে। কিন্তু সত্য মুক্ত আকাশের মতো। একবার সত্যের পথে চললে আর পেছনে ফিরে তাকাতে হয় না। দিনের শেষে, সত্যের জয় হয়ই এবং এই জয় স্থায়ী ও আনন্দময়। সত্যের এই জয় শুধু ব্যক্তির নয়, সমগ্র সমাজেরও জয়।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
Daily Tasks
Comments Link
https://x.com/mohamad786FA/status/1964001507973452106?t=5y67KovRcGSfvmj1dv-r2w&s=19
https://x.com/mohamad786FA/status/1964001313035112819?t=5y67KovRcGSfvmj1dv-r2w&s=19
https://x.com/mohamad786FA/status/1964001123158864288?t=5y67KovRcGSfvmj1dv-r2w&s=19
SS