জেনারেল রাইটিং:- "সত্যের মৃত্যু নেই"
"সত্যের মৃত্যু নেই" কথাটা শুনতে হয়তো খুব সাধারণ লাগে, কিন্তু এর ভেতরের জোরটা অনেক বেশি। আমরা সবাই তো জীবনে বাঁচি, নানা কিছু দেখি, শুনি, কিন্তু সবকিছুর মাঝে একটা জিনিস সবসময় টিকে থাকে, সেটা হলো সত্য। মিথ্যা বা ভুল ধারণা হয়তো কিছু সময়ের জন্য সত্যকে আড়াল করতে পারে, ধুলো জমিয়ে দিতে পারে, কিন্তু পুরোপুরি মুছে দিতে পারে না। মিথ্যার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, কিন্তু সত্য হলো চিরন্তন।
ধরুন, কোনো একটা অন্যায় কাজ হলো বা কেউ কোনো ভুল কথা বলল। তখন সেই মিথ্যাটা খুব ক্ষমতাশালী মনে হতে পারে, চারদিকে হয়তো তার জয়জয়কারও হতে পারে। অনেকেই হয়তো ভয়ে বা লোভে সেই মিথ্যার পক্ষে সায় দেবে। কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখবেন, এমন কোনো মিথ্যা নেই যা চিরকাল টিকে থেকেছে। সময় গড়ালেই একদিন না একদিন সেই মিথ্যার মুখোশ খুলে যায়। হয়তো অনেক দিন লাগে, অনেক সংগ্রাম করতে হয়, কিন্তু আসল সত্যিটা ঠিকই বেরিয়ে আসে, যেমন করে মেঘ সরে গেলে সূর্য আবার ঝলমলে হয়ে ওঠে।
সত্যকে আসলে দমিয়ে রাখা যায় না। এটা হলো একটা আগুনের মতো, যাকে আপনি চাপা দিতে চাইলেও ভেতরে ভেতরে জ্বলতে থাকে। একদিন না একদিন সেই চাপা আগুন ঠিকই বাইরে বেরিয়ে আসে। যুগে যুগে অনেক মহৎ মানুষ সত্যের পথে হেঁটেছেন, আর সে জন্য তাদের অনেক কষ্টও সহ্য করতে হয়েছে। তাদের ওপর অত্যাচার হয়েছে, এমনকি তাদের জীবনও কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু তাদের আদর্শ, তাদের বলা কথা বা তাদের কাজ যা সত্যের ওপর ভিত্তি করে তৈরি, তা আজও আমাদের মনে গেঁথে আছে। হাজার বছর পরেও মানুষ তাদের মনে রেখেছে, তাদের কথা বলছে। কেন? কারণ তারা সত্যের জন্য লড়েছিলেন, আর সেই সত্যের কোনো বিনাশ নেই।
মিথ্যা দিয়ে হয়তো সাময়িক লাভ করা যায়, মানুষকে ভুল বোঝানো যায়, কিন্তু মনের শান্তি বা প্রকৃত সম্মান পাওয়া যায় না। মিথ্যা হলো ক্ষণস্থায়ী রঙিন বুদবুদের মতো, যা দেখতে সুন্দর লাগলেও মুহূর্তেই মিলিয়ে যায়। আর সত্য হলো পাথরের ওপর খোদাই করা অক্ষরের মতো ঝড়, বৃষ্টি, রোদ, সবকিছু সয়েও যা অটুট থাকে।
তাই আমরা যদি নিজেদের জীবনে, সমাজে বা রাষ্ট্রে শান্তি ও স্থায়িত্ব চাই, তবে সত্যের পথেই থাকতে হবে। সত্য কঠিন হতে পারে, চলার পথ হয়তো কণ্টকময় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। আজ হয়তো কেউ সত্য বলার জন্য হাসির পাত্র হচ্ছে বা বিপদে পড়ছে, কিন্তু কাল যখন আসল ঘটনা জানা যাবে, তখন তার সম্মান আরও বাড়বে। কারণ, সত্যের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি, যার কখনোই মৃত্যু হয় না। সত্যের জয় অনিবার্য, এই বিশ্বাস আমাদের সবসময় মনে রাখতে হবে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।





X-Promotion