পৃথিবীর সব থেকে মূল্যবান ব্যক্তি।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পৃথিবীর সব থেকে মূল্যবান ব্যক্তি সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে সবথেকে মূল্যবান ব্যক্তি হলো আমাদের জীবনে আমাদের মা। অর্থাৎ আমাদের জীবনে আমাদের মায়ের অবদান সব থেকে বেশি। যদিও বাবার অবদান একটুও কম নয় কিন্তু মা আমাদের কাছে একটু আলাদা ধরনের হয়ে থাকে। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে যাদের জীবনে ছোটবেলা থেকে তারা মায়ের সংস্পর্শ পায়নি তারা এই জীবনের সবথেকে বেশি কষ্ট পাওয়া মানুষ। আমরা যারা ছোটবেলা থেকে মায়ের আঁচলের তলে বড় হয়েছি তারা অনেক বেশি ভাগ্যবান এবং এই ভাগ্যবান হওয়ার জন্য কিন্তু অনেক পুণ্য করা লাগে। ছেলে একমাত্র মা এই পৃথিবীতে আমাদের জন্য সব সময় নিঃস্বার্থভাবে সবকিছু করে যায় এবং আমাদের কথা সবসময় চিন্তা ভাবনা করে।
আমাদের জীবনে যখন আমরা সামান্য কোন সমস্যায় পড়ি তখন সব থেকে বেশি টেনশনে থাকে আমাদের মা। অর্থাৎ সমস্যা ছোট হোক অথবা বড় হোক মায়ের টেনশন সব সময় বড় হয়ে থাকে। আসলে মায়ের ভালোবাসা যারা পায়নি তারা জীবনে কখনো সুখী হতে পারেনি এবং তারা অনেক বেশি কষ্ট পেয়েছে এই মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। আসলে অনেক ব্যক্তিরা রয়েছে যারা সব সময় মায়ের উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে এবং তারা মাকে কখনো ভালোবাসে না। একটা জিনিস তারা কখনো বুঝতে পারে না যে মাকে তারা কষ্ট দিচ্ছে সেই মা কিন্তু কখনো তাদের প্রতি কোন অভিযোগ আনে না এবং সন্তানের প্রতি তাদের কোন ধরনের আশা-আকাঙ্ক্ষাও কখনো থাকেনা। আর এই খারাপ ব্যক্তিদের মতো ব্যক্তি আর এ পৃথিবীতে একটিও নেই।
আসলে যদি আমরা আমাদের পৃথিবীতে মূল্যবান ব্যক্তি হিসেবে কাউকে পেয়ে থাকি সে হলো আমাদের মা। এই শরীরে যতদিন প্রাণ থাকবে ততদিন কিন্তু আমরা কখনো মাকে অবহেলা করব না এবং যথাসম্ভব মাকে খুশি রাখার চেষ্টা করব। আসলে আমরা যদি মা-বাবাকে খুশি রাখতে পারি তাহলে কিন্তু সেটি আমাদের কাছে সবথেকে বড় একটি পাওয়া। এজন্য আমরা সব সময় মা-বাবাকে সম্মান করবো এবং তাদের জীবনে অপূরণ করা বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করব। এভাবে যদি আমরা আমাদের মাকে খুশি রাখতে পারি তাহলে কিন্তু সেখানেই আপনি প্রকৃত শান্তি খুঁজে পাবেন এবং আপনার জীবন তখন আপনার কাছে অনেক বেশি ধন্য মনে হবে।
আসলে এই পৃথিবীতে যারা মাকে অবহেলা করে তারা জীবনে কখনো সুখী হতে পারে না এবং তাদের পুরো জীবনটা অনেক বেশি দুঃখ কষ্টের মধ্যে কেটে যায়। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি আপনার মাকে কষ্ট দিয়ে জীবনে বড় হওয়ার চেষ্টা করেন এবং সুখে শান্তিতে থাকার চেষ্টা করেন তাহলে সবকিছু বৃথা হয়ে যাবে। কেননা মা-বাবাকে কষ্ট দিয়ে কেউ জীবনে কখনো সুখী হতে পারে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের মা-বাবাকে সুখী রাখা যায় এবং তাদের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। এই পৃথিবীতে কেউ সারা জীবন কখনো বেঁচে থাকবেন না কিন্তু যতদিন আমরা বেঁচে থাকব ততদিন আমাদের মা-বাবাকে কখনো অসম্মান করব না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
@nilaymajumder, kemona achen! 🙏 What a heartwarming and beautifully written post about the most precious person in our lives - our mothers! ❤️ Your words resonate deeply, emphasizing the selfless love and sacrifices mothers make for us. It's so true that those who haven't experienced a mother's embrace have missed out on a profound connection.
I especially appreciate your point about cherishing and respecting our mothers every day. It is a message everyone needs to hear. Thank you for sharing such a touching and important reminder with the "আমার বাংলা ব্লগ" community! I'm sure many will relate to your heartfelt words. Keep up the fantastic work, and I look forward to reading more of your posts! 😊
https://x.com/pussmemecoin/status/1945325862452388238
https://x.com/PussFi_FNDN/status/1945369239583646101
https://x.com/pussmemecoin/status/1945525158845755533