জ্ঞান সমুদ্র।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জ্ঞান সমুদ্র সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে জ্ঞানের কোন শেষ নেই। আপনি যদি এখন থেকে জ্ঞান আরোহন করা শুরু করেন তাহলে কিন্তু আপনার শেষ জীবন অব্দি আপনি সামান্য অল্প জ্ঞান অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনি জ্ঞান সমুদ্রের পাশে সবে নূরী পাথর সংগ্রহ করবেন। আসলে একটা মানুষ যদি যায় যে সে তার ১০ জন্ম অব্দি এই পৃথিবীতে জ্ঞান আরোহন করবে তবুও কিন্তু জ্ঞানের কোন শেষ হবে না। অর্থাৎ মানুষ প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে। আসলে এই পৃথিবীতে যারা জ্ঞানী লোক তাদের কাছে যখন আপনি যাবেন তখন আপনাকে তাদের সামনে অনেক ছোট বলে মনে হবে এবং তাদেরকে অনেক জ্ঞানী বলে মনে হলেও কিন্তু তারা সম্পূর্ণ জ্ঞান তাদের নিজেদের জীবনের তারা গ্রহণ করতে পারে না।
এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা জীবনের যতটুকু সময় পাবো ততটুকু সময় জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করব। একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনি যখন জ্ঞান অর্জন করতে যাবেন তখন দেখবেন আপনার মনের মধ্যে একটা আলাদা আনন্দ ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ আপনার জীবনে যখন নতুন জিনিস আসবে তখন আপনার কাছে সেই জিনিসটাকে নতুন করে মনে হবে এবং সেই জিনিসটা আপনি খুব সুন্দর ভাবে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। এজন্য যারা জ্ঞানের মধ্যে সবসময় থাকে তাদের জীবনটা অনেক বেশি আনন্দ থাকে।আর আপনি যদি মূর্খের মতো চারিদিকে ঘুরে বেড়ান তখন আপনার কাছে আর কোন কিছু ভাল লাগবে না।
আসলে এই পৃথিবীতে যারা মূর্খ ব্যক্তি তাদের কাছে কোন কিছুই ভালো না লাগার প্রধান কারণ হলো তারা কোনো কিছু সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে না এবং এই সঠিক জ্ঞান অর্জন না করার হলে তাদের ধারণা সেই জিনিস সম্পর্কে মোটেও থাকে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই মিলে খুব সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। একটা অচেনা জিনিস যখন আপনার সামনে আসবে তখন সে জিনিসটার সম্পর্কে আপনার জানতে ইচ্ছে হবে এবং সেই জিনিসটা সম্পর্কে যদি আপনি সঠিক ধারণা নিতে পারেন তখন দেখবেন যে সেই জিনিসটা আপনার কাছে আর কখনো কঠিন বলে মনে হবে না।
আর এভাবে আমরা সকল ধরনের জিনিস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সামনের দিকে যত এগিয়ে যাব ততই আমাদের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভাল মানুষের সাথে মেলামেশা করতে হবে এবং একইসাথে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। কেননা এই পৃথিবীতে আলাদা আলাদা জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের নতুন জিনিস শিখতে পারি যেটি কিন্তু সেই মানুষ ছাড়া আর কেউ কখনো জানে না। এভাবে আমরা আস্তে আস্তে করে নিজেদেরকে জ্ঞান সমুদ্রে ভাসিয়ে দিতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
https://x.com/pussmemecoin/status/1935587490536255632?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1935587837988241717?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1935588229375512596?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1935588362272022939?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/PussFi_FNDN/status/1935611769768255854
একটা বিষয়ে বেশ দারুণ বলেছেন ভাই সঠিক জ্ঞান অর্জন করতে না পারা। এই সমস্যা অনেকের মাঝেই রয়েছে। আর এই থেকেই শুরু হয় নানান সমস্যা। একেবারে ভিন্নধর্মী লেখা ছিল তবে এটা বেশ সময়পোযোগী।
@nilaymajumder, আপনার "জ্ঞান সমুদ্র" নিয়ে লেখাটি অসাধারণ! "আমার বাংলা ব্লগ" পরিবারের সাথে জ্ঞানের গুরুত্ব এবং এর আনন্দ নিয়ে আপনার চিন্তাগুলো খুবই মূল্যবান। আপনি যেভাবে বলেছেন জ্ঞান অর্জনের পথে সামান্য পাথর সংগ্রহের মতো, কিন্তু এর আনন্দ অফুরন্ত – এটি সত্যিই অনুপ্রেরণামূলক।
বিশেষ করে, মূর্খতার বিপরীতে জ্ঞানের আলো কিভাবে জীবনকে আলোকিত করে, তা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার লেখাটি পাঠকদের জ্ঞানার্জনে উৎসাহিত করবে এবং ভালো মানুষের সাথে থাকার গুরুত্ব অনুধাবন করতে সাহায্য করবে।
আপনার ফটোগ্রাফি এবং অন্যান্য আগ্রহের কথা জেনে ভালো লাগলো। আপনার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করছি! চালিয়ে যান, এবং এই ধরনের মূল্যবান চিন্তা শেয়ার করার জন্য ধন্যবাদ।