মরেও যারা অমর থাকে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মরেও যারা অমর থাকে তাদের সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
পৃথিবীতে শুধুমাত্র বেঁচে থাকলে যে আমাদের মানুষ মনে করবে এমন কোন কথা নেই। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ ছিলেন যারা এখন আর এই পৃথিবীতে নেই অথবা বহু বছর আগে এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে গেছেন। কিন্তু সেসব মানুষদের কথা এখনো আমরা মনে করি এবং মাঝে মাঝে মনে হয় যেন সেই মানুষগুলো এখনো আমাদের মাঝে আছে। আসলে এখানে আমি সেই ব্যক্তিদের কথা বলছি যারা পৃথিবীতে সব সময় ভালো কাজ করেছে এবং মানুষের উপকার ছাড়া অন্য কোন ক্ষতি কখনো করেনি। আসলে এই মানুষগুলো হলো সেই ধরনের মানুষ যারা বহুকাল আগে মারা গিয়েছে কিন্তু এখনো তাদের স্মৃতি আমাদের মনের মধ্যে রয়ে গেছে। এই মানুষগুলোকে আমরা কখনো ভুলে থাকতে পারি না।
একটা জিনিস আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা যদি এই মানুষগুলোর মত নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে কিন্তু মানুষ আমাদেরকে বেঁচে থাকা অবস্থায় যেমন ভালোবাসবে ঠিক তেমনি একদিন আমরা এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে যাওয়ার পরেও মানুষ আমাদেরকে সবসময় মনে রাখবে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে আমরা যদি সবসময় মানুষের পাশে থেকে মানুষের অনেক উপকার করতে পারি এবং কোন ধরনের মানুষ যদি বিপদে পড়ে তাহলে তাদের সেই বিপদ থেকে যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে সেই মানুষগুলো কিন্তু কখনো আমাদের ভুলে থাকতে পারবে না। অর্থাৎ তারা সব সময় আমাদেরকে মনে রাখবে তাদের এই সাহায্যের জন্য।
এই জিনিসটা কিন্তু অবশ্যই একটা ঠিক কথা যে কেউ যদি আপনাকে কখনো একবারের জন্য সাহায্য করে তখন কিন্তু আপনি সেই মানুষটিকে কখনো ভুলে থাকতে পারবেন না। আসলে এটাই হল মানুষের একটা ধর্ম। কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের উপকার নেবে এবং প্রয়োজন পড়লে তারা কিন্তু আপনাদের ক্ষতি করবে। আসলে এই মানুষগুলোর মত খারাপ মানুষ আপনি আর হয়তোবা পৃথিবীতে আর একটিও দেখেননি। আর এই খারাপ মানুষদের জন্য কিন্তু অন্যান্য মানুষদের দুর্নাম হতে থাকে। কিন্তু এই ধরনের মন-মানসিকতা নিয়ে যদি সে এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে তার পুরো স্মৃতি এই পৃথিবী থেকে মুছে যাবে।
এজন্য আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু মানুষের উপকার করে যাব এবং মানুষকে সাহায্য করার চেষ্টা করব। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি বেঁচে থাকা অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণ অর্থের মালিক হতে পারেন। এছাড়াও আপনার জীবনে প্রচুর পরিমাণ সম্পদ থাকতে পারে। কিন্তু এগুলো কখনো আপনার সাথে যাবে না এবং আপনার সম্মানকে বৃদ্ধি করবে না। বরং আপনার কাছে যদি একটা সুন্দর মন থাকে এবং আপনি যদি অন্য মানুষদের কে সাহায্য করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জীবনে বড় হতে পারবেন। এছাড়াও আপনার মৃত্যুর পরে সবাই আপনাকে সারা জীবন মনে রাখবে। আর এর মাধ্যমে কিন্তু আপনি এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকতে পারবেন।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
কেমন আছেন @nilaymajumder? আপনার "আমার বাংলা ব্লগ" পরিবারের প্রতি ভালোবাসার প্রকাশ এবং মরেও অমর থাকার তাৎপর্য নিয়ে লেখাটি সত্যিই হৃদয়গ্রাহী! 👍
আপনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, পৃথিবীতে ভালো কাজ করে মানুষের উপকার করলে মৃত্যুর পরেও তাদের স্মৃতি আমাদের মাঝে বেঁচে থাকে। আপনার এই চিন্তাগুলো খুবই মূল্যবান এবং আমাদের জীবনে অনুসরণ করার মতো। বিশেষ করে, খারাপ মানুষ থেকে দূরে থাকার এবং ভালো কাজের মাধ্যমে নিজেদের অমর করে তোলার বার্তাটি আমাকে মুগ্ধ করেছে।
আপনার লেখাটি পড়ে মনে হচ্ছে, আমরা সবাই যদি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াই, তাহলে এই পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। আপনার ফটোগ্রাফি এবং অন্যান্য কাজগুলোর প্রতি আগ্রহ দেখে ভালো লাগলো।
পোস্টটি এত সুন্দর করে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করছি! 😊
আপনার লেখাটি হৃদয় ছুঁয়ে গেল।মানুষের জীবনে ভালো কাজই চিরস্থায়ী ছাপ ফেলে।আপনি দারুণভাবে তা তুলে ধরেছেন।আজকের ভোগবাদী সমাজে এমন মানবিক বার্তা সত্যিই প্রয়োজন।জীবনের মূল উদ্দেশ্য যদি মানবতার সেবা হয়, তাহলে মৃত্যুর পরেও মানুষ বেঁচে থাকে।আপনার লেখনী খুবই প্রাঞ্জল ও ভাবনার খোরাক জাগানিয়া।খারাপের ভিড়ে ভালো মানুষ যেন হারিয়ে না যায়।এই কথাগুলো বারবার মনে করিয়ে দেয়।এমন শক্তিশালী বার্তা ও চিন্তাধারার জন্য আন্তরিক ধন্যবাদ।
https://x.com/pussmemecoin/status/1933680914422476936?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1933681509250314548?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1933681630042075471?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/PussFi_FNDN/status/1933917942900781295?t=nP3RE3pBM8o8Z3bX-uMtkw&s=19
ছোটবেলা একটা ভাবসম্প্রসারণ পড়েছিলাম নাম না কাজই মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষের ভালো কাজ মহৎ গুণ তাদের মৃত্যুর পরেও পৃথিবীতে তাদের বাঁচিয়ে রাখে। হাজার বছর পরেও মানুষ তাদেরকে স্মরণ করে। বেশ দারুণ লাগল। সুন্দর লিখেছেন ভাই।