সততা কখনো বিক্রয় হয় না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সততা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে যারা সততা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে তারা অবশ্যই জীবনে ভালো মানুষ এবং অন্য মানুষের কাছে তারা সব সময় একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পারে। একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোন একজন সৎ ব্যক্তি কখনো তার সততা অন্যের কাছে বিক্রয় করবে না। আসলে আপনি তার কাছে যতই বিভিন্ন ধরনের লোভ-লালসা দেখেন না কেন তারা কিন্তু তাদের নিজেদের জায়গা সবসময় অটুট থাকার চেষ্টা করবে এবং নিজেদের এই সততা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবেন। এই মানুষদের জীবনে কোন ধরনের কষ্ট কখনো থাকেনা এবং তারা যতই কষ্ট পাক না কেন তারা কিন্তু তাদের সততার জায়গা থেকে কখনো পিছনের দিকে পিছিয়ে যায় না।
আপনি একটা জিনিস সবসময় প্রমান করতে পারবেন যে একজন সৎ ব্যক্তিকে তার সততার পরীক্ষা দেওয়ার জন্য আপনি যে কোন কিছু করতে পারেন এবং সে দেখবেন যে এই পরীক্ষা শেষে হচ্ছে তার সততার ক্ষেত্রে সবসময় অটুট রয়েছে। মানুষ এখন অনেক বেশি বদলে গেছে এবং মানুষের মধ্যে এই ধরনের সততা আর আমরা কখনো দেখতে পাই না। আসলে মানুষ এখন টাকার কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে এবং এখন মানুষ তার সততা টাকার কাছে বিক্রয় করার ফলে সে কিন্তু আর সেই ভালো মানুষ থাকছে না। অর্থাৎ আস্তে আস্তে সে একজন খারাপ মানুষের পরিণত হচ্ছে এবং এই খারাপ মানুষ হওয়ার ফলে কিন্তু তার জীবনে আর কখনো কোন ধরনের প্রকৃত সুখ শান্তি আর ফিরে আসছে না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সততা নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন যে আমরা অবশ্যই জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারবো এবং সততার কাছে টাকা পয়সা অনেক সময় তুচ্ছ হয়ে থাকে। যদিও বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন কিন্তু অতিরিক্ত অর্থ এবং অর্থ লোভ মোটেও কিন্তু মানুষের জন্য ভালো নয়। এজন্য সবসময় আমরা চেষ্টা করব যাতে করে আমাদের সততা যাতে নষ্ট না হয়। কেউ যদি আমাদের সততাকে ক্রয় করতে আসে তাহলে আমরা তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করব এবং তাদের সাথে যত সম্পর্ক ছিল সেই সম্পর্ক গুলো সব সময় মুছে ফেলার অবশ্যই চেষ্টা করব।
আসলে এভাবে যদি আমরা আমাদের সততা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেখে অবশ্যই তারা সৎ থাকার চেষ্টা করবে এবং সততা নিয়ে এই পৃথিবীতে অবশ্যই ভালো কিছু করতে পারবে।আসলে আমরা যখন অন্য মানুষের জন্য ভালো কিছু করতে পারবো তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি জাগ্রত হবে। এজন্য আমরা সব সময় নিজেদের সততাকে প্রমাণ করার কখনো চেষ্টা করবো না বরং ভালো কাজ করবো এবং কখনো কোনো ধরনের খারাপ সঙ্গের সাথে মেলামেশা করবো না। আর আমরা যদি এভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারি তাহলে দেখবেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক বেশি ভালো হবে এবং তারাও জীবনে ভালো কিছু করতে পারবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
@nilaymajumder, আপনার "আমার বাংলা ব্লগ" পরিবারের সাথে সততা নিয়ে আলোচনাটি খুবই সময়োপযোগী! সততা যে জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ করে, বর্তমান সমাজে যখন মূল্যবোধের অবক্ষয় দেখা যায়, তখন আপনার এই লেখাটি একটি আলোর দিশা হিসেবে কাজ করবে।
আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি আপনার লেখার সাবলীল ভাষা এবং সহজবোধ্য উপস্থাপনা দেখে। আপনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে, একজন সৎ ব্যক্তি কীভাবে সম্মানীয় হন এবং কীভাবে সততা ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে।
এই ধরনের প্রেরণামূলক লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আশা করি, আপনার এই পোস্টটি "আমার বাংলা ব্লগ" পরিবারের সদস্যদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং আলোচনাকে আরও উৎসাহিত করবে। আপনার ফটোগ্রাফি এবং অন্যান্য কাজগুলোও দেখার জন্য আমি উৎসুক থাকব। চালিয়ে যান! 👍
https://x.com/pussmemecoin/status/1941830777836032281?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1941831428800467312?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1941837138225414394?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/PussFi_FNDN/status/1941876865293263109