খাবারের পুষ্টিগত মান কমে যাচ্ছে।

in আমার বাংলা ব্লগ20 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ খাবারের পুষ্টিগত মান সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17529520888584134381418546762485.jpg



সোর্স


আমরা প্রতিনিয়ত যে খাবার খাচ্ছি সেই খাবারের গুণগত মান কি এখন আগের মত আছে? আমার তো মনে হচ্ছে যে দিন দিন এই খাবারের গুণগত মান কমে যাচ্ছে এবং এই খাবারের যে পুষ্টি থাকার কথা সেই পুষ্টি আর কখনো থাকছে না। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে প্রতিনিয়ত আমাদের দেশে জনসংখ্যা এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যে এই অতিরিক্ত জনসংখ্যার জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত সকল কিছুর। আর এই অতিরিক্ত মানুষের জন্য এখন মানুষকে প্রচুর পরিমাণ চাষাবাদ করতে হয়। আসলে মানুষ এখন চাষাবাদের ক্ষেত্রে এত কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করছে যার ফলে খাবারের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিন্তু খাবারের পুষ্টির গুণগত মান দিন দিন কমে যাচ্ছে।


আসলে আমরা মানুষের খাবার উৎপাদনের দিকে তাকাতে গিয়ে আমরা খাবারের পুষ্টিগত মান কমিয়ে ফেলছি এবং এর ফলে মানুষ খাবার থেকে অর্থাৎ বিভিন্ন ধরনের শাকসবজি থেকে এখন পুষ্টিগত মান সঠিকভাবে তারা গ্রহণ করতে পারছে না। আর এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের শরীর খারাপ হচ্ছে এইসব খাদ্য গ্রহণ করার ফলে। এছাড়াও অতিরিক্ত ফসল ফলানোর জন্য জমিতে সব সার বা কীটনাশক ব্যবহার করা হয় তা কিন্তু মোটেও ভালো নয়। এইসব কীটনাশক যখন খাবারের মধ্যে প্রবেশ করে তখন এই খাবারের মাধ্যমে আমাদের শরীরের ভেতর প্রবেশ করে এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের মারাত্মক রোগের সৃষ্টি করে। ক্যান্সারের মতো এমন মারাত্মক রোগ এখন এসব খাবার গ্রহণ করার ফলে হচ্ছে।


আসলে এই খাবারের গুণগত মানকে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই চাষাবাদের ক্ষেত্রে অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহার করা চলবে না। মানুষের শরীরে কিন্তু বেশি খাবারের কখনো প্রয়োজন নেই। কিন্তু পুষ্টির প্রয়োজন অবশ্যই আছে। আর খাবারে যদি সঠিক পরিমাণ পুষ্টি থাকে তাহলে আমরা যদি অল্প খাবার গ্রহণ করি তাহলে আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি টুকু তারা সেই খাবার থেকে গ্রহণ করতে পারে এবং শরীর সবসময় সুস্থ থাকে। কিন্তু কিছু কিছু লোভী মানুষ অতিরিক্ত অর্থের আশায় তারা কিন্তু প্রচুর পরিমাণে সারা এবং কীটনাশক ব্যবহার করে যার ফলে কিন্তু তারা প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করতে সক্ষম হয়। এজন্য এসব খারাপ লোকেদের অবশ্যই বিভিন্ন ধরনের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।


এজন্য আমাদেরকে অবশ্যই বিভিন্ন খাবার সম্পর্কে সচেতন হতে হবে এবং আমরা বাইরের কোন খাবার কখনো গ্রহণ করার চেষ্টা করব না। কেননা মানুষ বাইরের খাবারের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণে মসলা ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে। এর ফলে খাবার যেমন সুস্বাদু হয় ঠিক তেমনি সেই খাবার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়। তাইতো আমরা সব সময় দেখে শুনে বিভিন্ন সবজি কেনার চেষ্টা করব এবং যদি সম্ভব হয় তাহলে বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করার চেষ্টা করব। এতে করে কিন্তু এইসব শাকসবজিতে আমরা কোন সার ব্যবহার করব না এবং স্বাভাবিক ভাবে বেড়ে ওঠা শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

অসাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন @nilaymajumder ভাই! আপনার আজকের পোস্টটি আমার খুব ভালো লেগেছে। খাদ্যের পুষ্টিগুণ এবং ভেজাল নিয়ে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। অতিরিক্ত জনসংখ্যার কারণে কিভাবে খাদ্য উৎপাদন বাড়াতে গিয়ে আমরা খাবারের গুণগত মান কমিয়ে ফেলছি, সে বিষয়ে আপনার বিশ্লেষণ প্রশংসার যোগ্য।

আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে, আমাদের উচিত ভেজাল খাবার পরিহার করা এবং বাড়ির আঙিনায় শাকসবজি চাষের চেষ্টা করা। আপনার সচেতনতামূলক বার্তাটি সত্যিই সময়োপযোগী।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার অন্যান্য পাঠকদেরও এই বিষয়ে সচেতন হতে উৎসাহিত করছি। সুন্দর পোস্টটির জন্য আপনার জন্য রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

 20 days ago 

আধুনিক কৃষি পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে, ফলে ফসলের পুষ্টিগুণও কমে যাচ্ছে। জৈব কৃষি ও টেকসই চাষাবাদ পদ্ধতি গ্রহণ করে আমরা এই সমস্যা কমাতে পারি।