ভুল হতেই পারে।

in আমার বাংলা ব্লগ2 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভুল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17521219022858463137327395587556.jpg



সোর্স


পৃথিবীতে মানুষ সবসময় বিভিন্ন ধরনের কাজ করতে ব্যস্ত থাকে। আসলে মানুষ যদি কাজ না করে তাহলে আমি মানুষ তার নিজের অবস্থানকে কখনো পরিবর্তন করতে পারবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা নিজেদের অস্তিত্বকে ধরে রাখতে চাই এবং উন্নতির দিকে এগিয়ে যেতে চাই তাহলে সব সময় আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হবে এবং ভালো কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কাজ করতে করতে বিভিন্ন সময় আমাদের দ্বারা ভুল হতে পারে। কেননা এমন কোন মানুষ এই পৃথিবীতে নেই যে মানুষটা কোন কাজ করতে গিয়ে একবারও কোন ধরনের ভুল করেনি এবং নির্ভুলভাবে শেষ জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে।


আসলে যারা সব সময় বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাদের কাজের মধ্যে দুই একটা ভুল হতেই পারে এবং সেই ভুলগুলো তারা পুনরায় সংশোধন করার চেষ্টা করতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা মানুষের মত ঘরে পড়ে থাকে তাদের জীবনে কোনদিন কোন ভুল হতে পারে না। অর্থাৎ যেহেতু তারা কোন ধরনের কাজ করে না তাই তাদের ভুল কখনো হবে না এবং তাদের জীবনটা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আসলে ভুল হবে বলে যে আমরা কাজকর্ম না এমন কোন কথা নেই। ভুল হলে আমরা সেই ভুলটাকে যদি ধরতে পারি তাহলে অবশ্যই সেই ভুলটা সংশোধন করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারব। এভাবে কিন্তু আমরা আমাদের জীবনটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।


এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভুল করে থাকে এবং সেই ভুলগুলোকে কখনো পাত্তা না দিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের ভুলগুলো সমাধান না করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে এই ভুলগুলো কখনো সমাধান হবে না এবং এই ছোট ছোট ভুলগুলো একদিন বড় আকার ধারণ করবে। আর এর ফলে আপনি জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। এজন্য ভুল কখনো ছোট বড় হতে পারে না। প্রত্যেকটা ভুলকে আমাদের সমান গুরুত্ব দিয়ে সে ভুলগুলো সমাধান করার চেষ্টা করতে হবে এবং এভাবে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলতে হবে।


একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি তাড়াহুড়ো করে জীবনে কোন কিছু করার চেষ্টা করেন তাহলে সেই জিনিসটা অবশ্যই ভুল হতে পারে। এজন্য আমরা একটা জিনিস মনে রাখবো যাতে করে আমরা জীবনে সবকিছু ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সামনে যদি আমাদের কোন ধরনের ভুল হয় তাহলে সেই ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। যদিও আমরা মানুষের কাছে অনেক ধরনের খারাপ কথা শুনতে পারে এই ভুলের কারণে তবুও কিন্তু আমরা কখনো থেমে থাকবো না। সবকিছু মুখ বুঝে সহ্য করে সামনের দিকে যারা এগিয়ে যেতে পারে তারাই কিন্তু জীবনের জয়ী হতে পারে এবং তাদেরকে পরবর্তীতে সবাই সম্মান করে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Greetings, @nilaymajumder from the @punicwax curation project!

Your thoughtful reflection on the importance of mistakes and perseverance really resonated with me. It's so true that avoiding errors by doing nothing ultimately leads nowhere. I especially appreciate your point about addressing mistakes head-on, no matter how small they seem. This is a powerful message, particularly for anyone striving for self-improvement.

The structure and formatting of your post is eye-catching and professional. The images you've chosen enhance the message beautifully, creating a truly engaging piece.

Thank you for sharing your wisdom with the "আমার বাংলা ব্লগ" community! I encourage everyone to read @nilaymajumder's post and share their own thoughts on learning from mistakes in the comments below. What's the biggest lesson you've learned from a mistake?