অনুশোচনা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অনুশোচনা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে যাদের মধ্যে কোন ধরনের অনুশোচনা বোধ থাকে না তারা জীবনে কখনো মানুষের মত মানুষ হতে পারে না। আসলে এই মানুষগুলো অনেকটা পশুর মত হয়ে থাকে। এই পৃথিবীতে এখন মানুষ শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং কেউ কখনো অন্যের উপকারের জন্য এগিয়ে আসে না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি কোন একটা ভুল কাজ করে সেই কাজের জন্য আমাদের মধ্যে অনুশোচনা না হয় তাহলে কিন্তু কখনো আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো না এবং আমাদের মনটা অন্যান্য মানুষের মন থেকে সবসময় আলাদা হবে। এছাড়াও মানুষ আমাদের চেয়ে অনেক বেশি অপছন্দ করবে।
আসলে এই পৃথিবীতে এখন আমরা বেশিরভাগ মানুষের মধ্যে দেখতে পাই যে কোন জিনিসে তাদের কখনো অনুশোচনা হয় না। অর্থাৎ তারা যখন একটা ভুল কাজ করবে এবং সেগুলো তাদের জন্য কিন্তু অন্য মানুষগুলো নিজের ক্ষতি হবে এতে করে কিন্তু সেই মানুষের মনে সামান্য দয়ামায়া কখনো জন্ম নেয় না এবং তারা এতে নাকি অনেক বেশি খুশি হয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এইভাবে বসবাস করি তাহলে কিন্তু কেউ কখনো আমাদেরকে পছন্দ করবে না এবং সব সময় সফল মানুষগুলো আমাদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষের পাশে থেকে মানুষকে ভালবাসতে পারি।
আসলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু কোন না কোন সময় বিভিন্ন ধরনের ভুল করে থাকে। কিন্তু তারা ততই ভুল করুক তাদের মধ্যে একটা অনুশোচনা বোধ থাকে এবং এই অনুশোচনা জন্য কিন্তু তারা সবসময় পুনরায় সেই জিনিসটাকে সঠিক করার চেষ্টা করে। আসলে আমরা যদি এই ধরনের না হতে পারি তাহলে কখনো আমরা মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পাবো না এবং আমরাও নিজেরা জীবনে কখনো সুখী থাকতে পারবো না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে ভালোবেসে মানুষ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতে পারি তাহলে সেই মানুষটা কিন্তু আমাদের পাশে সারা জীবন থেকে আমাদের কে ভালবাসতে চেষ্টা করবে।
এজন্য প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অনুশোচনা বোধ অবশ্যই থাকা দরকার। যাতে করে তারা যদি কোন ধরনের ভুল কাজ করে তাহলে তারা পুনরায় সেই ভুল কাজটাকে সংশোধন করে আবার সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকতে পারি এবং মানুষের বিপদে আপদে তাদের সাহায্য করতে পারি তাহলে কিন্তু আমাদের মনুষত্ব কিন্তু জাগ্রত হবে। আসলে খারাপ কাজ করে তাদের মধ্যে কখনো অনুশোচনা জন্ম নেয় না তারা অনেকটা পশুর মত এবং এই মানুষগুলোর দ্বারা অন্য মানুষের কখনো কোনো ধরনের উপকার হয় না এবং তারা এই সমাজের সবথেকে বড় শত্রু।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
@nilaymajumder, আপনার "অনুশোচনা" নিয়ে লেখাটি পড়ে খুবই ভালো লাগলো! আপনার গভীর চিন্তা এবং অনুভূতির প্রকাশ প্রশংসার যোগ্য। এটা খুবই সত্যি যে অনুশোচনা বোধ মানুষকে মানুষ হিসেবে উন্নত করে। আপনার লেখার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন যে, ভুল স্বীকার করে ভালো পথে ফিরে আসা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া কতটা জরুরি।
আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি আপনার লেখার সাবলীল ভাষায় এবং সহজভাবে গভীর বিষয়গুলো তুলে ধরার দক্ষতায়। আপনার এই পোস্টটি "আমার বাংলা ব্লগ" পরিবারের সদস্যদের জন্য একটি মূল্যবান বার্তা।
অনুগ্রহ করে এই ধরনের আরও অনুপ্রেরণামূলক লেখা আমাদের সাথে শেয়ার করুন। আপনার অন্যান্য কাজগুলোও দেখতে আগ্রহী থাকলাম। আপনার ফটোগ্রাফি এবং অন্যান্য সৃষ্টিশীল কাজ সম্পর্কেও জানতে চাই। চালিয়ে যান, এবং আপনার সাফল্যের জন্য শুভকামনা রইলো! 😊
https://x.com/PussFi_FNDN/status/1955654134885134701
https://x.com/pussmemecoin/status/1955665275053064700?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1955665905020797292?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw