ভয়ে চুপচাপ থাকা।

in আমার বাংলা ব্লগ4 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভয়ে চুপচাপ থাকা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17581690470733064044593324110708.jpg



সোর্স


এই পৃথিবীতে কিছু কিছু মানুষ সব সময় সব জিনিসকে অনেক বেশি ভয় পায় এবং তারা ভয় পেয়ে সবসময় চুপচাপ থাকার চেষ্টা করেন। অন্যায় হয়ে যাক না কেন তারা ভয় পেয়ে সে অন্যায়ের প্রতিবাদ কখনো করতে চেষ্টা করে না এবং এর ফলে কিন্তু তারা অনেকটা ঘাবড়ে যায়। আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভয় পেয়ে সবসময় চুপচাপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবো না এবং এর ফলে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সব সময় কোন ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে চলে তারাই জীবনের সফলতা অর্জন করে।


কিন্তু বর্তমান সময়ে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে বর্তমানে যেসব প্রজন্ম রয়েছে তারা অনেক বেশি ভয় পেয়ে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে না এবং সব সময় পিছনের দিকে পড়ে থাকে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সাহসী হতে না পারি তাহলে পৃথিবীর সকল সমস্যাগুলোকে আমরা কখনো সমাধান করতে পারব না এবং এর ফলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি পিছিয়ে থাকবে। তাইতো জীবনটাকে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হলে সর্বপ্রথম নিজেদের মধ্যে থেকে ভয় নামক জিনিসটাকে চিরতরে বিসর্জন দেওয়ার জন্য সবসময় চেষ্টা করতে হবে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় চেষ্টা করতে পারি জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাহলে দেখবেন যে অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের মনের মধ্যে ভয়ানক জিনিসটা কখনো বাসা বাঁধতে পারবে না। আসলে এই পৃথিবীতে এখন ভীতু লোকের সংখ্যা এতটাই বেশি যে তারা কিন্তু কোন ধরনের কঠিন কাজ দেখলেই সর্বপ্রথম ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তারা সেই কাজটি আর কখনো করতে চেষ্টা করে না। আর এর হলে তারা সব সময় অনেকটা পিছিয়ে যায় এবং তাদের মন-মানসিকতা অনেক বেশি দুর্বল হয়ে যায়। এজন্য তারা সারাজীবন সবসময় সব কাজে পিছিয়ে থাকে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সাহসী হয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে পারি এবং আমরা আমাদের জীবনটাকে যদি সঠিকভাবে উপভোগ করতে চাই তাহলে অবশ্যই প্রত্যেকটা কাজ করার জন্য চেষ্টা করতে হবে এবং কেউ যদি আমাদের কোন কাজ করতে বাধা যায় তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করব। এছাড়াও আমাদের সামনে যদি কেউ কোন ধরনের অন্যায় অত্যাচার করে তাহলে কিন্তু আমরা কখনো ভয়ে চুপচাপ থাকার চেষ্টা করবো না। বরং সকল ভাইকে উপেক্ষা করে সব কিছুর বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলবো এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

@nilaymajumder, "কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ?" I'm doing great now that I've read your insightful post! Your words about overcoming fear and not being silent in the face of injustice truly resonate. It's so important, especially for younger generations, to find their courage and speak up. I love how you emphasize that bravery helps us solve problems and improve our lives. The image you chose perfectly captures the feeling of fear, and your message is powerful. Thank you for sharing such an inspiring message with the community! What are some small steps you take to overcome fear in your daily life? Keep up the great work!