কৃতজ্ঞতা স্বীকার করা উচিত।

in আমার বাংলা ব্লগ5 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17580894370556119057067229305826.jpg


সোর্স



আমরা জীবনে চলার পথে প্রচুর মানুষের সাথে পরিচিত হই, কারোর সাথে আমাদের ক্ষনিকের পরিচত হয় আবার কারো সাথে দীর্ঘদিনের পরিচয় থাকে। আমরা একটু খেয়াল করলে এবং আমাদের স্মৃতির পাতা একটু লক্ষ্য করলে মনে পড়বে আমাদের জীবনে এমন অনেক ক্ষণিকের পরিচয় হয়েছে কিছু কিছু মানুষের সাথে যারা আমাদের এই ক্ষণিকের পরিচয় এর মাধ্যমে অনেকটা সাহায্য করেছে। বা হয়তো আমাদের ওই অসময়ে তারা সাহায্য করেছে বলেই তাদের সাথে আমাদের ওই ক্ষণিকের স্মৃতির মুহূর্ত তৈরি হয়েছে এবং আমাদের একে অপরের সাথে পরিচয় ঘটেছে। আর সেই ক্ষনিকের মুহূর্তটাকে আমরা সারা জীবন ভুলতে পারিনি। এবং আমাদের মনের মধ্যে কোথাও একটা চিন্তা-ভাবনা জেগে ওঠে যে সেই ব্যক্তিটি কখনো যদি কোন সমস্যায় পড়ে এবং আমাদের যদি ক্ষমতা থাকে সেই সমস্যার সমাধান করার তবে আমরা অবশ্যই সেই সমস্যার সমাধান করে তাকে বের করে নিয়ে আসবো। এটাই হয়তো আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ। এছাড়াও আমরা আমাদের দীর্ঘ পরিচিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, তুমি ছাড়াও কিছু প্রিয় জন এমন থাকে যারা আমাদের বিপদে সবসময় পাশে থাকে এবং আমরাও তাদের বিপদ-আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করি।


এই পাশে থাকাটাই আমাদের প্রতি তাদের এবং তাদের প্রতি আমাদের একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলে এবং কৃতজ্ঞতা বোধ তৈরি করে। আসলে কৃতজ্ঞতাবোধ কখনো বলে বোঝানো যায় না। আমাদেরকে কেউ যদি কোন বিপদে উপকার করে তবে আমরা যদি তাকে বলে থাকি যে আমরা তার প্রতি কৃতজ্ঞ সেটা শুধুই একটি কথা কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে অনেক বড় আবেগ এবং ভালোবাসা। তবে শুধু বললেই হয় না আমাদের উচিত মানুষের পাশে তাদের অসময়ে থাকা। আসলে কৃতজ্ঞতা বোধ সবার মধ্যে আসে না, অনেক মানুষ তো এমন আছে যাদেরকে যতই দেখাশোনা করা হোক না কেন বা তাদের দুঃসময়ে পাশে থাকা হোক না কেন এমনকি তার প্রত্যেকটা কাজ করে দিলেও তারা কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না। আসলে এইসব অকৃতজ্ঞ মানুষদের থেকে প্রতিনিয়ত আমাদের দূরে থাকা উচিত। কারণ এইসব অকৃতজ্ঞ মানুষদের যতই উপকার করা হোক না কেন এরা কৃতজ্ঞতা স্বীকার কখনোই কোনোভাবেই করতে পারে না। এইসব অকৃতজ্ঞ মানুষদের জন্য যতই করা হোক না কেন ততই এদের কাছে কম হয়ে যায়।


তবে এই ধরনের অকৃতজ্ঞ মানুষরা যখন প্রতিনিয়ত মানুষের সাহায্যের দাম দেয় না বা কৃতজ্ঞতা স্বীকার করে না এমনকি উল্টো বলতে থাকে যে তাকে কেউ কোন সাহায্য করে না, তার অসময়ে কেউ পাশে থাকে না এইসব ব্যবহারের কারণে সে অকৃতজ্ঞ মানুষের কাছ থেকে ধীরে ধীরে সবাই সরে যেতে থাকে। আসলে মানুষকে যদি তার কষ্টের ফল না দেওয়া হয় তখন তারা আর ভবিষ্যতে কোনোভাবেই কোন কষ্ট করতে চায় না। তেমনি কোনো মানুষ যদি কারোর জন্য কষ্ট করেই যায় এবং তাকে ভালো রাখার পূর্ণ চেষ্টা করে নিজের দিকে একটুও খেয়াল না করে আর সেই ব্যক্তি যদি তার প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা না দেখায় আর উল্টো অকৃতজ্ঞের মত তার কাজকর্মকে মূল্যহীন বলে দোষারোপ করতে থাকে তখন সেই ব্যক্তি ও তার কাছ থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে। অকৃতজ্ঞ এবং স্বার্থপর মানুষদের কাছ থেকে ধীরে ধীরে সবাই সরে যেতে থাকে এবং তারা একেবারেই একা হয়ে যেতে পারে। আর এইসব অকৃতজ্ঞ মানুষদের কোনভাবেই অন্য কোন মানুষ পছন্দ করে না এবং সম্পর্ক রাখতেও পছন্দ করে না। তাই আমাদের সব সময় যারা আমাদের অসময়ের পাশে থাকে এবং আমাদের জন্য কষ্ট করে আমাদের দেখাশোনা করে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত।


কৃতজ্ঞতা স্বীকার করলে যেমন সম্পর্ক ভালো হয় তেমনই আমাদের চারপাশে থাকা মানুষের সাথে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রত্যেকটা প্রিয়জনের সাথে আমাদের সম্পর্ক খুবই গভীর হয় এবং দীর্ঘ হয়। কৃতজ্ঞতা স্বীকার করলে আমাদের কোনো রকম ক্ষতি হয় না তবে আমাদের মন অবশ্যই ভালো থাকে এবং আমরা সবার সাথে পরিষ্কার মনের সুন্দরভাবে মেলামেশা করতে পারি। আমরা আমাদের উপকারী ব্যক্তিদের ওপর যদি অকৃতজ্ঞ না হয়ে কৃতজ্ঞতা স্বীকার করি তবে আমাদের প্রতিও অন্যরা অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবে এবং আমাদের দেখাদেখি বা আমাদের শিক্ষার উপর ভিত্তি করে ভবিষ্যৎ প্রজন্ম কৃতজ্ঞতা স্বীকার করা শিখবে। সুন্দর মন মানসিকতা ও সুন্দর সম্পর্ক গড়ে তুলতে কৃতজ্ঞতাবোধ অনেক অংশে সহায়তা করে। আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের অবশ্যই আমাদের উপকারী মানুষদের প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করতে হবে অকৃতজ্ঞ হলে কখনোই আমরা ভালো একজন মানুষ হয়ে উঠতে পারব না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।