দেখানো ভালোবাসা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা প্রত্যেকটি মানুষ আমাদের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং প্রিয় মানুষদের মধ্যে ঘিরে রয়েছি। আমরা প্রত্যেকেই আমাদের এই প্রিয় মানুষকে ভীষণ ভালোবেসে থাকি, তবে আমরা যেহেতু মানুষের মনের মধ্যে ঢুকে দেখতে পারিনা যে মানুষের মন কেমন এবং কার চরিত্র কেমন তেমনি আমরা জানি না যে আমরা যাদের ভালোবাসি তারাও আমাদের তেমনি ভালোবাসে কিনা। আমরা মানুষকে যেমন জানি বা যেমন ভাবে চিনি সেই মানুষগুলি প্রত্যেকে তেমনই যে হবে তার কোন গ্যারান্টি নেই। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা পছন্দ করি বা ভালোবাসি কিন্তু তারা আমাদের পছন্দ করেনা বা একটুও ভালোবাসে না। অনেক মানুষ আছে যাদের দেখলে মনে হয় তারা অনেক ভালো এবং তারা অন্যের প্রতি অনেক ভাল মনোভাব রাখে কিন্তু আসলে তাদের মনের মধ্যে বিষে ভরা। মুখে মিষ্টি হাসি এবং মিষ্ট ভাষা থাকলেও অন্তরে তাদের একটুও আমাদের জন্য ভালোবাসা থাকে না। আমাদের চারপাশে এমন মানুষ প্রচুর দেখতে পাওয়া যায় যাদের দেখলে একদম বোঝা যায় না যে তারা আমাদের পছন্দ করেনা কিন্তু আসলে তারা আমাদের অনেক বেশি হিংসা করে এবং অপছন্দ করে।
আসলে বর্তমানে মানুষ অভিনয় এতটা পটু হয়ে গেছে যে ভেতরে অর্থাৎ মনের মধ্যে যাই থাকুক না কেন তারা বাইরে সুন্দরভাবে অভিনয় করে যেতে পারে যেন তারা আমাদের সব সময় মঙ্গল কামনা করে এবং আমাদের ভালই চায়। আগেকার মানুষদের মধ্যে দেখা যেত যা মনে আছে তাই মুখে বলে দিত কিন্তু বর্তমানে মানুষটা এত ভয়ঙ্কর হয়ে গেছে যে তারা দেখানো ভালোবাসা অনেক বেশি দেখাতে পারে। আর এইসব অভিনয় এবং দেখানো ভালোবাসা আমরা অনুভব করতে পারলে বা তাদের এই দেখানো ভালোবাসা বুঝতে পারলেও বলার কোন উপায় থাকে না। কারণ এইসব মানুষ খুবই চালাক হয়ে থাকে তাই তারা কোনোভাবেই বুঝতে দেয় না যে অন্তরে অন্তরে তারা আমাদের কতটা হিংসা করে এবং আমাদের খারাপ চায়। উপর থেকে দেখানো ভালোবাসার মোটা চাদর বিছিয়ে এমন ভাবে রেখে দেয় যেন ভেতরের হিংসা এবং আমাদের খারাপ করার ইচ্ছাটা বহিঃপ্রকাশ হতেই পারে না বা আমরা কেউ টের পাই না। কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি এবং বোঝার চেষ্টা করি তবে অবশ্যই বুঝতে পারব যে এইসব দেখানো ভালোবাসার মানুষগুলি আমাদের সব সময় মিষ্ট ভাষার আবরণে ঢেকে রাখে।
যারা আমাদের সব সময় খারাপ চায় এবং ওপর থেকে দেখানো ভালোবাসা দেখাতে থাকে তারা সব সময় আমাদের সাথে যেমন ভালোভাবে কথা বলে তেমন আমাদের মন যুগিয়ে চলার চেষ্টা করে। আমাদের জীবনের জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ, কোন কাজটা করলে আমাদের উন্নতি হবে আর কোন কাজটা করলে আমাদের খারাপ হতে পারে এসব ব্যাপারে তারা কোনভাবেই মাথা ঘামায় না। এইসব দেখতে শুধুমাত্র আমাদের মন যুগিয়ে চলার চেষ্টা করে এবং আমরা যেটা বলি বা যেটা করি সেটাতেই ঠিক বলে সম্মতি জানায়। দেখানো ভালোবাসার মানুষেরা সব সময় আমাদের উন্নতিতে কষ্ট পায় এবং অবনতিতে খুশি হয় একটু খেয়াল করলেই এই ব্যাপারটা বোঝা যায়। আমাদের কি হলো না হলো আমরা কতটা ভালো আছি বা কতটা খারাপ আছে এগুলো দেখার কোন আগ্রহ এইসব মানুষের থাকে না। যেসব মানুষ শুধু দেখানোর জন্য আমাদের ভালোবাসে তারা কিন্তু কখনোই নিঃশব্দে আমাদের জন্য কোন কিছু করেনা, এইসব মানুষ যখনই আমাদের জন্য কিছু করে অর্থাৎ কোনরকম কোন সাহায্য করে সেটাও সবাইকে দেখিয়ে করে এবং সবার বাহবা এবং ভালো ভালো মন্তব্য পাওয়ার জন্যই করে থাকে।
অর্থাৎ বলা যায় সম্পূর্ণ নিজের স্বার্থে এরা অন্যদের উপকার করার চেষ্টা করে আর যেখানে দেখে তার কোন লাভ নেই সেখানে এসব দেখানো ভালোবাসার মানুষ কোন রকম কোন প্রতিক্রিয়া দেখায় না। যেসব মানুষ আমাদের প্রিয় বলে দাবি করে অর্থাৎ আমাদের ভালোবাসার মানুষ বলে নিজেকে গণ্য করে তাদের কথা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত যে আসলেই তারা আমাদের ভালো চায় এবং ভালোবাসে নাকি তাদের ভালোবাসাটা দেখানো ভালোবাসা। এইসব দেখানো ভালোবাসার মানুষদের থেকে আমাদের যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা উচিত। কারণ এইসব দেখানো ভালোবাসার মানুষেরা অতি বড় স্বার্থপর হয়ে থাকে এবং তারা শুধুমাত্র নিজের স্বার্থের কারণেই আমাদের কাছে ভালোবাসা প্রকাশ করে এবং ভালো মানুষ সাজার চেষ্টা করে, প্রয়োজন ফুরিয়ে গেলে এসব দেখানো মানুষের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। নিজের কার্যসিদ্ধির পরে এইসব দেখানো ভালোবাসার মানুষ কখনোই ভাবেনা যে আমাদের কি অবস্থা হল। তাই সব সময় সতর্ক থাকতে হবে এবং আমাদের কে আপন এবং কে পর সেটা অবশ্যই যাচাই-বাছাই করে বিবেচনা করতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।