পৃথিবী পরিবর্তনশীল।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17592893371802747569204652695946.jpg


সোর্স



আমাদের এই পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হয়ে চলেছে, আর তার সাথে পৃথিবীর প্রত্যেকটি মানুষ, জীবজন্তু, পশুপাখি, সজীব এমনকি নির্জীব প্রত্যেকটি পদার্থ পরিবর্তন হয়ে চলেছে। এই সব কিছুর সাথে সাথে আমাদের এই সুন্দর পৃথিবীর আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হয়ে চলেছে। পুরনো সেই যুগের আবহাওয়ার সাথে বর্তমানের আবহাওয়ার কোনরকম মিল খুঁজে পাওয়া যায় না। বর্তমানে দেখা যায় আবহাওয়ার কোন নির্দিষ্ট সময় নেই বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টি নেই, শীতকালে পর্যাপ্ত শীত নেই। ঋতু চক্র যেন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে শুধু যেন গ্রীষ্মকাল পুরো বছর ধরে চলে, আবার কখনো দেখা যায় সারা বছর জুড়ে শুধু বৃষ্টি পড়ছে। আসলে বর্তমানে কাল ও ঋতু কখন কি আবহাওয়া সেটা বোঝা বড় দায়। আগেকার সময়ের আবহাওয়ার থেকে বর্তমান সময়ের আবহাওয়ার এতটাই বেশি পরিবর্তন হয়ে গেছে যে এ পৃথিবীতে বসবাসকারী যে কোন প্রাণীর বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে উঠছে। প্রত্যেকটি জীবজন্তু অনেক পরিবর্তন হতে দেখা যাচ্ছে, অনেক জীব জন্তু এমন আছে যাদের পরিবর্তন গঠনগত দিক থেকে দেখা যায় আবার অনেক জীব জন্তু এমন আছে যারা বিলুপ্ত হয়ে গেছে আবার অনেক হয়ে যাচ্ছে।


এই পৃথিবীতে উপস্থিত গাছপালা এবং বন জঙ্গলেরও একই অবস্থা দেখা যাচ্ছে। গাছপালা ধ্বংসের মুখে আবার অনেক গাছপালা আমাদের মানুষের জন্য এবং বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। কিছু দিক লক্ষ্য করলে দেখা যায় পৃথিবী আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে আবার কিছু দিক লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীটা কিছু কিছু পরিবর্তনের কারণে ধ্বংসের মুখে এগিয়ে চলেছে। সবকিছু মিলিয়ে এই পৃথিবীতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তেমনি চরম গতিতে পরিবর্তন হয়ে চলেছে এই পৃথিবীর মানব জাতি। আমাদের পৃথিবীতে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে যাদেরকে সে পুরাতন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত লক্ষ্য করলে দেখা যাবে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। পুরনো সময় থেকে মানুষ অনেক বেশি আধুনিক হয়ে গেছে এবং কুসংস্কার কে এড়িয়ে চলা শিখে গেছে। আগের থেকে মানুষের শিক্ষার হার অনেক বেশি বেড়ে চলেছে। তবে মানুষ যেমন উন্নতি করছে তেমন মানুষের আয়ু গড়ে অনেক বেশি কমতে দেখা যাচ্ছে। আগের থেকে আমাদের খাদ্য গ্রহণের প্রক্রিয়া অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, আমাদের খাদ্য খাওয়ার রুচি পরিবর্তন হয়েছে, জীবনযাপনের ধারা অনেক বেশি পরিবর্তন ঘটেছে।


আমাদের নিজেদের কর্ম দোষে এবং পৃথিবীর পরিবর্তনের কারণে আমাদের শরীরের ওপর এবং আমাদের মনের ওপরেও অনেক বেশি প্রভাব ফেলেছে যার ফলে আমাদের একদিকে আয়ু কমছে অন্যদিকে আমাদের মানসিক পরিবর্তন ঘটছে। আগের থেকে আমাদের মনে আন্তরিকতা ভালোবাসা অনেক হারে কমে চলেছে। বিশ্বাস অবিশ্বাসের অনেক বেশি পরিবর্তন ঘটেছে বর্তমান মানুষের মধ্যে। এই পরিবর্তনশীল পৃথিবীর খুবই স্বাভাবিক একটি বিষয় হলো মানুষের পরিবর্তন হওয়া। মানুষ প্রতিনিয়ত পরিবর্তন হয়ে চলেছে শারীরিক এবং মানসিক দিক থেকে। আগের থেকে বর্তমান মানুষের মধ্যে আনন্দ উৎফুল্লতা অনেক গুণ কম দেখা যায়। আগে ছোট এবং বড় সবার মধ্যেই উৎসবের একটা সুন্দর আনন্দ লক্ষ্য করা যেত কিন্তু বর্তমানে মানুষের মনে আনন্দ অনেক বেশি কমে গেছে। যার ফলে সাধারণ দিন তো দূরের কথা উৎসবের দিনেও কোন আনন্দ বা উৎসাহ কোন মানুষের মধ্যে এমনকি ছোট বাচ্চাদের মধ্যেও দেখতে পাওয়া যায় না। মানুষ হয়ে গেছে একা প্রেমী এবং একগুঁয়ে। অর্থাৎ মানুষ বর্তমানে একা থাকতে বেশি ভালোবাসে এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেই বেশি পছন্দ করে।


আমাদের এই পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে আমাদের পরিবর্তন ঘটা একদমই স্বাভাবিক ব্যাপার। তবে এই পরিবর্তন যদি উন্নতি এবং উন্নয়ন আনে আমাদের সমাজের জন্য তবে খুবই ভালো কিন্তু যদি এ পরিবর্তন আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে আনে এবং আমাদের সুন্দর জীবন যাপনে বাধা আনে তবে অবশ্যই আমাদের সুন্দর এবং ভালো পরিবর্তনের চিন্তাভাবনা করা উচিত। সব পরিবর্তন সব সময় সুন্দর হয় না বা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হয় না তাই আমাদের জীবনের প্রত্যেকটি পরিবর্তন ভালো না খারাপ সে বিষয়ে অবশ্যই বিচার বিবেচনা করে তবে পরিবর্তনটাকে মেনে নেওয়া উচিত। আমাদের কোন কর্মের পরিবর্তনে যদি আমাদের অবনতি হয় বা আমাদের সমাজের উন্নতিতে বাধা হয় তবে অবশ্যই আমাদের সেই পরিবর্তন না করাই ভালো। আমাদের সব সময় চেষ্টা করে চলতে হবে আমাদের জীবনের এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশের এমন কোন পরিবর্তন আনতে থাকা যে পরিবর্তনের কারণ আমাদের জীবনটা অনেক সুন্দর হবে চলতে পারে এবং আমাদের সমাজ এবং পৃথিবীর অনেক বেশি উন্নতি হয় আর তার সাথে কারোর কোনরকম কোন ক্ষতি না হয়। তবেই সেই পরিবর্তন আমাদের জীবনের জন্য সুখ শান্তি এবং সাফল্যের হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।