ভুল মানুষকে বিশ্বাস।

in আমার বাংলা ব্লগlast month


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17560306436052774691211753842556.jpg


সোর্স



"বিশ্বাস" খুবই সুন্দর এবং পবিত্র একটি জিনিস। আমাদের প্রত্যেকের মধ্যেই বিশ্বাস বলে এই জিনিসটি থাকে যা মাঝেমধ্যে আমাদের জীবনটাকে সুন্দর করে তোলে আবার মাঝেমধ্যে আমাদের জীবনটাকে পুরোই নষ্ট করে ফেলে। আসলে মাঝেমধ্যে আমরা বুঝতেই পারি না যে আমরা কাদেরকে বিশ্বাস করব এবং কাদেরকে বিশ্বাস করবো না। আর এই না বোঝার কারণেই আমরা অনেক সময় বিভিন্ন মানুষের কাছ থেকে আঘাত পাই। আমরা যেহেতু বুঝিনা যে কে আমাদের আপন বা কে আমাদের ভালো চায় তাই আমরা অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি আর সেই ভুল মানুষটি যখন আমাদের বিশ্বাস ভেঙে দেয় তখন আমাদের মনে অনেক বেশি আমরা আঘাত পাই। ভুল মানুষকে বিশ্বাস করার মাশুল আমাদের অনেক সময় সারা জীবন বয়ে বেড়াতে হয়। কারণ কিছু কিছু মানুষের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করার কারণে তারা আমাদের জীবনে এমন ক্ষতি করে বসে যা হয়তো আমাদের সারা জীবনেও সেই ক্ষতিপূরণ করা সম্ভব হয়ে ওঠেনা। বর্তমান যুগে অল্প বয়সী যুবক-যুবতীরা যখন ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে তখন তার ভালোবাসার প্রিয় মানুষটির উপরে অন্ধ বিশ্বাস করতে শুরু করে।


কিন্তু এই যুবক-যুবতীরা কখনোই বুঝতে চায় না বা একটু ভাবনা-চিন্তা করেও দেখে না যে তারা যে মানুষটিকে তাদের প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষ মনে করছে এবং বিশ্বাস করছে তারা কি আদৌ তাদের বিশ্বাসের যোগ্যতা রাখে কিনা? ভাবনাচিন্তা ছাড়াই যখন এই যুবক-যুবতীরা ভালোবাসার মানুষের ওপর অন্ধবিশ্বাস করে এবং পরবর্তীতে যখন তারা এই ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পায় এবং তাদের বিশ্বাস ভেঙে যায় তখন তারা দিশেহারা হয়ে যায়। অনেক সময় তো এমনও হয় যে ভালোবাসার মানুষের কাছ থেকে বিশ্বাস ভেঙে যাওয়ার ফলে তারা নিজেকে সামলে উঠতে না পেরে হয় আত্মহত্যা করে বসে না হয় নিজের অনেক বড় কোন ক্ষতি করে বসে। তাই ভালোবাসার মানুষকে ভালোবাসা ভালো আবার বিশ্বাস করাও ভালো কিন্তু একটু সন্দেহ বজায় রেখে। কখনোই আমাদের কারোর ওপরেই অন্ধ বিশ্বাস করা উচিত নয়। এছাড়াও আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করি যে বিভিন্ন আর্থিক দিক থেকেও আমরা অনেক মানুষের উপর বিশ্বাস করি যে সেই মানুষটি আমাদের অসময়ে বা বিপদের সময়ে আর্থিক সাহায্য করবে। কিন্তু আমাদের এই বিশ্বাসটিও একদম করা উচিত নয়।


বর্তমান যেমন সময় চলছে আমাদের কখনোই আর্থিক দিক থেকে কারোর ওপর বিশ্বাস করা উচিত নয়। কারণ অর্থ এমন একটা জিনিস যা ভালো মানুষকেও খারাপ পথে নিয়ে যেতে পারে এবং লোভী করে দিতে পারে আর তার সাথে অনেক বেশি স্বার্থপর এবং মানুষকে হিংস্র করে তোলে। তাই যখন সময় আসে মানুষের কাছ থেকে অর্থ পাওয়ার তখন সেই মানুষটি ঠিক মানসিক অবস্থাতে থাকলেও যখন সে মানুষটির অর্থ দেওয়ার সময় আসে তখন তার মানসিকতায় অনেক বেশি পরিবর্তন ঘটে এবং সেই মানুষটি তখন হয়ে যায় অনেক বেশি স্বার্থপর এবং লোভী। স্বাভাবিকভাবেই আমরা কাউকে যদি টাকা ধার দেই দেখা যাবে সেই লোকটির টাকা ধার নেওয়ার সময় অনেক বেশি নরম এবং শান্ত আচরণ করছে এবং আমাদের সাথে অনেক সুন্দর ভাবে কথা বলছে কিন্তু যখন এই টাকা ফেরত দেওয়ার সময় আসে সেই সব মানুষদের কথা বলার টোন পাল্টে যায় এবং তাদের কাছে যেন আমরা সবথেকে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হই। তাই বিশ্বাস করে কাউকে টাকা ধার দেওয়া বা কারোর কাছে বিপদের সময় আর্থিক সাহায্য পাওয়ার যে বিশ্বাস সেটা কখনোই করা উচিত নয়। আমরা যদি আর্থিক দিক থেকে কারোর ওপর বেশি বিশ্বাস করি তবে আমাদের থেকে বোকা এই পৃথিবীতে দ্বিতীয় নেই।


আমরা যদি মনে করি আমাদের খুবই ঘনিষ্ঠ যে বন্ধু আছে এবং সে আমাদের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না ছাড়াও এমন কোন আত্মীয় আছে যাকে অন্ধবিশ্বাস করা যায় যে আমাদের বিশ্বাস কখনোই ভাঙবে না তাহলেও আমরা পুরোপুরি ভুল। আমার মনে হয় বিশ্বাস এমন একটা জিনিস যা ভাঙার জন্যই তৈরি হয়েছে। এছাড়াও স্বার্থ এমন একটা জিনিস যা বিশ্বাস ভাঙার জন্য যথেষ্ট। ঘনিষ্ঠ বন্ধু বা সবথেকে বিশ্বস্ত আত্মীয় যারা আমাদের রয়েছে তাদেরও সামান্য স্বার্থ বা আমাদের বিশ্বাস ভাঙলে যদি তাদের কোন লাভ হয় তবে তারা আমাদের বিশ্বাস ভাঙতে দ্বিধাবোধ করবে না। তাই সব সময় যেকোনো মানুষকে বিশ্বাস করার আগে অন্তত ঠান্ডা মাথায় ভালো করে ভেবেচিন্তে তবেই বিশ্বাস করা উচিত। আমরা যাকে সঠিক মানুষ এবং বিশ্বাসযোগ্য মানুষ বলে মনে করি তারা আমাদের জীবনের ভুল মানুষও হতে পারে এবং বিশ্বাসের অযোগ্য হতে পারে তাই কারোর প্রতি অন্ধবিশ্বাস রাখা কখনোই উচিত নয়। নিজের প্রিয় মানুষ, আত্মীয়-স্বজন এবং বন্ধু সকলের প্রতি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিশ্বাস করা উচিত। চোখ বন্ধ করে অতিরিক্ত বিশ্বাস কখনো কারোর উপর করলে দিনশেষে ক্ষতি আমাদেরই। তাই প্রত্যেকের ওপরেই বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো নয় এবং বিশ্বাসটিও একটু ফাঁক রেখে করা ভালো, কারণ বিশ্বাস ভাঙতে সময় লাগে না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 last month 

আপনি অনেক সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে বিশ্বাস এমন একটা জিনিস যা সবার প্রতি হয় না এবং যার প্রতি হয় এবং তারাই কিন্তু বিশ্বাসটি ভেঙ্গে ফেলে।তবে বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস করা ঠিক না।যাইহোক খুবই সুন্দর একটি পোস্ট লিখছেন আপনি।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।