কিছু কিছু মানুষ জীবনে না থাকাই ভালো।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকের জীবনে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সহ প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা রয়েছে। কিন্তু আমাদের প্রতিনিয়ত এই মানুষগুলোর মধ্য দিয়ে কে আমাদের বন্ধু এবং কে আমাদের শত্রু সেটা অবশ্যই বেছে নিতে হবে। বুঝতে হবে কে আমাদের ভালো চায় এবং কে আমাদের খারাপ চায়, কে আমাদের আসল বন্ধু এবং কে আমাদের বন্ধুত্বের আড়ালে শত্রুতা করছে। তাই আমাদের প্রতিনিয়ত অনেক ভেবেচিন্তে জীবনে প্রত্যেকটি মানুষের সাথে মেলামেশা করা উচিত। জীবনে যদি কম বন্ধু থাকে বা কম মানুষের সাথে মেলামেশা থাকে তাহলে কোন অসুবিধা নেই কিন্তু সেই কম মানুষ গুলোই হতে হবে একদম সৎ এবং সঠিক। যে আমাদের আসল বন্ধু এবং দুঃসময়ের সঙ্গী। কিন্তু জীবনে যদি অনেক বেশি বন্ধু থাকে এবং তাদের মধ্যে খারাপ বন্ধু বা খারাপ মানুষের সংখ্যা বেশি থাকে তবে তাদের সাথে মেলামেশা না করাই ভালো। কারণ কথায় আছে, 'দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো', আমরা যদি কম মানুষের সাথে মেলামেশা করি তবে আমাদের অতটাও ক্ষতি হবে না যতটা ভুল মানুষের সাথে মেলামেশা করার কারণে ক্ষতি হবে। তাই অনেক বেশি খারাপ বন্ধু এবং আত্মীয়-স্বজন থাকার চেয়ে না থাকাই অনেক ভালো।
যে সকল মানুষ প্রচুর পরিমাণে লোভী হয়ে থাকে এবং নিজের লোভ সংবরণ করতে পারে না এইসব মানুষের সাথে মেলামেশা একদমই উচিত নয়। কারণ এইসব মানুষ আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই সকল মানুষ নিজের লোভী স্বভাবের জন্য এবং চাহিদা পূরণ করার জন্য যখন তখন আমাদের অনেক বেশি ক্ষতি করে ফেলতে পারে। তাছাড়াও এইসব লোভী মানুষ প্রতিনিয়ত মানুষের সাথে মেলামেশা করে শুধু নিজে কিভাবে অন্যের থেকে সুযোগ নিতে পারবে সেটা জন্য। আর সব সময় অন্যদের থেকে নিজের প্রয়োজন মেটানোর চেষ্টা করে আর সেই প্রয়োজনটা তার অধিকার হোক বা না হোক। এছাড়াও কিছু সুবিধাভোগী মানুষ আছে যারা শুধুমাত্র অন্য সেইসব মানুষদের সাথে মেলামেশা করে যাদের দ্বারা তাদের কোন সুবিধা হতে পারে। সুবিধাভোগী মানুষদের কাজে লাগে যেসব মানুষ এরা শুধু তাদের সাথেই মেলামেশা পছন্দ করে এবং সুবিধা ভোগ করার চেষ্টা করে। যতক্ষণ পর্যন্ত এই সুবিধাভোগী মানুষদের কাজে আমরা লাগতে পারবো ততক্ষণ পর্যন্ত এরা আমাদের সাথে মেলামেশা করবে কিন্তু যখন আমরা আর এইসব সুবিধা ভোগী মানুষদের কোন প্রয়োজনে আসবোনা তখন আর এরা আমাদের চিনতেও পারবেনা। আর এইসব মানুষ কখনো কারোর বিপদে এসে পাশে দাঁড়ায় না শুধুমাত্র নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করতে চায়।
যেসব মানুষ অনেক বেশি স্বার্থপর প্রকৃতির মনোভাব রাখে সেসব মানুষের থেকেও আমাদের অনেক বেশি দূরত্ব বজায় চলা উচিত। স্বার্থপর মানুষেরা শুধুমাত্র নিজের স্বার্থটাই বোঝে এবং নিজে ভালো থাকার চেষ্টায় প্রতিনিয়ত মেতে থাকে। অন্য কারোর প্রয়োজনে বা অন্য কারোর সমস্যায় এরা পাশে দাঁড়ায় না। এরা প্রতিনিয়ত প্রতিটি সম্পর্কে নিজের স্বার্থটাই খোঁজার চেষ্টা করে। যেখানে তাদের কোন স্বার্থ নেই বা কোন লাভ নেই সেখানে তারা থাকতে পছন্দ করেন আবার সেই সব মানুষদের সাথে তারা সম্পর্ক রাখতে পছন্দ করে না। এইসব স্বার্থপর মানুষ নিজেদের ছাড়া অন্যের ব্যাপারে কখনোই ভাবে না বা ভাবতে পছন্দ করে না। স্বার্থপর মানুষেরা প্রতিনিয়ত নিজের স্বার্থ ফুরালে কেটে পড়ে আর তাকে কোনোভাবেই কোন জায়গায় বা কোন মানুষের বিপদে আপদে পাশে পাওয়া যায় না। অতিরিক্ত অর্থ লোভী মানুষেরাও অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে। অর্থের বিনিময়ে এই অর্থলোভী মানুষেরা যেকোনো সময় যেকোনো ব্যক্তির অনেক বড় ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। অর্থের বিনিময়ে এরা নিজেরাও যখন তখন যার তার কাছে বিক্রি হয়ে যেতে পারে। অতিরিক্ত অর্থ লোভী মানুষদের মানবিকতা বা সুন্দর মানসিকতা একদমই থাকে না, এরা সব সময় অর্থ দিয়েই সবকিছু বিচার করে থাকে। মানুষের কষ্ট দুঃখ বা যে কোন বিপদ এমনকি যে কোন সম্পর্ক অর্থ দিয়ে মাপে। আর সব সময় লাভ লসের চিন্তায় মেতে থাকে।
অশিক্ষিত মানুষেরাও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। অশিক্ষা ভীষণই খারাপ এবং ভয়ংকর একটি জিনিস। অশিক্ষিত মানুষের চিন্তা ভাবনা যে কোন মানুষের জন্য অনেক বেশি বিপদ টেনে আনতে পারে। কোন ভালো জিনিস বা কোন ভালো কথা কোন অশিক্ষিত ব্যক্তিকে বোঝানো সম্ভব নয়। এমনকি আমাদের জীবনে চলার পথে কোন সমস্যার সমাধান যদি কোন অশিক্ষিত বন্ধুর কাছ থেকে নেওয়া হয় তবে অবশ্যই সেই সমাধানটি আরো বেশি সমস্যার সৃষ্টি করবে। অশিক্ষিত ব্যক্তি জীবনে উন্নতি করার জন্য কখনো কোন ভালো বুদ্ধি দিতে পারবে না বা দেবে না কিন্তু জীবনে অবনতি করার বা খারাপ হওয়ার বুদ্ধি অবশ্যই অশিক্ষিত ব্যক্তিদের কাছে থাকে। শিক্ষিত ব্যক্তিরা যেমন চারিদিকে শিক্ষা বিস্তার করার চেষ্টা করে তেমন অশিক্ষিত ব্যক্তিরাও চারিদিকে অশিক্ষা ছড়াতে থাকে। তাই সর্বদা আমাদের অশিক্ষিত ব্যক্তিদের থেকেও দূরত্ব বজায় চলতে হবে। শিক্ষার আলোয় জীবনটাকে আলোকিত করলেই জীবনে উন্নতি হবে। এইসব বিভিন্ন খারাপ মানসিকতা বিশিষ্ট ব্যক্তি, লোভী ব্যক্তি, স্বার্থপর এছাড়াও আমাদের চারপাশে থাকা বিভিন্ন ক্ষতিকর ব্যক্তিদের থেকে আমাদের সর্বদাই দূরত্ব বজায় চলতে হবে। সবসময় ভাবনা চিন্তার মাধ্যমে বন্ধু এবং আত্মীয়-স্বজন নির্বাচন করতে হবে এবং তাদের সাথে মেলামেশা করতে হবে। তাহলেই আমরা আমাদের জীবনে অনেক বেশি সুখে এবং শান্তিতে থাকতে পারব এবং উন্নতি করতে পারব।।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
https://x.com/pussmemecoin/status/1949772055747895342