অধিক অর্থ সম্পদে মনুষ্যত্ব হারায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়, প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটি কাজের জন্যই অর্থ লাগে। অর্থ ছাড়া এই দুনিয়া একদমই অচল। তাই আমরা প্রতিনিয়ত বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করে চলেছি। অর্থ উপার্জন করলে আমরা আমাদের নিত্যদিনের প্রয়োজন মেটাতে পারবো, তার সাথে অর্থ দিয়ে বাসস্থানের ব্যবস্থা করতে পারব, প্রতিবেলার খাবারের ব্যবস্থা করতে পারব, এছাড়াও আরো অনেক প্রয়োজন এই অর্থ দিয়েই আমরা মেটাতে পারবো। সেজন্য মানুষ প্রতিনিয়ত প্রচুর পরিমাণে অর্থ উপার্জনে লেগে পড়েছে। কিন্তু মানুষ অর্থ উপার্জন করতে করতে একসময় এমন আসক্ত হয়ে পড়ে যে এই অর্থই জীবনের মূল ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আসলে অর্থ আমাদের জীবনে যতটা স্বর্গ সুখ এনে দেয় ততটাই ধ্বংসের মুখে ঠেলে দেয়। কোন ব্যক্তির যদি অনেক বেশি অর্থের প্রয়োজন হয় তাহলে সেই ব্যক্তি প্রথমে চেষ্টা করে ভালো পথে অর্থ উপার্জন করার। কিন্তু যখন সে ব্যক্তি প্রয়োজনের অর্থ সঠিক পথে উপার্জন করতে পারে না তখন সে সহজ পথ খুঁজতে থাকে এবং খারাপ পথে অর্থ উপার্জন করতে শুরু করে দেয়। আর এই খারাপ পথে অনেক বেশি অর্থ উপার্জন করার চেষ্টা আমাদের জীবনে ধ্বংস এনে দেয়।
যেসব ব্যক্তির প্রয়োজন অনুযায়ী অর্থ উপার্জন হয়ে যায় তাদের আবার প্রয়োজনের অধিক অর্থ উপার্জনের নেশা লেগে যায়। অর্থের চাহিদা যেন শেষ হতেই চায়না। আর এই অধিক পরিমাণ অর্থ উপার্জনের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের অর্থ উপার্জনের রাস্তা খুঁজতে থাকে। আর সহজে অর্থ উপার্জনের পথ সবসময় খারাপই হয়ে থাকে। কারণ ভালো পথে অর্থ উপার্জন করতে গেলে একটু বেশি সময় লাগবে এবং অনেক বেশি পরিশ্রম করতে হয়। যেসব মানুষের অনেক বেশি অর্থ উপার্জনের নেশা তারা কখনো কোন খারাপ কাজ করতে দ্বিতীয়বার ভাবেনা এবং পিছুপা হয় না। মানুষ যখন প্রচুর পরিমাণে অর্থের মালিক হয়ে পড়ে তখন তার পা আর মাটিতে থাকে না। অধিক অর্থের মালিক যদি সৎ পথে কিংবা অসৎ পথে তার ধনসম্পত্তি বাড়িয়ে থাকে বা কোটিপতি হয়ে থাকে সেই সব ব্যক্তি অনেক বেশি অহংকারী হয়ে ওঠে। আর এই অহংকারের বশীভূত হয়ে অন্যান্য মানুষদের ওপর শারীরিক, মানসিক এছাড়াও বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। অধিক অর্থের মালিক হয়ে গেলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, নিজেকেই মানুষ বলে মনে করে এবং অন্য মানুষদের মানুষ বলে গণ্য করতে ভুলে যায়।
অন্যান্য মানুষদের ব্যথা, বেদনা, কষ্ট বা পরিশ্রম এই অধিক অর্থ সম্পদের মালিক যেন একদম তুচ্ছ বলে মনে করে। এইসব মানুষদের কাছে অন্যান্য মানুষদের পরিশ্রমের কোন দাম থাকে না এমনকি অন্যান্য মানুষদের মূল্যায়ন করার বা সম্মান করার প্রয়োজন মনে করে না। আর এইসব কারণেই এইসব মানুষের চারপাশে থাকা অন্যান্য মানুষ প্রতিনিয়ত তাদের কাছ থেকে দূরে সরতে থাকে। অধিক অহংকারী মানুষদের কেউ পছন্দ করো না। আর এই সব অধিক অর্থ ধন সম্পত্তির মালিক সব সময় অন্যদের ছোট করতে থাকে এবং ছোট করে দেখতে থাকে। এই সব মানুষ খুবই স্বার্থপর ধরনের হয়ে থাকে। অধিক ধনবান মানুষ অনেক বেশি অর্থ পিচাশ হয়ে থাকে। অর্থ সব সময় কিভাবে অর্জন করা যায় সেদিকেই তাদের খেয়াল থাকে কিন্তু অন্যান্য মানুষরা যারা তার জন্য পরিশ্রম করছে তাদেরকে পারিশ্রমিক দেবার বেলায় অনেক বেশি কঞ্জুসি করে আবার অনেক সময় খারাপ ব্যবহার করে থাকে। খুবই স্বার্থপর ধরনের মানুষ হয়ে থাকে এসব অর্থলোভী অধিক ধনবান মানুষগুলো।
অতিরিক্ত অর্থের মালিক সব সময় নিজেকেই প্রাধান্য দিতে বেশি পছন্দ করে নিজের পরিশ্রমকেই পরিশ্রম বলে মনে করে এবং নিজের প্রত্যেকটি কাজেরই দাম আছে বলে মনে করে। এসব মানুষ প্রত্যেককে ভুল প্রমাণ করার চেষ্টায় লেগে থাকে এবং নিজেকে সঠিক প্রমাণ করতে থাকে। প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি মানুষের কর্ম এদের কাছে একদম মূল্যহীন এবং এদের কর্মই অনেক বেশি কষ্টকর এবং সঠিক বলে এরা মনে করে। এইসব অর্থলোভী বা অধিক ধনবান মানুষের সাথে কখনোই ভালোভাবে এবং সুস্থভাবে একসাথে থাকা যায় না বা সংসার করা যায় না। এসব মানুষ অন্যদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে পড়ে। এবং অন্যদের সবসময় নিচে নামিয়ে রাখার চেষ্টা করে যেন তাদের থেকে অতি ধনবান না হয় অন্য কেউ। তাই তারা প্রতিনিয়ত চেষ্টা করে সবাইকে অশিক্ষিত এবং দরিদ্র করে রাখার। এবং সবার থেকে নিজে কিভাবে অধিক ধনমান হওয়া যায় সেদিকেই এইসব মানুষের একমাত্র লক্ষ্য থাকে। তাই এইসব মানুষ আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে। অন্যদের উন্নতি এইসব মানুষ কখনোই সহ্য করতে পারে না বা চায় না। তাই আমাদের সব সময় চেষ্টা করতে হবে এই সব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখার।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।