প্রয়োজন

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চিন্তাভাবনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


business-1839191_1280.jpg



লিংক

জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে। আসলে একজনের চিন্তা ভাবনা যেহেতু একটাই তাদের জীবনের উন্নতিও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। আপনি একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে কোন মানুষের চিন্তাভাবনার সাথে অন্য কোন মানুষের চিন্তা-ভাবনা কোন মিল আপনি কখনোই খুঁজে পাবেন না। অর্থাৎ মানুষের এই চিন্তা ভাবনা আলাদা থাকার জন্য তাদের কাজকর্ম কিন্তু আলাদা হয়ে থাকে। একটা জিনিস আপনি হয়তো বা খেয়াল করে দেখবেন যে একই রকম কাজ আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাবে সম্পন্ন করে। এর কারণ হলো তাদের চিন্তা-ভাবনা কখনো এক হতে পারে না এবং কাজ করার ধরণ আলাদা।

আসলে আমাদের এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখি যে যারা ভালো চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অন্যের উপকার করার চেষ্টা করে তারা কিন্তু জীবনে বড় হতে পারে। কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা থাকে কি করে নিশ্বাস শ্রেণীর মানুষদের চেপে রাখা যায় এবং তাদের উপর অন্যায় অত্যাচার করা যায়। আসলে এসব খারাপ চিন্তা ভাবনার মানুষগুলো কখনো অন্য মানুষের ভালো চায়না বরং সব সময় ক্ষতি চায়। আসলে এদের চিন্তাভাবনার সাথে একজন ভালো মানুষের চিন্তাভাবনার আকাশ পাতাল পার্থক্য থাকে।আসলে মানুষ যদি খারাপ মন মানসিকতা নিয়ে বড় হওয়ার চেষ্টা করে এবং খারাপ পরিবেশের মধ্যে বড় হয় তাহলে তাদের চিন্তা-ভাবনা সবসময় খারাপ হয়।

আমার মনে হয় যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মনে মধ্যে চিন্তা ভাবনা করার মত কোন কিছুই থাকে না। আসলে আস্তে আস্তে সেরকম বড় হয় এবং সে আশেপাশের পরিবেশ থেকে যেসব জিনিস দেখতে পায় সেগুলো কিন্তু তার মস্তিষ্কে জমা করতে শুরু করে। আসলে সে যদি দেখতে পায় তার পরিবারের লোকের চিন্তাভাবনা মোটেও ভালো না এবং তারা সবসময় অন্য মানুষের উপর অত্যাচার করে তাহলে সেই বাচ্চাগুলোর মনের মধ্যেও এই ধরনের খারাপ জিনিস ঢুকে যায় এবং তারাও পরবর্তীতে কোন মানুষের সাথে ভালো ব্যবহার করে না এবং অন্যান্য মানুষদের উপর অন্যায়ের প্রচার করে। আসলে এই জন্য একটা বাচ্চা চিন্তাভাবনা পরিবর্তন হয় তার জন্মের পর থেকেই।

আর এইসব বিষয়ে খেয়াল রেখে আমাদের চিন্তাভাবনাকে সব সময় ভালো রাখতে হবে এবং কোন একজন মানুষের সাথে অন্য কোন একজন মানুষের চিন্তাভাবনার পার্থক্য আমরা কখনো করবো না। কেননা একজন মানুষ যেমন এক এক ধরনের চিন্তাভাবনা করে ঠিক তেমনি তারা এক এক ধরনের কাজ করে। আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা মানুষকে ভুল বুঝে ফেলি। কেননা আমরা একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের যখন পার্থক্য করি তখন সেই মানুষগুলোর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কেননা সবার দ্বারা কিন্তু সকল কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না এবং তাদের চেষ্টার মনবল কিন্তু সবসময় সঠিক হয় না। আর এজন্য আমাদের চিন্তা ভাবনা সব সময় উঁচু পর্যায় রাখতে হবে এবং উঁচু পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

I really enjoy your essays. Different choices and ideas lead to different lives. While living our own lives well, we should also respect the differences in others.