প্রয়োজন দিন দিন কমে যায়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রয়োজন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে একটা মানুষ যত বড় হতে থাকে তত কিন্তু তার জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো কমতে থাকে। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা বিভিন্ন জিনিস চাইতাম। তখন কিন্তু আমাদের মা-বাবা আমাদের এই প্রয়োজন মিটানোর জন্য বিভিন্ন ধরনের কঠোর পরিশ্রম করতো। আসলে মাঝে মাঝে তারা যখন আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করতে পারত না তখন হয়তোবা আমাদের একটু রাগ হত। কিন্তু পরবর্তীতে যখন আমরা উপার্জন করতে শুরু করলাম তখন বুঝতে পারলাম যে মা-বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেছে। আর এই কষ্ট যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু আমাদের প্রয়োজনগুলো কমিয়ে আমাদের প্রিয় মানুষগুলোর প্রয়োজন আমাদের জীবনে বড় করে তুলব।
আসলে আমরা যখন বিভিন্ন কাজে কর্মব্যস্ত হয়ে পড়ি তখন কিন্তু আমাদের নিজেদের জীবনের প্রয়োজনগুলো আমরা দিন দিন ভুলে যেতে থাকি। অর্থাৎ তখন আমাদের পরিবারের প্রয়োজনগুলো আমরা মেটানোর চেষ্টা করি। আসলে পরিবারের প্রয়োজন গুলো মেটাতে মেটাতে আমাদের প্রয়োজনগুলো মেটানোর আমরা কখনো সময় পাইনা। আর এভাবেই কিন্তু আমাদের প্রয়োজনগুলো আস্তে আস্তে চাপা থেকে যায়। আসলে আমরা যখন আমাদের পরিবারের মানুষের প্রয়োজনগুলো মেটাতে পারি তখন কিন্তু আমরা আলাদা ধরনের একটা শান্তি খুঁজে পাই। আসলে আমরা যদি স্বার্থপর হয়ে যায় তখন কিন্তু আমরা আমাদের পরিবারের এই শান্তি গুলো কখনো চোখে দেখতে পারবো না।
আসলে বর্তমান সময়ে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ রয়েছে যারা অনেক বেশি স্বার্থপর এবং স্বার্থপরের মত তারা সব সময় নিজেদের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করে। আসলে এই মানুষদের জীবনের প্রয়োজনগুলো মিটে গেলেও তারা কিন্তু দিনশেষে সব সময় অখুশি থাকে। কেননা অন্যের প্রয়োজন মেটানোর মধ্যে যে সুখ খুঁজে পাওয়া যায় সেই সুখ কিন্তু নিজের প্রয়োজনগুলো মেটানোর মধ্যে কখনো পাওয়া যায় না। আসলে পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের সব সময় বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য অবশ্যই থাকে। কেননা একটা সময় পর পরিবারের লোক গুলো বয়স হয়ে যায় এবং তারা অনেকটা কর্মহীন হয়ে পড়ে। আর এই সময় তাদের অবশ্যই আমাদের সাপোর্ট দেয়া প্রয়োজন।
এজন্য একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং পরিবারের প্রয়োজন গুলো মেটাতে চেষ্টা করি তাহলে আমাদের এই ছোট প্রজন্ম যারা বড় হয়ে ভালো কাজ করবে এবং তারাও কিন্তু আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো মেটানোর জন্য চেষ্টা করবে। তাইতো আমাদের জীবনের প্রয়োজনগুলো আমরা বিসর্জন দিয়ে সব সময় প্রিয় মানুষগুলোর প্রয়োজনকে অনেক বেশি গুরুত্ব দেব। এছাড়াও আমরা সব সময় শুধুমাত্র পরিবারের ক্ষেত্রে নয় বরং সমাজের কেউ যদি কোন ধরনের অসুবিধায় পড়ে এবং তাদের কোন কিছুর প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই তাদের সে প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে অবশ্যই তাদের সাহায্য করার চেষ্টা করব। আর এভাবে কিন্তু সবাই মিলেমিশে আমরা একটা সুন্দর জীবন গড়তে পারব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Hello @ocean-trench!
Your post on the importance of needs and prioritizing family really resonated with me. You've beautifully articulated how our perspectives shift as we mature, from focusing on our own desires to understanding and fulfilling the needs of our loved ones. The point you made about the unique satisfaction derived from helping others, especially family, is so true and often overlooked.
I appreciate your emphasis on considering the needs of the wider community too. It's a great reminder that a fulfilling life involves looking beyond ourselves. Thank you for sharing this thoughtful piece with the "আমার বাংলা ব্লগ" community! It's a message that deserves to be heard and discussed. I encourage everyone to share their thoughts on how they balance personal needs with the needs of their families. What are your experiences? Let's discuss!