জীবন থেকে লোভ ত্যাগ করা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে লোভ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


money-4186235_1280.jpg



লিংক


আসলে এই জীবনে আমাদের চারিপাশে বিভিন্ন ধরনের লোভী ব্যক্তিদের আমরা দেখতে পাই। আর এই ব্যক্তি গুলো সব সময় স্বার্থপর হয়ে থাকে। কেননা তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কখনো কোন কিছু বুঝতে চেষ্টা করে না এবং নিজেদের জীবনকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য তারা চেষ্টা করেন। আর এই ব্যক্তি গুলো কিন্তু সমাজে অনেকটা একাকী বসবাস করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জীবনে যারা অতিরিক্ত লোভ করে এবং এই অতিরিক্ত লোভের জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের খারাপ দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কেননা সৎ পথে যারা উপার্জন করতে চেষ্টা করে তাদের জীবনটা অনেকটা সাধারণ জীবন যাপন হয় এবং জীবনে তারা অনেক বেশি আনন্দ পায়।


আসলে লোভ যে একটা মানুষকে কতটা নিচে নিয়ে আসতে পারে তা যারা লোভী মানুষ তাদেরকে আমরা দেখলে বুঝতে পারি। কেননা একজন লোভী মানুষ তার লোভের জন্য যেকোনো ধরনের কাজকর্ম করতে পারবে। আসলে এই ব্যক্তিদের জন্য কিন্তু তাদের পরিবারের সকল লোকেরা অনেক বেশি কষ্ট পেয়ে থাকে। কেননা পরিবারের যদি একজন খারাপ ব্যক্তি জন্মগ্রহণ করে এবং সেই খারাপ কর্মকাণ্ডের জন্য তাদের পরিবারের লোকেরা কখনো সমাজের সামনে মুখ দেখাতে পারেনা। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে জীবন থেকে যারা লোভ ত্যাগ করতে পারে তারা কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারে এবং সকলের কাছ থেকে তারা প্রকৃত ভালোবাসা পেয়ে থাকে।


একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনার আশেপাশে যারা লোভী ব্যক্তিরা রয়েছে তারা কখনো সুখ-শান্তিতে বসবাস করতে পারে না। বরং তারা বিভিন্ন ধরনের কষ্টের মধ্য দিয়ে বসবাস করে এবং কি করে অন্য মানুষের ক্ষতি করে সে অর্থ উপার্জন করবে এই ধরনের চেষ্টা করে। আসলে অন্যের কাছ থেকে তাদের অর্থ কেড়ে নিয়ে জীবনে কখনো সুখী হওয়া যায় না। আরেকজন একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের লোভ লালসা কে ত্যাগ করে অন্য মানুষের উপকার করতে পারি এবং অন্য মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে একটা আলাদা ধরনের শান্তি পেতে পারি যে শান্তি আমরা কখনো অন্য কিছু থেকে পেতে পারি না।


এজন্য আমাদের সব ক্ষেত্রে নিজেদের লোভ লালসা ত্যাগ করে একজন স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করার প্রয়োজন। আর যারা লোক না করে জীবনের সব কাজগুলো করার চেষ্টা করে এবং আস্তে আস্তে করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে তারাই কিন্তু জীবনে একমাত্র উন্নতি লাভ করতে পারে। তাইতো আমরা সর্বপ্রথম আমাদের ছোট ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে এই লোভ-লালসা মুছে ফেলার চেষ্টা করব এবং তাদের জীবনে লোভ করার ক্ষতি সম্পর্কে যদি বোঝাতে পারি তাহলে তারা কিন্তু সৎ ভাবে চলার চেষ্টা করবে এবং জীবনের মানুষ হওয়ার চেষ্টা করবে। আর এভাবে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারব যেখানে সবাই সবার প্রয়োজনে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

This article is very practical and enlightening, greed is like a sharp blade hanging over the head, it will destroy people at any time, I hope we can always look at ourselves and find inner peace.