অনেক কিছু শেখার বাকি আছে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অনেক কিছু শেখার বাকি আছে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


be-creative-2859349_1280.jpg



লিংক


আসলে আমরা যদি নিজেদেরকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী বলে মনে করি তাহলে কিন্তু আমরা কখনোই জ্ঞানী হতে পারব না। কারণ এই পৃথিবীর সকল জ্ঞান একজন কখনো গ্রহণ করতে পারে না। আপনি যদি মনে করেন যে আপনি আপনার জন্মের পর থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত জ্ঞান আরোহন করতে থাকবেন তবুও কিন্তু আপনার এই জ্ঞানের কোন শেষ থাকবে না। অর্থাৎ আপনার এই জ্ঞান গ্রহণের কোনো সময় সীমা নেই। আসলে একজন মানুষ যারা শেখার প্রতি অনেক বেশি আগ্রহী তারা কিন্তু সারা জীবন অনেক কিছু দেখে তার থেকে শিক্ষা নিতে পারে। আসলে যারা আমাদের চারিপাশ থেকে বিভিন্ন ধরনের জিনিস দেখে সেখান থেকে শিক্ষা নিতে পারে তারাই কিন্তু প্রকৃত জ্ঞানী।


আসলে জ্ঞানী লোকের জ্ঞান অর্জনের জন্য অথবা বিভিন্ন জিনিস শিখার জন্য কোন প্রাথমিক শিক্ষার কোন প্রয়োজন নেই। অর্থাৎ তারা তাদের জীবনে ঘটে চলা বিভিন্ন জিনিসের থেকে বিভিন্ন ধরনের শিক্ষা নিতে থাকে এবং সেই শিক্ষাকে নিজেদের জীবনে প্রয়োগ করতে চেষ্টা করে। আসলে আমাদের চারিপাশে কিন্তু আমরা বিভিন্ন জিনিসের থেকে বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করতে পারে। আর যারা প্রকৃত জ্ঞানী লোক নয় তারা কিন্তু আমাদের চারিপাশে কোন ধরনের শিক্ষার জিনিস দেখতে পায় না। আসলে এই পৃথিবীতে যারা বহু জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা কিন্তু মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে তারা এখনো এই পৃথিবীর জ্ঞান সমুদ্রের পাশে নুড়ি পাথর সংগ্রহ করছে। তাহলে আপনি ভাবুন জ্ঞান কতটা বিশাল।


আসলে যাদের বিভিন্ন জিনিস শেখার প্রতি আগ্রহ আছে তারা কিন্তু সবসময় অন্যান্য মানুষের অপেক্ষার সামনের দিকে এগিয়ে থাকে। তারা যেহেতু বিভিন্ন জিনিস সম্পর্কে অনেক কিছু শিখেছে তাই তাদের সেই সব কাজের ধরনটা অনেক ধরনের আলাদা থাকে। আসলে যারা প্রকৃতি জ্ঞানী মানুষ তারা কোন কাজ করতে গেলে সর্বপ্রথম সেই কাজটি বুদ্ধি দিয়ে করতে চেষ্টা করে। আর যারা জ্ঞানী মানুষ হয় তারা কিন্তু কোন কিছু কখনো বুদ্ধি দিয়ে করতে চেষ্টা করে না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি বুদ্ধি দিয়ে কোন ধরনের কাজ করতে পারি তাহলে সেই কাজটা আমাদের কাছে অনেক বেশি সহজ হবে। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে আমরা সব সময় জ্ঞান অর্জনের চেষ্টা করব।


আসলে এভাবে যদি আমাদের কোন কিছু শেখার আগ্রহ দিন দিন বৃদ্ধি পায় এবং আমাদের চারিপাশের লোক গুলোর মধ্যে যদি আমাদের এই আগ্রহটা প্রবেশ করতে পারি তাহলে কিন্তু তারাও এই সমাজের বিভিন্ন জিনিস থেকে শিক্ষা অর্জন করে তারাও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যাদের শেখার আগ্রহ অনেক বেশি তারা কিন্তু সবসময় অন্যান্য মানুষ থেকে অনেকে এগিয়ে থাকে এবং জীবনে অনেক বেশি বড় হতে পারে। এজন্য একটা বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা কেউ অলসের মতো পড়ে থাকবো না এবং সবাই মিলে বিভিন্ন জিনিস সম্পর্কে নতুন নতুন জ্ঞান সংগ্রহ করে সেই জিনিস নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

@raintears, this is a wonderful post about the importance of lifelong learning and the endless pursuit of knowledge! Your emphasis on observing and learning from our surroundings, regardless of formal education, really resonated with me. It's so true that true wisdom comes from a constant curiosity and willingness to learn from the world around us.

I especially appreciate your point about those who are eager to learn often being more successful. Sharing this passion and encouraging others to embrace learning is a valuable contribution to the "আমার বাংলা ব্লগ" community. The image you've chosen perfectly captures the spirit of creativity and the joy of discovery. Keep inspiring us with your thoughtful insights! কিপ ইট আপ! 👍