বেশি বোঝা ভালো নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বেশি বোঝা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


being-1295530_1280.webp



লিংক

অনেকে আছে এই পৃথিবীতে যারা কম জ্ঞানী কিন্তু সব সময় নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করে এবং তারা মনে করে যে এই পৃথিবীতে তারা সব থেকে বেশি বোঝে। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি কোন কিছু না বুঝে সেই জিনিস সম্পর্কে নিজেকে জ্ঞানী মনে করেন এবং বেশি বোঝার ভান করেন তাহলে কিন্তু আপনি নিজে অন্যের সামনে বোকা বলে প্রমাণিত হবেন। এই পৃথিবীতে বর্তমানে বোকাদের সংখ্যা সব থেকে বেশি। কেননা এই বোকা শ্রেণীর লোক গুলো সব সময় নিজেদেরকে অন্যের সামনে কি করে বড় করে তুলবে সেই জন্য তারা সবসময় চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বেশি বোঝা কখনো ভালো হতে পারে না।


আসলে যারা অল্প শিক্ষায় শিক্ষিত লোক তারা সব সময় নিজেদের শিক্ষার দিকটাকে অনেক বড় করে তোলার চেষ্টা করে। আর যারা প্রকৃত জ্ঞানী মানুষ তারা সব সময় নিজেদের জ্ঞানটা সুপ্ত রাখার চেষ্টা করে এবং প্রয়োজন অনুযায়ী সেই জ্ঞানকে কাজে লাগাতে চায়। তারা কিন্তু কখনো কোন কিছু সম্পর্কে বেশি বোঝার চেষ্টা করে না। অর্থাৎ তারা প্রথম কোন জিনিস দেখলে সর্বপ্রথম সেই জিনিসটা নিজে বোঝার চেষ্টা করে এবং আস্তে আস্তে সমাধান করারও প্রচেষ্টা চালিয়ে যায়। কিন্তু তারা যখন সেই জিনিসটা আসল বুঝতে পারবে তখন কিন্তু তারা সেই জিনিসটা সমাধান করতে পারবে এবং সেই জিনিসটা তাদের কাছে আরো অনেক বেশি সহজ মনে হবে। কিন্তু তারা কখনো জিনিস না বুঝে বোঝার চেষ্টা করে না।


কিছু কিছু মানুষ রয়েছে যারা কোন কাজকর্ম সঠিকভাবে না দেখে নিজেদেরকে সেই কাজ সম্পর্কে অনেক বেশি জ্ঞানী মনে করেন। আসলে এই জিনিসগুলো সব সময় একটা ভুল জিনিস। তাইতো আমরা সকল কিছু বোঝার আগে সর্বপ্রথম সেই জিনিসটা সমাধান করার চেষ্টা করব। যদিও অনেক মানুষ রয়েছে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য বিভিন্ন ধরনের কাজ করে। অর্থাৎ তারা কোন কিছুর ঠিকঠাক ভাবে না বুঝে শুনে সেই জিনিসগুলো করার চেষ্টা করে। এভাবে হয়তোবা সেই জিনিসটা সম্পর্কে আপনি কোন কিছু জানতে পারবেন না কিন্তু অল্প কিছু অর্থ উপার্জন করতে পারবেন। আসলে যারা জীবনে বড় হয়েছে তারা কিন্তু প্রত্যেকটা জিনিস সম্পর্কে অনেক বেশি চিন্তাভাবনা করে আস্তে আস্তে করে বুঝে সেই কাজটা সমাধান করার চেষ্টা করেছে।


এজন্য একটা বিষয়ে সম্পর্কে আমাদের সবসময় মনে রাখতে হবে যে বেশি বোঝা কিন্তু মোটেও ভালো নাই। অর্থাৎ অতিরিক্ত বুঝে যদি আপনি সেই কাজটি করতে যান তাহলে কিন্তু দেখতে পাবেন যে সেই কাজটি করতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছেন। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় ধারণা রাখতে হবে যে আমরা যদি সব কিছু বুঝেশুনে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে পারি তখন কিন্তু আমরা জীবনে অবশ্যই বড় হতে পারব এবং এর ফলে আমরা জীবনে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারব। তাইতো বেশি বোঝা কখনো ভালো হতে পারে না। আর সঠিক জ্ঞান নিয়ে আমরা কোন জিনিস যদি বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Wow, @raintears, this is a really insightful post! I appreciate you tackling the idea of appearing knowledgeable versus actually being knowledgeable. It's so true that genuine understanding comes from careful observation and a willingness to learn, not from pretending to know everything. I especially liked your point about how those who are truly wise often keep their knowledge "hidden" until needed – a sign of true mastery! The analogy of understanding before acting really resonates.

It's a message that everyone in the My Bangla Blog community can relate to. What are some situations where you've seen people "overreach" with their knowledge, or conversely, when has genuine understanding helped you solve a problem? Let's discuss! Thanks for sharing this thought-provoking piece!

 3 days ago 

যারা জ্ঞানী মানুষ তারা সব সময় শেখার চেষ্টা করে। আর জানার চেষ্টা করে। যারা বেশি বোঝার চেষ্টা করে তাদের ভেতরে আসলে কিছুই থাকেনা। লেখাগুলো পড়ে ভালো লাগলো।