জেনারেল রাইটিং - জীবনকে গতিশীল রাখতে হবে “
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমি খুব একটা ভালো নেই।আমি সর্দি জ্বরে আক্রান্ত হলাম।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
জীবনকে গতিশীল রাখতে হবে:
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করে নেব।আজকের লেখার বিষয়টি আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন।জীবনকে গতিশীল করতে হবে এই বিষয়টি নিয়ে আজ কিছু লেখা তুলে ধরব।মানুষের জীবন খুবই সাধনার।এক জীবনে মানুষকে অনেক বেশী গতিশীল হতে হয়।একবার থেমে গেলে আর উঠে দাঁড়ানো সম্ভব হয়না।এই সমাজে এমন অনেক মানুষ আছেন যারা অলসভাবে জীবন কাটায়।সেই জীবন মোটেও সুখের নয়।এক জীবনে মানুষের স্বপ্ন পূরনে নিজেকে গতিশীল রেখে চলতে হয়।একটা বিষয় আমাদের মনে রাখতে হবে জীবনে সক্রিয় থাকলে সফল হওয়া যায়।
গতিশীল জীবনে আমরা নানা বিষয় নানান ভাবে শিখতে পারি। আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষা রয়েছে এবং সেই শিক্ষা থেকে যদি আমরা জ্ঞান লাভ না করি তবে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবনা।নিজের কাছে নিজে বড় হলেই কিন্তু বড় হওয়া যায়না।বড় হতে হলে জ্ঞানী গুণী মানুষের পাশে যেতে হবে।ঠিক তখন নিজেকে নিজে চেনা যাবে।গতিশীল এই জীবনে আমরা নানা ধরনের সমস্যার সম্মুক্ষীন হয়ে থাকি।সেই সমস্যাকে দেখে যদি থেমে যাই তবে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবনা।আর এমন সমস্যাতে কাউকে পাশে পাব এমন ভাবনা ভেবে বসে থাকা যাবে না।নিজের লড়াই নিজেকেই একা লড়ে যেতে হবে।
কেউ পাশে নেই,সাহায্যের কোন একটি হাত আপনাকে স্পর্শ করেনি তাই বলে থেমে গেলে চলবে না।গতিশীল এই জীবনে নিজের যুদ্ধ নিজেকেই করতে হবে।নিজের স্বপ্ন পূরণ নিজেকেই করে যেতে হবে।আপনি আপনার স্বপ্ন পূরণে সফল হলে একদিন সবাইকে আপনার পাশে পাবেন।তাই নিজেকে গতিশীল রাখতে হবে সব সময়।মনে রাখতে হবে কখনো কোন কিছুতে নিজেকে থামিয়ে ফেলা যাবে না।
এই পৃথিবীতে যত জ্ঞানী, গুণী জন রয়েছেন তারা কঠোর পরিশ্রম করেই বড় হয়েছেন।স্থির হয়ে পরে থাকেন অলস মানুষরা।অলসতা আমাদেরকে পরিহার করতে হবে।জীবনে টিকে থাকতে হলে গতিশীলতা ধরে রাখতে হবে।আমরা যে যে পেশাতেই থাকি না কেন আমাদেরকে গতিশীল করে রাখতে হবে।গতিশীল জীবন আমাদেরকে অনেক দূর এগিয়ে নেবে।জীবন হবে সুন্দর।তাই আমরা কখন স্থবির হয়ে পরে থাকব না।জীবন যতক্ষণ আছে ততক্ষণ নিজেকে গতিশীল রেখে এগিয়ে যাব এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয় ।
Upvoted! Thank you for supporting witness @jswit.