“মোবাইলটি আর ঠিক করা গেলো না”

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

মোবাইলটি আর ঠিক করা গেল না:


IMG_0884.jpeg

ভিভাইস-আই প্যাড

বন্ধুরা,আজ আবার এলাম নতুন একটি পোস্ট নিয়ে।প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।জীবনে নানা ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়।কখন ও আমরা সুখে ভাসি,কখন ও বা কষ্টে ডুবে থাকি।এরই নাম জীবন।আজ শেয়ার করব কিছু কষ্টের অনুভূতি।কিছুদিন আগে আমার মোবাইলটি বন্ধ হয়ে যায়।মোবাইলটি সার্ভিসিং করতে দেয়া হলে ও সেটা আর ঠিক হল না।মোবাইল নষ্ট হলে নতুন মোবাইল কেনা যায়।কিন্তু নষ্ট হয়ে যাওয়া মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর পাওয়া সম্ভব হচ্ছে না।এই বিষয়টি ভীষণ খারাপ লাগছে।

মনটাকে অনেক বুঝিয়ে নিজেকে শক্ত করে নিলাম।নতুন করে অনেক কিছুই কাজের ক্ষেত্রে করতে হবে।আপনাদের মাঝে নিজের সব অনুভূতি ই আমি শেয়ার করে থাকি।আজ এই কষ্টের অনুভূতি গুলো শেয়ার করে নিলাম।মোবাইল নষ্ট হয়ে অনেক বেশি ঝামেলায় পরে গেলাম।খুব বেশি কষ্ট লাগছে মনে।শরীর ও বেশি ভালো না।সত্যিকথা বলতে মন খারাপ হলে সবকিছুই খারাপ লাগে।শরীরও তখন ভালো লাগেনা।

এখন শুধু এটাই বলছি আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন।সবাই দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই সবকিছু কাটিয়ে উঠতে পারি।মোবাইলটির জন্য অনেক বেশি মায়া ও পরে গেছে।আমার বাংলা ব্লগ এর সেই প্রথম থেকেই এই মোবাইল দিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।অনেক কিছুই আজ আর নেই।মোবাইলের সাথে সাথে সবকিছুই হারিয়ে গেলো।নতুন করে আবার অনেক কিছুই করতে হবে।নিজেকে শক্ত করতে হবে।দোয়া করবেন সবাই।

আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

IMG_0780.png

IMG_0781.gif

IMG_0782.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.