"কেটে যাওয়া অম্লান বছরগুলো "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি জেনারেল পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।
কেটে যাওয়া অম্লান বছরগুলোঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি কি বিষয় নিয়ে লেখা তা আপনারা আশাকরি অবগত হয়েছেন।দেখতে দেখতে চার বছরে পা দিল আমার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ।গতকাল ১১ ই জুন জন্মদিনে আমরা সবাই একসাথে ভার্চুয়াল ভাবে কেক কেটে জন্মদিনটি সম্পন্ন করলাম।খুব আনন্দ উদ্দীপনা নিয়ে কালকের দিনটি কেটেছে।আরো টানা দুইদিন অনুষ্ঠান হবে।আশাকরি সবাই একসাথে আনন্দ উল্লাসে মেতে উঠবো।
এইতো মনে হয় সেদিন আমার বাংলা ব্লগ এ পরিচিতিমূলক পোস্ট দিয়ে জয়েন হয়েছিলাম।এরপর দীর্ঘ ছয়মাস একটার পর একটা এক্সাম দিয়ে ভেরিফাই ড মেম্বার হলাম। এখানে এসে শিখেছি অনেক কিছু।এখন ও শেখার আছে অনেক কিছু।নিজের জীবনে কিছু একটা করার খুব ইচ্ছে ছিল।আমার বাংলা ব্লগ এ এসে কিছু হতে পেরেছি।নিজের মধ্যে থাকা সৃজনশীলতা বের করে আনতে পেরেছি।এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের শ্রদ্ধেয় বড় দাদা @rme দাদাকে।দাদা ছিলেন বলেই আজ আমার পরিচয় শুধু একজন গৃহিণী নয় বরং আমি একজন অ্যাক্টিভ ব্লগার ও।এতো আমার অনেক পাওয়া।নিজের সৃজনশীল কাজ গুলো এই প্লাটফর্মে তুলে ধরতে পেরে নিজের অনেক ভালো লাগা কাজ করে আমার।
অনেকটা সময় কেটে গেলো আমার বাংলা ব্লগ এর সাথে।এটা আমার আরো একটি পরিবার।এই পরিবারে সবাই খুব আপন।যেকোনো সমস্যাতে সব সময়ই সাহায্য পেয়ে থাকি এই পরিবারের প্রতিটি সদস্যদের কাছ থেকে। তাইতো সুখ-দুঃখ সবকিছুই ভাগ করে নেই এই পরিবারের সাথে।এই কমিউনিটি দাদার অনুপ্রেরণায় আজ অনেকটা পথ এগিয়ে গেছে।আমাদের প্রিয় দাদা নতুন নতুন সব আবিষ্কারে এই প্লাটফর্মকে আরো বহুদুর এগিয়ে নিয়ে যাবে এমনটা ই আশাকরি।আমাদের নিজস্ব কয়েন হয়েছে আজ।এর কারনে আমরা স্টিমিট প্লাটফর্মে নিজেদেরকে যোগ্য বলে তুলে ধরতে পেরেছি।প্রিয় দাদার নতুন নতুন উদ্ভাবনী মনোভাব আমাকে সব সময় মুগ্ধ করে।আজ দাদার জন্য সকল ইউজাররা পুশ কয়েন কিনতে পারছে।আর ভবিষ্যতের জন্য নিজেদেরকে লাভবান করতে পারবে বলে আশাকরি।দাদার নতুন নতুন সব প্রচেষ্টা অব্যহত থাকুক আর আমরা ও আমাদের সৃজনশীলতা নিয়ে আরো এগিয়ে যাবো।একই সাথে সবাই এই কমিউনিটিকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব।আজ চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের এটাই চাওয়া।গতকাল আমার বাংলা ব্লগচার বছরে পা দিল আমি চাই শত ও হাজার বছর জন্মদিন উদযাপন করবে সবাই।হয়তো সেদিন আমি থাকবো না।কিন্তু আমার অবদান এই পরিবারে থেকে যাবে অম্লান হয়ে।
বড় দাদার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার।এর সাথে ছোট দাদা, এই পরিবারের সকল এডমিন,মডারেটরস ভাইয়া ও আপুদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।সকল ইউজার ভাই-বোনদের প্রতি রইলো আমার প্রানঢালা ভালোবাসা।সবাই মিলে আরো অনেকটা পথ পাড়ি দেয়ার ইচ্ছে পোষণ করছি।
আজ আর নয়।আশাকরি আবার ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোন ব্লগ নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | জেনারেল রাইটিং |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
https://x.com/shimulakter403/status/1933471825616646213?t=sfqNK3sQGWL0NgtshNIB9g&s=19
https://x.com/shimulakter403/status/1933471688328646768?t=r-0BXK2GMEYPdzS0hgAAQg&s=19
https://x.com/shimulakter403/status/1933475438657220908?t=9JvJbkT_A_YMlKGsOFYNAg&s=19
https://x.com/shimulakter403/status/1933475157533937708?t=L5nLd9kGsHiPMn5kBEefHg&s=19
https://x.com/shimulakter403/status/1933478039851286556?t=c5eLeOpFyuvXpfaUG3lm5w&s=19
https://x.com/shimulakter403/status/1933477830228390315?t=71yyQRU2vGczxX6eZTdkYw&s=19
https://x.com/shimulakter403/status/1933479666821861557?t=DDlQJUIsVFD9Kg23F_J61A&s=19
https://x.com/shimulakter403/status/1933479381168762977?t=zUUoPdySiZZoTNYHaCUqsQ&s=19