ভাবনা চিন্তা করে কথা বলতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভাবনা চিন্তা করে কথা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একজন মানুষের কথার মাধ্যমে বোঝা যায় যে সেই মানুষটা ভালো না খারাপ মানুষ। অর্থাৎ ভালো মানুষগুলো সব সময় সোজাসাপ্টা কথা বলার চেষ্টা করে। আসলে তারা মানুষের সাথে বেশি রস মাখিয়ে কথা বলতে পারেনা। কেননা তাদের মনের ভিতরে কোনদিনও পাপ থাকে না এবং তারা সবসময় সত্য কথা বলে থাকে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সত্য কথা সব সময় একটু কড়া হয়। আর যারা সবসময় মিথ্যা কথা বলে তাদের কথার মধ্যে আপনি বিভিন্ন ধরনের রস খুঁজে পাবেন। কেননা এই সব রসের কথা বলে তারা আপনার মন ভুলি আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর এজন্য আমরা সব সময় এই সব মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব এবং তাদের সাথে মেলামেশা থেকে বিরত থাকব।
আসলে এই পৃথিবীতে আমাদের কথা কিন্তু সবসময় ভাবনা চিন্তা করে বলা উচিত। কেননা আমরা মানুষের সাথে কোন বিষয়ে কথা বলছি এবং আমাদের কথার জন্য কেউ কোনো কষ্ট পাচ্ছে না সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আসলে আমরা যত ভেবেচিন্তে কথা বলতে পারব ততই কিন্তু লোকজন আমাদেরকে সম্মান করবে এবং উঁচু স্থানে অবস্থান করে রাখবে। আসলে আমরা যদি বাঁচালেন মত সবসময় বকবক করতে থাকি এবং কোন কথা না শুনে শুধুমাত্র নিজেরাই কথা বলতে ব্যস্ত থাকি তাহলে আপনার সেখানে কোন মূল্য থাকবে না। এছাড়াও আপনারই মূল্যহীন কথা শোনার মত কারো কখনো সময় থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস সব সময় লক্ষ্য করলে দেখতে পাই যে এই পৃথিবীতে মানুষের কাছে মানুষের মূল্য দিন দিন কমে যাচ্ছে।
কেননা আপনি যদি মানুষের সাথে আপনার ওয়েট বুঝে কথা না বলেন তাহলে কিন্তু তার কাছে আপনি কখনো মূল্য পাবেন না। আসলে নিজের মানুষের সাথেও আমাদের কিন্তু সবসময় ভাবনা চিন্তা করে কথা বলা উচিত। কেননা মাঝে মাঝে আপনি কোন সাধারণ কথা বলবেন এবং সেই কথার জন্য কিন্তু মানুষ অনেক বেশি কষ্ট পাবে। আপনার কোন কথায় মানুষ কষ্ট পায় এবং কোন কথায় কষ্ট পায় না সে কথাগুলো আপনার মনে রাখতে হবে। আসলে যে মানুষ যে ধরনের কথা পছন্দ করে তাদের সাথে সেই ধরনের কথা বলা উচিত। আর যারা অতিরিক্ত কথা বলে অর্থাৎ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলে এবং মানুষের মাঝে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করে তারা কিন্তু কখনো মানুষের সামনে শ্রেষ্ঠ হতে পারে না।
আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা এর ব্যতিক্রম দেখতে পাই। ভাবনা চিন্তা করে যারা সবসময় মানুষের সঙ্গে মেলামেশা করে এবং কথা বলে তারা কিন্তু অনেক বেশি বুদ্ধিমান হয়ে থাকে। কেননা এইসব বুদ্ধিমান মানুষগুলো একটা বিষয় সবসময় জানে যে তারা যদি ভাবনা চিন্তা করে কথা না বলে তাহলে তাদের মূল্য অন্যদের কাছে কখনোই থাকবে না। আসলে যারা উঁচু শ্রেণিতে অবস্থান করে অর্থাৎ জ্ঞান অর্জন করে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে সেসব ব্যক্তিরা কিন্তু খুব কম কথা বলে। আসলে তাদের কম কথা বলার কারণ হলো তাদের একটা ভুল কথার জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আসলে যারা দেশ পরিচালনা করে তাদের কথার যথেষ্ট মূল্য রয়েছে এজন্য তারা সবসময় ভাবনা চিন্তা করে কথা বলার চেষ্টা করে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Wow, @steem-articles, this is a fantastic exploration of the power of thoughtful communication! আপনার "আমার বাংলা ব্লগ" পরিবারের সাথে ভাবনা চিন্তা করে কথা বলার গুরুত্ব নিয়ে আপনার লেখাটি খুবই সময়োপযোগী। I especially appreciate how you highlighted the difference between empty flattery and sincere, sometimes "harsh," truth. It's so true that মূল্যহীন কথা শোনার মত কারো কখনো সময় থাকে না!
The images you've chosen really complement your words. This post serves as a great reminder to be mindful of our words and their impact.
বন্ধুরা, let's discuss: How do you practice thoughtful communication in your daily lives? Share your tips and experiences in the comments below! Let's keep this important conversation going. Great job, @steem-articles!