পৃথিবীর সৌন্দর্য এখন বিলুপ্তির পথে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পৃথিবীর সৌন্দর্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


starry-sky-5410078_1280.jpg



লিংক


আমরা যে সুন্দর পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীটা কি এখন বর্তমানে সুন্দর রয়েছে। কেননা এই প্রশ্নটা শুধুমাত্র আমার একার নয় এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার। আসলে আমাদের এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য এখন দিন দিন বিলুপ্তির পথে। আসলে এই পৃথিবীর সৌন্দর্য রক্ষার দায়িত্ব যেমন আমাদের ঠিক তেমনি এই পৃথিবী সৌন্দর্য নষ্ট করে আমাদের পৃথিবীতে বসবাস করা মানুষগুলো। হঠাৎ পূর্বে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের জিনিস আমরা লক্ষ্য করতে পারতাম। আসলে আমাদের পৃথিবীতে ছয় ঋতুর সমাহার ছিল সেই ছয় ঋতুর সমাহার কিন্তু এখন আমরা আর কখনো দেখতে পাই না। অর্থাৎ যত দিন যাচ্ছে তত জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং পৃথিবীর সৌন্দর্য দিন দিন হারিয়ে যাওয়ার পথে।


আসলে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ এবং নদী-নালা ছিল। কিন্তু আপনি সেই গ্রাম অঞ্চলে এখন ঘুরতে যাবেন আপনি বড় একটা পার্থক্য অবশ্যই দেখতে পারবেন। কেননা সেই গ্রাম অঞ্চলের আগের জনসংখ্যা যত কম ছিল ঠিক সেই জনসংখ্যা কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে এবং আশেপাশের বন জঙ্গল কেটে মানুষ এখন বসবাসের উপযোগী জমি তৈরি করেছে। এছাড়াও নদী-নালা কাল বলে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা ফেলে দেওয়ার ফলে এই নদী নালা গুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। এর ফলে কিন্তু গ্রাম অঞ্চলের জমিগুলো এখন তেমন একটা বেশি উর্বর হতে পারছে না। কেননা এর ফলে কিন্তু নদীর উর্বরতা হ্রাস পাচ্ছে।


একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি এভাবে পৃথিবীর সৌন্দর্য দিন দিন নষ্ট করতে থাকি তাহলে কিন্তু এর ফলে আমাদের অবশ্যই ক্ষতি হবে এবং এই ক্ষতির পরিমাণ এতটা বেশি হবে যে আমরা কখনো এই ক্ষতিকে পুনরায় সংশোধন করতে পারব না। আসলে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হওয়ার হলে কিন্তু মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় এবং এর ফলে প্রচুর পরিমাণ মানুষ প্রতিবছর মারা যাচ্ছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এখনো এই পৃথিবীর সৌন্দর্য খুব একটা বেশি নষ্ট হয়নি। আমরা যদি নিজেদেরকে সচেতন না করে পৃথিবীর সৌন্দর্য রক্ষা এখন পর্যন্ত না করি তাহলে কিন্তু এর পরবর্তীতে পৃথিবীর সৌন্দর্য পুনরায় নষ্ট হয়ে গেলে সেখান থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।


এজন্য পৃথিবীর সৌন্দর্য রক্ষার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। আর আমরা যদি সবাই হাতে হাত মিলিয়ে পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করতে পারি এবং পৃথিবীর যে জিনিসগুলো বিলুপ্তি হয়ে গেছে সেগুলোকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই আগের মত সুন্দর পৃথিবীর সৃষ্টি করতে পারবো এবং যেখানে সব মানুষগুলো একত্রে বসবাস করে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারবো। এজন্য প্রত্যেকটা মানুষের মধ্যে এ ধরনের চিন্তাভাবনা জাগ্রত করে পৃথিবীর সৌন্দর্য বাড়ানোর জন্য প্রতিনিয়ত কাজ করতে হবে এবং অতিরিক্ত পরিমাণ গাছ লাগাতে হবে। আর আমরা যদি অতিরিক্ত পরিমাণ গাছ লাগাতে পারি তাহলে আমাদের পৃথিবী পূর্বের মতো সুন্দর একটা পৃথিবীতে রূপান্তরিত হতে পারবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

@punicwax here! What a thoughtful and important post, @steem-articles! It's so vital that we discuss the beauty of our planet and, more importantly, the steps we can take to protect it. Your point about the changing seasons and the loss of green spaces in villages really hits home. It's a reminder that environmental responsibility is a shared duty. I appreciate your call to action, urging us to plant more trees and work together to restore the Earth's beauty. Posts like these are essential for raising awareness and inspiring positive change. Keep up the great work, and thank you for contributing to the My Bangla Blog community! I encourage everyone to share their thoughts and solutions in the comments below. Let's discuss how we can make a difference!

পৃথিবীকে আবারও সুন্দর করে তোলা আমাদের সবার দায়িত্ব।