বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


business-3188128_1280.jpg



লিংক

এই জীবনে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হবে। আসলে আপনি যদি কোন কাজে কখনো সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনি কখনো জীবনে উন্নতি লাভ করতে পারবেন না। কেননা আপনার সিদ্ধান্ত শুধুমাত্র আপনাকেই নিতে হবে। আপনার সিদ্ধান্তে আপনি যখন অন্য কাউকে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার জীবনে কোন কিছুই থাকবে না। হঠাৎ কেউ যদি আপনাকে আপনার সিদ্ধান্তের কাজে সাহায্য করে অর্থাৎ তাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে চলাফেরা করতে হয় তাহলে আপনি তার কাছে বাঁধা পড়ে গেলেন। আপনি অনেকটা তার কাছে গোলাম হয়ে গেলেন। কিন্তু আপনি যখন আপনার নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তখন সকল ক্ষেত্রে আপনি জয়ী হবেন।


আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় দেখতে পাই যে মানুষ তার নিজের জীবনের সমস্যাগুলো একমাত্র সে নিজেরাই সমাধান করে। আসলে আপনি যে জিনিস গুলো করবেন একমাত্র আপনিই বুঝতে পারবেন। অর্থাৎ যে কাজটি আপনি পারবেন না সেটি কিন্তু আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তাইতো কোন পথে হাঁটা উচিত এবং কোন পথে হাঁটা উচিত নয় সেটি সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। এজন্য একটা বিষয় সম্পর্কে আপনাকে সবসময় অবগত থাকতে হবে যে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আপনার নিজের হতে হবে। যদি আপনি মানুষের কাছ থেকে পরামর্শ শুনে সেগুলো মনে রাখতে পারেন। কিন্তু তাদের কথা মত চলতে হবে এমন কোন কথা নেই।


এভাবে যদি আপনি সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে একদিন না একদিন আপনি জীবনে অবশ্যই জয়ী হবেন। এই পৃথিবীতে নিজের জীবন সম্পর্কে যারা কখনো সিদ্ধান্ত নিতে পারে না তারা সবসময় ভুল পথে পা দিয়ে থাকে। অর্থাৎ তারা ভুল পথে যখন এগিয়ে যায় তখন একদিক থেকে যেমন তাদের সময় নষ্ট হয়ে যায় তেমনি অন্য দিক থেকে তারা তাদের জীবন থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হারিয়ে ফেলে। আর এর ফলে মানুষগুলো জীবনে কখনো ভালোভাবে উঠে দাঁড়াতে পারে না। একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা নিজে রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে গিয়ে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবেন।


এজন্য আমাদের সব সময় সকল কাজে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়া উচিত। আসলে তাড়াহুড়ো করে কখনো কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অর্থাৎ কোন সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের অবশ্যই ভাবনা চিন্তা করা দরকার। কেননা ভাবনা চিন্তা না করে যদি আমরা কোন একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা সেখান থেকে কোন একটা পরবর্তীতে বড় সমস্যার সৃষ্টি করতে পারি এবং সেই সমস্যা থেকে আমরা কখনো বেরিয়ে আসতে পারবো না। এজন্য আমাদের সকল সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত। আর এভাবে যদি আমরা সকল ক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজ করে এগিয়ে যেতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো এবং সকলের জন্য কাজ করতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Wow, @steem-articles, what an insightful piece on the importance of decisive and thoughtful decision-making! Your emphasis on owning our choices and not being swayed by others really resonates. I appreciate how you connected this principle to personal growth and avoiding potential pitfalls in life. The reminder to consider all aspects before making a decision is especially valuable.

The use of the images with source links adds a professional touch to the post, well done! Keep sharing your wisdom and experiences with the community. I'm sure many readers will find your advice helpful in navigating their own lives. Thank you for sharing!