দু'মুঠো খাবারের জন্য মানুষ কি না করে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খাবার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-1550501_1280.jpg


লিংক

প্রতিনিয়ত মানুষ চারিদিকে ছুটে বেড়ায় তার জীবন জীবিকা একটু ভালোভাবে পরিচালনা করার জন্য। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে যারা দুবেলা দুই মুঠো খাবারের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে তাদের সাথে যদি আপনি কোন ধরনের খারাপ অন্যায় অত্যাচার করেন তাহলে কিন্তু এর ফল অনেক বেশি খারাপ হবে। আসলে সেই ব্যক্তি গুলো আপনাকে কখনো কোন খারাপ কথা বলবে না বরং আপনি আপনার নিজের এই খারাপ কাজের জন্য সারাজীবন অনুতপ্ত হবেন। আসলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা মানুষকে কি করে ছোট করবে এইসব দিক তারা সব সময় খুঁজে বেড়ায়। এই মানুষগুলো কখনো আপনার কাছ থেকে ভিক্ষা করে কোন কিছু চায় না।


একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই সব গরিব মানুষগুলো যতই গরিব হোক না কেন এবং তাদের যতই অর্থ কষ্ট হোক না কেন তারা কিন্তু কখনো আপনার কাছে ভিক্ষা চাইবে না। বরং তারা আপনার কাছে গিয়ে বিভিন্ন ধরনের কাজ চাইবে এবং সেই কাজ করে তারা যে অর্থ উপার্জন করবে তাই দিয়ে তাদের পরিবারটাকে একটু ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই মানুষগুলো শ্রমের বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। আপনি কিন্তু তাকে বিনা কারণে টাকা দিচ্ছেন না। আর এই মানুষগুলোকে অপমান করার কোন যোগ্যতা আপনার নেই। আর এই মানুষগুলো যতই গরিব হোক না কেন তারা কিন্তু মন মানসিকতার দিক থেকে সবার উপরে।


পৃথিবীতে জনসংখ্যার বেশিরভাগ কিন্তু গরিব সীমার নিচে পড়ে। একটা গণনা দেখা গেছে যে এই পৃথিবীতে যে পরিমাণে গরিব মানুষ রয়েছে এই গরিব মানুষ বাদ দিলে ধনী লোকের সংখ্যা হাতে গোনা যায়। কিন্তু এই ধনী লোকগুলো কখনো এই গরিব মানুষদের দিকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেয় না। আর এর ফলে তারা প্রচুর পরিমাণে কষ্ট পায় এবং অর্থ অভাবে ভুগতে থাকে। একটা মানুষ দুমুঠো খাবারের জন্য কি না করতে পারে তা আমরা আমাদের চারিপাশে দেখতে পাই। অর্থাৎ তাদের কাছে কোন কাজ কখনো ছোট না এবং তাদের যে কোন কাজ দেওয়া হলে তারা সেই কাজটি করার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় মানুষের কর্ম দেখে তাকে সম্মান করবো। আর গরিব মানুষদের অবস্থান পরিবর্তনের জন্য সবাইকে একসাথে সাহায্যের হাত বাড়াতে হবে।


একটা মানুষ কি করে সারাদিন অর্থ উপার্জন করবে এই চিন্তা করতে থাকে প্রতিনিয়ত। আপনি অপচয় করে বিভিন্ন দিকে অর্থ নষ্ট করতে থাকেন প্রতিনিয়ত। কিন্তু এই অর্থের জন্য কত পরিবার রয়েছে যারা না খেয়ে কষ্টে দিন কাটায়। আসলে যারা খাদ্যের কষ্ট পায় তাদের এই কষ্টের অনুভূতি আপনি কখনো অনুভব করতে পারবেন না। এজন্য আমরা এই পৃথিবীতে সকল গরিব মানুষদের সামান্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে এতে করে তারা অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পারবে। কেননা শুধুমাত্র এই পৃথিবীতে আমরা ভালোভাবে বেঁচে থাকবে এবং তারা ভালোভাবে বেঁচে থাকবে না এটি কখনো হতে পারে না। তাইতো আমরা তাদের দিকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

@steem-articles, this is a powerful and moving piece! Your reflection on the struggles of those working tirelessly for basic sustenance resonates deeply. Highlighting the dignity of labor and emphasizing the importance of treating everyone with respect, regardless of their economic status, is incredibly important.

The call for empathy and action towards those in need is a message that deserves to be amplified. You've articulated the plight of the less fortunate with compassion and urged readers to consider the impact of their actions and extend a helping hand. Thank you for sharing your thoughts and inspiring us to be more mindful and supportive within our communities. Keep writing and raising awareness! What steps do you think our community can take to support these individuals effectively?