মাকে ভালোবাসুন সব সময়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মাকে ভালোবাসুন সব সময় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে আমরা কোন একটা বিশেষ দিন আসলে সেই দিনটাকে নিয়ে প্রচুর আনন্দ এবং উল্লাস করি। আসলে সেই দিনটি যখন চলে যায় তখন আমরা আর সেই দিনটিতে যেসব কাজকর্ম করতে হয়েছে সেসব কাজকর্ম আর পরবর্তীতে করি না। আসলে মাতৃ দিবসের যে আমরা শুধু মাকে ভালোবাসবো এবং বাকি দিনগুলোতে মাকে ভালোবাসবো না এটা কিন্তু ওই দিনের উদ্দেশ্য নয়। আসলে পৃথিবীতে সবাই আমাদের স্বার্থপরের মত ভালবাসলেও মা আমাদের কখনো স্বার্থপরের মত ভালবাসবে না। কারণ যে মা আমাদের দশ মাস দশ দিন তার মাতৃ গর্ভে ধারণ করে শত কষ্টের ভিতর দিয়ে সময় কাটিয়েছে এবং আমাদের এই সুন্দর পৃথিবীর মুখ দেখিয়েছে এমন মাকে পেয়ে আমরা সত্যিই ধন্য। আসলে আমরা দেখি যে বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ কোন একটা দিবসে সেই জিনিস নিয়ে অনেক বেশি মাতামাতি করে। এইতো কিছুদিন আগে মাতৃদিবস গেল। সেদিন মানুষ তার ফেসবুক এবং ইনস্টাগ্রামে মাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করেছিল।

আসলে এভাবে কি মাকে ভালোবাসার দিকটা প্রকাশ পায়? আমার তো মনে হয় এটা শুধু লোক দেখানো ভালোবাসা। আসলে যারা মাকে ভালোবাসে তারা মাকে প্রতিটা মুহূর্তের জন্য ভালোবাসে। মাকে ভালোবাসি এই কথাটি প্রকাশ করার জন্য আমাদের কোন প্রয়োজন নেই। আমরা যদি সব সময় মায়ের সেবা করি এবং মায়ের কথামতো চলতে পারি তাহলে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব। এই পৃথিবীতে মায়ের মত ভালবাসা আমরা কখনো কোথায় গেলে পাবো না। আসলে আমরা যদি কোন বিপদে পড়ি এবং কখনো কোন কষ্ট পাই তখন মা এসে আমাদের কাছে সান্তনা দেয়। আসলে মা যখন আমাদের মাথায় হাত বুলিয়ে দেয় তখন আমাদের সকল দুঃখ কষ্ট নিমেষেই আমরা ভুলে যাই। আসলে মায়ের ভালোবাসার সাথে কারো কখনো তুলনা হতে পারে না। এই পৃথিবীতে মা সর্বশ্রেষ্ঠ।

অনেকে রয়েছেন এই পৃথিবীতে যারা তাদের মাকে কখনো ভালবাসে না এবং বিভিন্নভাবে তাদের মাকে দুঃখ-কষ্ট দিয়ে থাকে। এছাড়াও বর্তমানে আধুনিক যুগে আমরা দেখতে পাই যে বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। দেশের শিক্ষিত লোকেরা সেখানে তাদের পিতা-মাতাকে রেখে আসে তাদের শেষ বয়সে। আসলে যে মা আমাদের বুকের দুধ খাইয়ে বড় করেছে এবং লালন পালন করে এই সুন্দর পৃথিবীতে আমাদের প্রতিষ্ঠিত করেছে সেই মাকে যদি আমরা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে দিই তাহলে এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। আসলে এইসব সন্তানদের বেঁচে থাকার কোন অধিকার নেই। আমার কাছে মনে হয় যারা এই পৃথিবীতে মাকে ভালোবাসে না এবং মায়ের দুঃখ কষ্ট যারা বোঝে না তারা কখনোই সুখে শান্তিতে দিন কাটাতে পারে না। আসলে আমরা শত পরিশ্রম করি মাকে একটু সুখে রাখার জন্য।

আসলে আমাদের দেশে আমরা দেখতে পাই যে অশিক্ষিত লোক অপেক্ষা শিক্ষিত লোকেরা তাদের মা-বাবাকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকে। আসলে এটা কখনো আমরা শিক্ষিত লোকের কাছ থেকে আশা করি না। আসলে আমরা যদি জীবনে মাকে সম্মান করে এই মাকে সুখে রাখার জন্য কঠোর পরিশ্রম করে জীবন উন্নতি লাভ করতে পারি এতেই কিন্তু আমাদের শান্তি। আসলে মায়ের মুখের হাসি আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। তাইতো আমরা সবসময় চেষ্টা করব মাকে আমাদের সম্মান করা এবং মায়ের যাতে কোন দুঃখ কষ্ট না হয় সেদিকে সবসময় খেয়াল রাখা। আসলে আমরা যদি মায়ের সেবা করে যেতে পারি তাহলে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারব এবং একজন ভালো মানুষ হিসেবে সমাজে বিবেচিত হবে। তাইতো শুধুমাত্র মাতৃ দিবসে নয়, মাকে ভালোবাসুন সারা বছর।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last year 

মাঝে মাঝে আমরা হয়তো মাকে অনেক দুঃখ কষ্ট দিয়ে ফেলি। মা আমাদের জীবনের অমূল্য সম্পদ। তাই আমার কাছেও মনে হয় মাকে দুঃখ কষ্ট দেওয়া একদমই উচিত না। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে।

 last year 

মাকে ভালোবাসার কোন নির্দিষ্ট দিনক্ষণ লাগে না মাকে ভালবাসতে হয়ে প্রতিটি ক্ষণে ক্ষণে। আসলে এখানে শিক্ষিত-অশিক্ষিত বলে কথা নেই যারা নরপশু তারা শিক্ষিত বা অশিক্ষিত সবাই মাকে দুঃখ কষ্ট দিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে মাকে নিয়ে সুন্দর কিছু কথা তুলে ধরে আজকের পোস্টে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

সত্য কথা বলেছেন, শিক্ষিত লোকের চেয়েও শিক্ষিতরাই মা-বাবাকে অনেকে বেশি যত্ন করে। মায়ের কদর অনেকে বোঝেনা। যারা মা হারায় তারাই বুঝে মায়ের মর্ম। যে ঘরে মা নেই সে ঘরের কোন আকর্ষণ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমাদের সবার উচিত মা'কে বেশি বেশি ভালোবাসা। কারণ আমরা যে বড় হয়েছি,তার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে মায়ের। কিন্তু কিছু কিছু সন্তানদেরকে দেখি,বিয়ের পরে বউয়ের পাল্লায় পড়ে মা বাবার ভরণপোষণের দায়িত্ব পর্যন্ত নেয় না। তারা আসলে পশুর চেয়েও নিকৃষ্ট। তাদের যথাযথ বিচার আল্লাহ তায়ালা একদিন অবশ্যই করবেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।