পরিশ্রমের ফলে একদিন সফলতা আসবেই
আসসালামুআলাইকুম/আদাব
সফলতা এমন একটি শব্দ যা সবাই চায়, কিন্তু সবাই তা পায় না। কেন? কারণ সফলতার পথে হাঁটতে হলে লাগে ধৈর্য, নিষ্ঠা এবং সবচেয়ে বড় বিষয় পরিশ্রম। জীবনে যদি সত্যিকারের কিছু অর্জন করতে চাই, তবে পরিশ্রম ছাড়া আর কোনো বিকল্প নেই।
প্রত্যেক সফল মানুষের পেছনে থাকে এক দীর্ঘ সংগ্রামের গল্প। তাঁরা হয়তো একদিনে বড় কিছু পাননি, বরং দিনের পর দিন চেষ্টা করে গেছেন, ব্যর্থ হয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। ঠিক যেমন নদীর ধারায় পাথরও একদিন মসৃণ হয়ে যায়, তেমনই একটানা চেষ্টায় কঠিন পথও একদিন সহজ হয়ে ওঠে।
একটি ছোট উদাহরণ দিই একজন কৃষক দিনের পর দিন জমিতে চাষ করেন। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তিনি বীজ বপন করেন, যত্ন নেন। কিন্তু ফল তো সে সঙ্গে সঙ্গে পায় না! সময় লাগে, ধৈর্য লাগে। ঠিক তেমনই, জীবনের যেকোনো ক্ষেত্রে সফল হতে হলে শুরুতে অনেক পরিশ্রম করতে হয়, কিছুটা অপেক্ষাও করতে হয়।
পরিশ্রম শুধু শারীরিক নয়, মানসিক পরিশ্রমও সফলতার পথে অনেক বড় ভূমিকা রাখে। একজন শিক্ষার্থী যদি প্রতিদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সময়মতো প্রস্তুতি নেয়, তাহলে পরীক্ষায় ভালো ফল করা তার জন্য অনিবার্য হয়ে ওঠে।তবে মনে রাখতে হবে, শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিক পথে পরিশ্রম করাটা গুরুত্বপূর্ণ। যদি কেউ ভুল পথে এগোয়, তবে হাজার চেষ্টা করেও সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাই লক্ষ্য ঠিক করে, পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া জরুরি।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যর্থতাকে ভয় না পাওয়া। পরিশ্রম করেও যদি ব্যর্থ হই, সেটাকে শিক্ষা হিসেবে নিতে হবে। কারণ প্রতিটি ব্যর্থতাই আমাদের সফলতার এক ধাপ কাছে নিয়ে যায়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসন ১,০০০ বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কারে, কিন্তু তিনি থামেননি। একসময় তাঁর সেই পরিশ্রমই তাঁকে সফল করে তুলেছিল।
পরিশ্রম কখনোই বিফলে যায় না। হয়তো সময় লাগবে, হয়তো পথটা অনেক কঠিন হবে, কিন্তু যে থেমে যায় না, সেই একদিন ঠিকই লক্ষ্যে পৌঁছে যায়। মনে রাখতে হবে, সফলতা হলো এক দীর্ঘ পথ চলার ফল, যার প্রতিটি ধাপে ছড়িয়ে থাকে ঘাম, কষ্ট আর চেষ্টা।
তাই যদি তুমি জীবনে বড় কিছু চাও, তাহলে এখন থেকেই পরিশ্রম শুরু করো। ধৈর্য রাখো, আত্মবিশ্বাস রাখো, এবং প্রতিদিন নিজের লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাও। কারণ, পরিশ্রম করলে সফলতা একদিন আসবেই, এটি চিরন্তন সত্য।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/alif111ahmed/status/1952960679436243439?s=19
https://x.com/alif111ahmed/status/1952961602074112150?s=19
https://x.com/alif111ahmed/status/1952962152261984627?s=19