প্রকৃত বন্ধুত্বের আসল চেনা যায় বিপদের সময়ে
আসসালামুআলাইকুম/আদাব
বন্ধুত্ব একটি এমন অনুভব যা রক্তের সম্পর্কের চেয়েও গভীর হতে পারে। জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সাফল্য ও ব্যর্থতার মুহূর্তে আমাদের পাশে কেউ থাকে,সেই মানুষটিই প্রকৃত বন্ধু। কিন্তু সবার মাঝে প্রকৃত বন্ধু কে, তা বোঝা যায় না আনন্দে কিংবা উৎসবে; বরং চেনা যায় তখনই, যখন চারপাশে নেমে আসে অন্ধকার, বিপদ এসে দাঁড়ায় চোখের সামনে, আর তখন সবাই একে একে সরে দাঁড়ায়। সেখানেই কেউ একজন নীরবে দাঁড়িয়ে থাকে, তোমার পাশে, নির্ভরতার প্রতীক হয়ে। সেই মানুষটিই প্রকৃত বন্ধু।
জীবনে আমরা অনেক বন্ধু পাই, স্কুলে, কলেজে, পাড়ায় কিংবা কর্মক্ষেত্রে। সবাই হাসি-আনন্দে অংশ নেয়, মজা করে, ছবি তোলে, একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে। কিন্তু যখন বিপদ আসে,হয়তো অর্থনৈতিক সমস্যা, শারীরিক অসুস্থতা, মানসিক ভাঙন কিংবা পারিবারিক সংকট,তখন অধিকাংশ বন্ধুই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের নিয়ে। তখন যিনি এক কাপ চা নিয়ে এসে বসে, তোমার কথা মন দিয়ে শোনে, তোমার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে, এমনকি সাহায্য করার মত কিছু না থাকলেও তোমাকে একা ফেলে না,তিনিই প্রকৃত বন্ধু।
এই ধরণের বন্ধুত্বের এক অমূল্য দৃষ্টান্ত আমার নিজের জীবনেও রয়েছে। আমি একসময় কঠিন আর্থিক সংকটে পড়েছিলাম। সেই সময় অনেক পরিচিত মুখ, যাদের আমি বন্ধু ভাবতাম, তারা আমার ফোনের উত্তর দেওয়া বন্ধ করে দিল। কেউ কেউ 'ব্যস্ত আছি' বলে এড়িয়ে গেল। কিন্তু একজন বন্ধু,যাকে আমি হারিয়ে ফেলেছিলাম অনেক বছর আগে,সে হঠাৎ করেই আবার ফিরে এলো, শুধুই আমাকে সাহায্য করতে। না, তার কাছে প্রচুর টাকা ছিল না, কিন্তু তার মনটা ছিল সুবিশাল। সে আমাকে মানসিকভাবে শক্তি দিল, নিজের ছোট চাকরি থেকে কিছু টাকা ধার দিল, আমাকে সাহস দিল নতুন করে শুরু করার।
এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে,সুখের দিনে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের দিনে যে পাশে দাঁড়ায়, সেইই আসল বন্ধু। আমরা হয়তো প্রতিদিন অনেকের সঙ্গে কথা বলি, হেসে কথা বলি, আড্ডা দিই, কিন্তু প্রকৃত বন্ধুর পরিচয় মেলে যখন আমরা একা পড়ে যাই, যখন আশেপাশে কাউকে দেখি না, তখন একজন মানুষের হাতটা সামনে বাড়িয়ে দেয়,ভয় নেই, আমি আছি' বলে।
এই রকম বন্ধুত্বই জীবনের আসল আশীর্বাদ। এই বন্ধুর জন্যই আমরা আবার উঠে দাঁড়াতে পারি, আবার নতুন করে স্বপ্ন দেখতে পারি। তাই যাদের জীবনে এমন একজন বন্ধু আছে, তাদের ধন্যবাদ দিন, ভালোবাসা দিন। আর নিজেরাও চেষ্টা করুন এমন একজন বন্ধু হতে, যে হারিয়ে গেলেও ফিরে আসে শুধু পাশে দাঁড়াতে।বন্ধুত্ব মানে কেবল একসাথে থাকা নয়, বন্ধুত্ব মানে,বিপদের দিনে একসাথে লড়ে যাওয়ার প্রতিজ্ঞা।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.