নিজের চেষ্টায় এগিয়ে গেলে সাফল্য আসবেই

in আমার বাংলা ব্লগ22 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

woman-2666433_1280.jpg

source

জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়ই দেখি মানুষ অন্যের উপর ভরসা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কেউ ভাবেন, অন্যের সহায়তা ছাড়া তিনি সফল হতে পারবেন না। কিন্তু বাস্তবতা হলো, কারও সহায়তা সাময়িকভাবে হয়তো আপনাকে কিছুটা এগিয়ে নিতে পারে, তবে দীর্ঘমেয়াদে সাফল্যের ভিত্তি তৈরি হয় কেবল নিজের চেষ্টা, পরিশ্রম ও একাগ্রতার উপর। অন্যের উপর নির্ভরশীলতা মানুষের মানসিক শক্তি কমিয়ে দেয়, অথচ আত্মনির্ভরশীলতা তাকে করে তোলে দৃঢ় ও আত্মবিশ্বাসী।

প্রথমত, নিজের চেষ্টায় এগিয়ে গেলে আত্মবিশ্বাস গড়ে ওঠে। যখন মানুষ নিজের পরিশ্রম দিয়ে একটি ছোট কাজেও সফল হয়, তখন তার ভেতরে জন্ম নেয় বিশ্বাস যে সে আরও বড় কিছু করতে পারবে। এই বিশ্বাসই সাফল্যের সবচেয়ে বড় পুঁজি। অন্যের উপর ভরসা করলে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু তাতে ভেতরের শক্তি গড়ে ওঠে না।

দ্বিতীয়ত, সাফল্যের পথ কখনও সহজ নয়। পথে বাধা-বিপত্তি, সমালোচনা, ব্যর্থতা সবই আসবে। যদি কেউ সবসময় অন্যের সহায়তা প্রত্যাশা করে, তবে সে সামান্য প্রতিকূলতাতেই ভেঙে পড়বে। কিন্তু যে মানুষ নিজের চেষ্টায় এগোতে জানে, সে প্রতিটি সমস্যাকে নতুন শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করে। নিজের অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে সে ধীরে ধীরে হয়ে ওঠে পরিণত, আর এ পরিণতিই তাকে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে সাহায্য করে।

তৃতীয়ত, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যাঁরা পৃথিবীতে বড় পরিবর্তন এনেছেন বা মহান সাফল্য অর্জন করেছেন, তাঁরা কেউ অন্যের ভরসায় তা করতে পারেননি। তাঁরা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস চেষ্টা করেছেন। বিজ্ঞানী, কবি, সাহিত্যিক কিংবা উদ্যোক্তা প্রত্যেকেই তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঘাম ঝরিয়েছেন। তাদের আত্মনির্ভরশীলতার কারণেই তারা সমাজে অনন্য হয়ে উঠেছেন।

চতুর্থত, নিজের প্রচেষ্টা মানুষকে স্বাবলম্বী করে তোলে। স্বাবলম্বী মানুষ কেবল নিজের জীবনেই সাফল্য আনে না, বরং সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করে। যে ব্যক্তি কঠিন সময়ে হাল ছাড়ে না এবং একাগ্র প্রচেষ্টায় এগিয়ে চলে, সে প্রমাণ করে যে জীবনে কিছুই অসম্ভব নয়। এভাবে তার চারপাশের মানুষও প্রেরণা পায়, সমাজ হয় আলোকিত।

শেষ পর্যন্ত বলা যায়, অন্যের সহায়তা পাওয়া খারাপ কিছু নয়, তবে সেটাকে কখনও মূল ভরসা বানানো উচিত নয়। কারণ জীবনের সত্যিকারের সাফল্য আসে নিজের ঘাম, শ্রম, ধৈর্য ও অধ্যবসায় থেকে। সাফল্য সেই মানুষের হাতে ধরা দেয়, যে নিজের স্বপ্নের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যায় এবং অন্যের সাহায্যকে কেবল সহায়ক হিসেবে গ্রহণ করে, ভরসার আসনে বসায় না।তাই আমাদের সবার উচিত আত্মনির্ভরশীল হওয়া, নিজের শক্তিকে বিশ্বাস করা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়া। মনে রাখতে হবে,অন্যের উপর ভরসা নয়, বরং নিজের প্রচেষ্টাই আমাদের জীবনে সত্যিকারের সাফল্যের দ্বার খুলে দেয়।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻